২০০৮ সালে পথচলা শুরু করেছিলো আইপিএল (IPL)। তখন থেকেই টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে দিল্লী ফ্র্যাঞ্চাইজি। প্রথমে দলের নাম ছিলো দিল্লী ডেয়ারডেভিলস (DD)। পরে নাম পালটে করা হয় দিল্লী ক্যাপিটালস (DC)। বদল আসে জার্সির রঙেও। লাল-কালো থেকে বদলে তা হয় নীল-লাল। তবে এতসব বাহ্যিক পরিবর্তনেও ট্রফি ভাগ্য বিন্দুমাত্র বদলায় নি তাদের। দেখতে দেখতে টুর্নামেন্টের সতেরোটি সংস্করণ খেলে ফেলেছে তারা। কিন্তু এখনও খেতাব জয়ের সৌভাগ্য হয় নি। ২০২০ আইপিএলের (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ফাইনাল খেলাই এখনও অবধি তাদের সেরা সাফল্য। ২০২৪ সালে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে নি তারা। ১৪ পয়েন্টে পৌঁছলেও নেট রান রেটের হিসেবে আটকে ছিলো ষষ্ঠ স্থানেই।
ব্যর্থতার দীর্ঘ ছবিতে এবার বদল আনতে চাইছে দিল্লী ফ্র্যাঞ্চাইজির (DC) মালিক জিএমআর ও জিন্দল গোষ্ঠী। ২০২৫-এর আইপিএলের আগে রয়েছে মেগা অকশন। নতুন করে দলকে সাজিয়ে নিতে চায় তারা। সেইমত পরিকল্পনাও শুরু করেছে থিঙ্কট্যাঙ্ক। প্রথমেই সরানো হয়েছে কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting)। ২০১৮ থেকে দায়িত্বে ছিলেন অজি প্রাক্তনী। কিন্তু ট্রফি তো দূরের কথা, তাঁর অধীনে আট মরসুমের মধ্যে পাঁচবার প্লে-অফেই পা রাখতে পারে নি দিল্লী। নতুন কোচ হিসেবে তাদের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দায়িত্ব নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কোচ বদলের আরও এক চমকপ্রদ খবর সামনে এসেছে দিল্লী শিবিরের অন্দর থেকে। জানা গিয়েছে যে সাফল্যের সন্ধানে অধিনায়ক ঋষভ পন্থ’কেও (Rishabh Pant) ‘পিঙ্ক স্লিপ’ ধরাতে পারে ফ্র্যাঞ্চাইজি।
Read More: নতুন অধিনায়ক ঘোষণা করলো পাকিস্তান, এই উইকেট কিপারকে দেওয়া হল দলের দায়িত্ব !!
পন্টিং-এর বদলে কোচ সৌরভ-
আইপিএল ২০২৫-এর (IPL 2025) আগেই ডাগ-আউটে বড়সড় বদল আনলো দিল্লী ক্যাপিটালস (DC)। তারা সরিয়ে দিলো রিকি পন্টিং-কে (Ricky Ponting)। গত শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর বিদায়ের খবরে সিলমোহর দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। তবে তারও আগে কোচ বদল নিয়ে বাংলা সংবাদপত্র আজকালের কাছে মুখ খুলেছিলেন দিল্লীর ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি জানান, “আমি এই ফ্র্যাঞ্চাইজির সাথে রয়েছি বেশ কিছু বছর। সত্যিই ওদের হয়ে একটা আইপিএল জিততে চাই। সেইমত পরিকল্পনাও শুরু করে দিয়েছি। এখন থেকেই ছক সাজিয়ে রাখছি…” এরপরেই বোমা ফাটাতে শোনা যায় প্রাক্তন ভারত অধিনায়ককে। বলেন, “…একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। পরের বছর দিল্লী ক্যাপিটালসের কোচ থাকছেন না রিকি পন্টিং।”
সিদ্ধান্তের কারন’ও নিজের সাক্ষাৎকারে ব্যক্ত করেছেন সৌরভ (Sourav Ganguly)। তিনি জানান, “…জিওফ্রে বয়কট সঠিক কথাই বলেছেন। রিকি পন্টিং (কোচ হিসেবে) দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন নি। এবার আমায় ফ্র্যাঞ্চাইজির সাথে ভারতীয় কোচদের নিয়ে কথা বলতে হবে। আমিই কোচ হবো। দেখাই যাক না আমি কেমন পারফর্ম্যান্স করি।” এর আগে ক্রিকেটার হিসেবে আইপিএল (IPL) খেলেছেন সৌরভ। খেলা ছাড়ার পর প্রশাসক হিসেবেও কাজ করেছেন। প্রথমে সিএবি ও পরে বিসিসিআই-এর সর্বোচ্চ পদে বসেছিলেন। দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজির মেন্টর ছিলেন প্রথমে। পরে ২০২৩ থেকে যোগ দিয়েছেন ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশসনস পদে। এই প্রথম বার কোনো দলের কোচ হিসেবে হাল ধরতে দেখা যাবে বাংলার ‘মহারাজ’কে।
পন্থকেও বিদায় জানাতে পারে দল-
২০১৬ সালে প্রথম আইপিএল (IPL) খেলেন ঋষভ পন্থ। কেরিয়ারের শুরু থেকেই তিনি রয়েছেন দিল্লী স্কোয়াডে। শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্সে চলে যাওয়ার পর তিনি হাতে তুলে নিয়েছেন অধিনায়কের ব্যাটনও। আইপিএলে চেন্নাই সুপার কিংস বলতেই যেমন মহেন্দ্র সিং ধোনি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলতে যেমন বিরাট কোহলি আর মুম্বই ইন্ডিয়ান্স বলতেই যেমন রোহিত শর্মার মুখ ভেসে ওঠে ক্রিকেটজনতার মনে, তেমন গত আট-নয় বছরে দিল্লী ক্যাপিটালসের সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন ঋষভ। হয়ে উঠেছিলেন ঘরের ছেলে। এমনকি যখন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গোটা মরসুম মাঠের বাইরে ছিলেন তিনি, তখনও তাঁর পাশে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি। ২০২৪-এ তাঁকে কামব্যাকের দারুণ মঞ্চও গড়ে দিয়েছে তারা। তবে প্লেয়ার বা অধিনায়ক হিসেবে কাঙ্ক্ষিত ট্রফি তিনি এনে দিতে পারেন নি।
আন্তর্জাতিক টি-২০তে উইকেটরক্ষক-ব্যাটারের পরিসংখ্যান বিশেষ ভালো না হলেও আইপিএলে ঋষভ ১৪৯ স্ট্রাইক রেটে ৩২৮৪ রান করেছেন ১১১ ম্যাচে। ব্যাটিং গড় প্রায় ৩৬। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তিনি সম্ভবত আগামী মরসুমে নতুন চ্যালেঞ্জের সন্ধানে রয়েছেন। অকশনের আগেই দিল্লীর কাছে রিলিজ চাইতে পারেন ঋষভ। দীর্ঘ সময় তাঁর উপর ভরসা রাখার পরও কাঙ্ক্ষিত ফলাফল না আসায় কর্মকর্তাদেরও আতসকাঁচের নীচে রয়েছেন ঋষভ। রিলিজ চাইলে আগামীর কথা ভেবে দিয়েও দিতে পারেন তাঁরা। সেক্ষেত্রে নিলামের টেবলে অর্থ বাড়বে ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে। যদি নিলামে যান তাহলে বছর ২৭-এর ক্রিকেটারকে নিয়ে যে দড়ি টানাটানি হতে পারে সে ব্যপারে নিশ্চিত সকলে। চেন্নাই সুপার কিংস বা গুজরাত টাইটান্সের মত দল ঝাঁপাতে পারে ঋষভের জন্য।