rishabh-pant-triple-century-for-delhi

লাল বলের ক্রিকেটে ভারতের শ্রেষ্ঠতম উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড-বারবার জ্বলে উঠতে দেখা গিয়েছে তাঁকে। ২০২১ সালে গাব্বায় তাঁর ব্যাটে ভর করেই ইতিহাস গড়েছিলো ‘মেন ইন ব্লু।’ ছিনিয়ে নিয়েছিলো স্মরণীয় জয়। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধেও চমৎকার পারফর্ম্যান্স করেছেন। লিডসে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই শতরান করে নয়া রেকর্ড গড়েছেন বছর ২৭-এর তরুণ। তাঁর ব্যাট থেকে একাধিক বড় ইনিংস এসেছে এজবাস্টন ও লর্ডসেও। ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়ে ব্যাট করে পেরিয়েছেন অর্ধশতকের গণ্ডি। ঋষভ (Rishabh Pant) যে ‘স্পেশ্যাল’ প্রতিভা তার প্রমাণ তিনি দিয়ে এসেছেন কেরিয়ারের শুরু থেকেই। মাত্র ১৯ বছর বয়সে ট্রিপল সেঞ্চুরি করে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি।

Read More: টি-২০তে ফিরছেন শুভমান গিল, প্রশ্নের মুখে এই তিন ক্রিকেটারের কেরিয়ার !!

মহারাষ্ট্রের বিপক্ষে করেন ত্রিশতক-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

২০১৬ সালে রঞ্জি ট্রফির ম্যাচে মহারাষ্ট্রের মুখোমুখি হয়েছিলো দিল্লী। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিং করে রানের পাহাড় গড়ে মহারাষ্ট্র দল। তাদের অধিনায়ক স্বপ্নীল গুগালে করেন ৩৫১ রান। ম্যারাথন ইনিংস খেলেন অঙ্কিত বাওনেও। তাঁর ব্যাট থেকে আসে ২৫৮ রান। ২ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ৬৩৫ রান তুলে ডিক্লেয়ার করে দেয় মহারাষ্ট্র শিবির। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি দিল্লী’র। যথাক্রমে ২৪ ও ১৮ রান করে সাজঘরে ফেরেন দুই ওপেনার উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) ও মোহিত শর্মা। ৪৪ রান করে আউট হয়েছিলেন নীতিশ রাণা’ও। ১৩৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলো দিল্লী। তাদের এরপর লড়াইতে ফেরান ঋষভ পন্থ (Rishabh Pant)। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বছর উনিশের তরুণ। ওয়াংখেড়ের বাইশ গজে ঝড় তোলেন তিনি।

অনুপম সঙ্কলেচা, মহসীন সৈয়দ, শ্রীকান্ত মুণ্ডেদের বিরুদ্ধে কার্যত একাই বুক চিতিয়ে লড়াই করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রক্ষণ নয় বরং তিনি জোর দেন আক্রমণে। ৪২টি বাউন্ডারি হাঁকান বাম হাতি ব্যাটার। ৯ বার মহারাষ্ট্র বোলারদের আছড়ে ফেলেন ওয়াংখেড়ের গ্যালারিতে। শতরান ও দ্বিশতরানের পর দেখতে দেখতে ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে ফেলেন তিনি। শেষমেশ ৩২৬ বলে ৩০৮ করে থামেন ঋষভ (Rishabh Pant)। সত্যজিৎ বাচ্ছাভের বলে তাঁকে স্টাম্পড করেন মহারাষ্ট্র উইকেটরক্ষক বিশান্ত মোরে। একা কুম্ভ হয়ে লড়াই করেও দিল্লীকে অবশ্য লিড এনে দিতে পারেন নি পন্থ। ৫৯০তে অল-আউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলো মহারাষ্ট্র। কোনো উইকেট না হারিয়ে তাদের স্কোরবোর্ডে যখন ৫৮ রান, তখন অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচ। প্রথম ইনিংসে লিড পাওয়ায় ৩ পয়েন্ট পান অঙ্কিত বাওনে, স্বপ্নীল গুগালেরাই।

ঋষভ পন্থের কেরিয়ার পরিসংখ্যান-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

দেশের জার্সিতে ৪৭টি টেস্ট ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৪৪.৫০ গড়ে তাঁর ঝুলিতে ৩৪২৭ রান। ৮টি শতরান ও ১৮টি অর্ধশতক করেছেন তিনি। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশী টেস্ট শতকের রেকর্ড রয়েছে তাঁর। সাদা বলের দুই ফর্ম্যাটে যদিও পায়ের তলায় এখনও মাটি খুঁজে পান নি ঋষভ। ৩১টি ওয়ান ডে ম্যাচে ৩৩.৫০ গড়ে তাঁর সংগ্রহ ৮৭১ রান। ১টি শতরান ও ৫টি অর্ধশতক রয়েছে তাঁর। ৭৬টি টি-২০তে করেছেন ১২০৯ রান। গড় ২৩.২৫। একটিও শতরান পান নি তিনি। অর্ধশতকের সংখ্যা ৩টি। ২০২২-এর ডিসেম্বরে গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকি যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন ঋষভ। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গিয়েছিলো তাঁর গাড়িটি। হাঁটুতে গুরুতর চোট লেগেছিলো ক্রিকেট তারকার। তারপরও ভেঙে পড়েন নি তিনি। ১৪ মাস রিহ্যাবের পর ফিরেছেন মাঠে।

Also Read: ৬, ৪, ৬, ৪, ৬…রঞ্জিতে KL রাহুল সুনামি, বেঙ্গালুরুর মাঠে করলেন দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *