ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ব্যাটিং করার সময় ক্রিস ওকসের বলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রিভার্স স্যুইপ মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। বল তাঁর ব্যাট এড়িয়ে সরাসরি আছড়ে পড়ে তাঁর পায়ের পাতায়। মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিলো তাঁকে। সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। ফিজিও শুশ্রূষাতেও সুস্থ হন নি ঋষভ। শেষমেশ একটি গলফ্ কার্টে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্ক্যানে জানা যায় যে ডান পায়ের মেটাটার্সাল হাড় ভেঙেছে তারকা উইকেটরক্ষক-ব্যাটারের। ইংল্যান্ড সিরিজে তাঁকে আর দেখা যাবে না বলে ধরেই নিয়েছিলেন সকলে। কিন্তু তাঁদের অবাক করে দ্বিতীয় দিনও দলের প্রয়োজনে ব্যাট হাতে নামেন তিনি। করেন অর্ধশতক’ও। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং-এর জন্য প্রস্তুত ছিলেন পন্থ (Rishabh Pant)। তবে ভারত ম্যাচ ড্র করায় আর মাঠে নামতে হয় নি তাঁকে।
Read More: প*র্ণ সাইটে অ্যাকাউন্ট খুললেন মুম্বাই ইন্ডিয়ান্সে প্রাক্তন তারকা, বির্তক ক্রিকেট মহলে !!
ক্রিকেট থেকে আপাতত দূরেই পন্থ-

ভাঙা মেটাটার্সাল নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় দিন ব্যাটিং করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু ওভালে পরবর্তী ম্যাচে আর তাঁকে স্কোয়াডে রাখার ঝুঁকি নেয় নি টিম ম্যানেজমেন্ট। তড়িঘড়ি দেশে ফেরত পাঠানো হয় তাঁকে। পন্থের বদলি হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হয় নারায়ণ জগদীশনকে। যদিও পঞ্চম টেস্টটিতে রইজার্ভ বেঞ্চে ছিলেন তামিলনাড়ুর ক্রিকেটার। মাঠে নামেন ধ্রুব জুরেল। কবে মাঠে ফিরতে পারবেন পন্থ (Rishabh Pant)? আপাতত তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। চিকিৎসকদের একটা অংশ জানাচ্ছে যে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে। আরেক অংশ আবার আট সপ্তাহ অর্থাৎ দুই মাসের সময়সীমা বেঁধে দিচ্ছেন ঋষভ পন্থকে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতায় পন্থকে যে দস্তানা হাতে স্টাম্পের পিছনে দেখা যাবে না তা একপ্রকার নিশ্চিত।
২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ১০ তারিখ থেকে লাল বলের ফর্ম্যাটে আরও একটি ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হতে চলেছে ‘মেন ইন ব্লু।’ ক্যালেন্ডারের হিসেবে তার আগে সুস্থ হয়ে যাওয়া উচিৎ পন্থের (Rishabh Pant)। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানোর ঝুঁকি সম্ভবত নেবে না বিসিসিআই। ওয়ার্কলোডের কারণে ঋষভকে (Rishabh Pant) সেই সময় বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর বদলে উইকেটরক্ষক হিসেবে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রথম পছন্দ হতে পারেন ধ্রুব জুরেলই। আরও একবার দ্বিতীয় কিপার হিসেবে সুযোগ পেতে পারেন নারায়ণ জগদীশনই। অক্টোবরের মাঝামাঝি সময় ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। সেই সফরেই সুযোগ পেতে পারেন ঋষভ। সীমিত ওভারের ফর্ম্যাট দিয়েই বাইশ গজে ফিরতে পারেন তিনি।
ঋষভের লড়াইকে কুর্নিশ ক্রিকেটদুনিয়ার-

টেস্টে ভারতের সর্বকালের সেরা ম্যাচ উইনারদের তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইতিপূর্বে গাব্বা, সিডনি, মীরপুর বা হেডিংলেতে বেশ কয়েকটি অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের ৫৪’ও থাকবে সেই স্মরণীয় ইনিংসগুলির পাশেই, মনে করছে বিশেষজ্ঞমহল। ভাঙা পায়ে তাঁকে ব্যাটিং করতে দেখে প্রাক্তনী ইরফান পাঠান ট্যুইট করেন, “ঋষভ পন্থ, তুমি একজন যোদ্ধা।” ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যন্ত্রণা সহ্য করে খেলা ও শেষমেশ তা ছাপিয়ে যাওয়াকেই প্রতিরোধ বলে। চোট পাওয়া সত্ত্বেও মাঠে নেমে এমন একটা ইনিংস খেলে ঋষভ পন্থ দুর্দান্ত মানসিক দৃঢ়তার পরিচয় দিলো। দেশের প্রতিনিধিত্ব করতে কি পরিমাণ মানসিক দৃঢ়তা আর চারিত্রিক কাঠিন্য লাগে তার প্রমাণ ওর অর্ধশতক।” “সাহসিকতার এক অনন্য নির্দশন,” লিখেছেন মাইকেল ভন’ও।
Also Read: বাদ সঞ্জু স্যামসন, ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান !!