আজকের আইপিএলের ৬২’তম মহা ম্যাচে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস (RCB vs DC)। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী ময়দানে মুখোমুখি হয়েছে দুই দল। তবে এই হাই ভোল্টেজ ম্যাচে অংশ নিতে পারবেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। RCB’র বিরুদ্ধে ব্যান হতে হয়েছে দিল্লি দলের অধিনায়ক ঋষভ পন্থকে। চলতি মৌসুমে তিনটি ম্যাচে নির্দিষ্ট সময়ে খেলা শেষ করাতে ব্যর্থ হয়েছেন পন্থ অর্থাৎ ‘স্লো ওভার রেট’ হয়েছে তার। যে কারণে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাসুল গুনতে হলো পন্থকে।
ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ব্যান হলেন ঋষভ পন্থ

নিয়ম অনুযায়ী, ৩০ লক্ষ টাকার জরিমানার পাশাপশি এক ম্যাচে ব্যান থাকতে হলো দিল্লি দলের অধিনায়ককে। তার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যাচ্ছে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর অক্ষর, পন্থকে নিয়ে মন্তব্য করেন। তিনি জানান আজকের ম্যাচে ব্যান হওয়ার পর মোটেও খুশি নন পন্থ। তিনি মন্তব্য করে আরও বলেছেন যে, “আমরা গতকাল যখন হোটেলে উপস্থিত ছিলাম তখনই আমরা জানতে পেরেছিলাম এই বিষয়টি (ঋষভ পন্থের ব্যান) সম্পর্কে। তৎক্ষণাৎ খুবই রেগে গিয়েছিলেন ঋষভ। অ্যাপিলও করেছিলেন তিনি, তবে তাতে লাভ হয়নি। তবে পন্থ আজকে মাঠেই উপস্থিত আছেন।”
Read More: IPL 2024 থেকে ব্যান হলেন ঋষভ পন্থ, RCB’র বিরুদ্ধে মাঠে নামার আগেই অন্ধকারে ডুবলো দিল্লী ক্যাপিটালস !!
অক্ষর এটাও জানিয়েছেন যে, বোলারদের ভুলের জন্য ক্যাপ্টেনের এই ধরনের শাস্তি পাওয়াটা উচিত নয়। আজকের মেগা ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষর এবং পন্থের পরিবর্তে দলে কুমার কুশাগ্রকে শামিল করেছেন। চলতি মরশুমে ব্যাট হাতে অসাধারণ ছন্দে ছিলেন পন্থ (Rishabh Pant), ১২ ই ইনিংসে ৪১.৩ গড়ে ও ১৫৬.৪৪ স্ট্রাইক রেটে ৪১৩ রান বানিয়েছেন তিনি এবং গ্লাভস হাতেও দারুন প্রদর্শন দেখিয়েছেন তিনি।
তবে খেলার নিয়ম মানতে হয়েছে পন্থকে, ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে আজ দিল্লির ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, এই ম্যাচে জয়লাভ করতে পারলে প্লে-অফে কোয়ালিফাই করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আজকের ম্যাচে ব্যাঙ্গালুরু হারলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। মরণ-বাঁচন লড়াইয়ে পন্থের অনুপস্থিতিতে এগিয়ে থাকবে ব্যাঙ্গালুরু।