Rishabh Pant: সুপার এইটের মঞ্চে পৌঁছে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্বকাপের মঞ্চে আগেও দুই দল মুখোমুখি হয়েছে, তবে সুপার এইটের মঞ্চে দুই দল প্রথম বারের জন্য মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্যায়ের ম্যাচে দুই দলই ৩টি করে ম্যাচ জিতেই সুপার এইটের জন্য কোয়ালিফাই করে যায়। আজকের ম্যাচেও রোহিত-কোহলির ওপেনিং জুটিতে ভরসা দেখায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মরশুমের একটি ম্যাচেও ভালো প্রদর্শন করেনি এই জুটি।
২০ রান বানিয়ে উইকেট হারান পন্থ
শুরুতে ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) বেশ সমস্যাও ফেলেন বাঁহাতি ফাইজল হক ফারুকী। প্রথম ওভারে কেবলমাত্র ৫ রান বানাতেই সক্ষম হন রোহিত। তবে, দুই ওপেনারকেই রিতিমতন সমস্যায় দেখা যায়। ফারুকীর দ্বিতীয় ওভারে ১৩ বলে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। রোহিত আউই হতে ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দেন পন্থ। ১১ বলে ২০ রান বানিয়ে রশিদের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট হারান পন্থ। সপ্তম ওভারের শেষ বলেই ৫২ রানের মাথায় ২ উইকেট হারায় টিম ইন্ডিয়া।