সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। বাম হাতি ব্যাটার হিসেবে লাল বলের ক্রিকেটে বিশ্বসেরাদের তালিকায় রাখা যেতে পারে তাঁকে। টিম ইন্ডিয়ার হয়ে বহু কঠিন ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন তিনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ভারতীয় দলের জার্সিতে সবচেয়ে টেস্ট শতরানকারী উইকেটরক্ষক হওয়ার নজিরও স্পর্শ করেছেন তিনি। আসন ভাগ করে নিয়েছেন তাঁর ‘আইডল’ মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) সাথে। পন্থ যে ধোনি’র উত্তরসূরি হতে পারেন তার আভাস মিলেছিলো আজ থেকে প্রায় নয় বছর আগেই। রঞ্জি ট্রফির মঞ্চে মহারাষ্ট্রের মত শক্তিশালী দলের বিরুদ্ধে ঋষভ (Rishabh Pant) বুঝিয়েছিলেন যে তারকা হয়ে ওঠার যাবতীয় মালমশলা রয়েছে তাঁর মধ্যে। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম ব্যাটার হিসেবে করেন ত্রিশতরান।
Read More: IND vs AUS 5th Test: বাদ পড়ছেন ঋষভ, রোহিতকে নিয়ে প্রশ্নচিহ্ন, সিডনিতে ‘মাস্ট উইন’ ম্যাচে একঝাঁক বদল ভারতীয় একাদশে !!
দুর্দান্ত ত্রিশতক ঋষভ পন্থের-
২০১৬ সালের অক্টোবর মাসে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির গ্রুপ-বি’র ম্যাচে মুখোমুখি হয়েছিলো মহারাষ্ট্র ও দিল্লী (MAHA vs DEL)। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন মহারাষ্ট্র অধিনায়ক স্বপ্নীল গুগালে (Swapnil Gugale)। ওপেন করতে নেমে দুর্ধর্ষ একটি ইনিংস খেলেন তিনি। ৫২১ বলে ৩৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে তিনি করেন ৩৫১* রান। পিছিয়ে ছিলেন না মিডল অর্ডার ব্যাটার অঙ্কিত বাওনে’ও (Ankit Bawne)। তিনি অপরাজিত থাকেন ২৫৮ করে। তাঁদের দু’জনের অনবদ্য ব্যাটিং-এর সৌজন্যে প্রথম ইনিংসে মহারাষ্ট্র তোলে ২ উইকেটে ৬৩৫ রান। পর্বতসম এই স্কোরের চাপ মাথায় নিয়ে ব্যাট করতে নামা দিল্লী দুই ওপেনারকে হারিয়েছিলো দ্রুত। ২৪ করেন উন্মুক্ত চাঁদ ও ১৮ রান করেই সাজঘরে ফেরেন মোহিত শর্মা। এরপর ব্যাট হাতে প্রতিরোধের পাহাড় গড়েন তরুণ ঋষভ পন্থ (Rishabh Pant)।
২০১৬তে ঋষভের বয়স তখন সবে উনিশ পেরিয়েছে। বড় মঞ্চে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন সেই টিন এজেই। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। ধুন্ধুমার ইনিংস খেলেন তিনি। ৪২ টি বাউন্ডারি হাঁকান তিনি। ৯ বার প্রতিপক্ষ বোলারদের আছড়ে ফেলেন গ্যালারিতে। স্বপ্নীর গুগালের ত্রিশতকের পালটা একটি অনবদ্য ট্রিপল সেঞ্চুরি করেন ঋষভ’ও (Rishabh Pant)। মাত্র ৩২৬ বলে ৩০৮ করে আউট হন তিনি। স্ট্রাইক রেট ছিলো ৯৪.৪৭। তাঁর ইনিংসের সৌজন্যেই ৫৯০ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় দিল্লী। প্রথম ইনিংসে ৪৫ রানের লিড পায় মহারাষ্ট্র। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোরবোর্ডে যখন বিনা উইকেটে ৫৮ রান, তখন খেলা শেষের ঘোষণা করে আম্পায়াররা। প্রথম ইনিংসের লিডের সৌজন্যে মহারাষ্ট্র ৩ পয়েন্ট পেলেও কুর্নিশ আদায় করে নেন ঋষভ।
দেখুন সেই ম্যাচের স্কোরকার্ড-
ঋষভ পন্থের কেরিয়ার পরিসংখ্যান-
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঋষভ পন্থের। টি-২০তে প্রথম দেশের জার্সি গায়ে চাপান তিনি। পরের বছর পথচলা শুরু হয় বাকি দুই ফর্ম্যাটেও। সাদা বলের দুই ফর্ম্যাটে এখনও অবধি ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠা করে উঠতে পারেন নি তিনি। ৩১টি পঞ্চাশ ওভারের ম্যাচে তাঁর সংগ্রহ ৮৭১ রান। গড় ৩৩.৫০। স্ট্রাইক রেট ১০৬.২১। শতরানের সংখ্যা ১, অর্ধশতক ৫টি। টি-২০তে তিনি ৭৬ ম্যাচে করেছেন ১২০৯ রান। ব্যাটিং গড় ২৩.২৫। রয়েছে তিনটি অর্ধশতরান। তাঁর প্রতিভার সাপেক্ষে এই পরিসংখ্যান যথেষ্ট নয় বলেই মত বিশেষজ্ঞদের। টেস্টে নজর কেড়েছেন ঋষভ। ইতিমধ্যেই ‘মেন ইন ব্লু’র হয়ে মাঠে নেমেছেন ৪২টি ম্যাচে। ৪১.৮৬ গড়ে করেছেন ২৮৪৭ রান। ৬টি শতরান করেছেন। অর্ধশতক ১৪টি। এক টেস্টে দস্তানা হাতে সর্বোচ্চ শিকারের বিশ্বরেকর্ডও ঋষভের।