rishabh-batted-despite-being-injured

লর্ডসে উইকেটকিপিং করার সময় বাম হাতের আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ওল্ড ট্র্যাফোর্ডেও দুর্ভাগ্য পিছু ছাড়লো না তাঁর। ইংল্যান্ড পেসার ক্রিস ওকস’কে রিভার্স স্যুইপ মারতে গিয়ে বিপদে পড়েন তিনি। ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেন নি ঋষভ। লাল ডিউক বল সরাসরি আছড়ে পড়ে তাঁর পায়ের পাতায়। যন্ত্রণায় মাঠেই বসে পড়েন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। ছুটে আসতে হয় ফিজিও’কে। তাঁর শুশ্রূষাতেও আর ক্রিজে ফিরতে পারেন নি পন্থ। শেষমেশ একটি গলফ্‌ কার্টে চেপে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্ক্যানের পর জানা গিয়েছিলো যে ডান পায়ের মেটাটার্সাল হাড় ভেঙেছে ভারতীয় ক্রিকেটারের। তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি (IND vs ENG) শুধু নয়, অন্তত ছয় সপ্তাহের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাঁকে। কিন্তু টেস্টের দ্বিতীয় দিন সকলকে চমকে দেন ঋষভ (Rishabh Pant)। ভাঙা পা নিয়েই ফেরেন মাঠে।

Read More: IND vs ENG 4th Test: বাজবলের ধারে ছিন্নভিন্ন ভারত, ৩৫৮-র জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড স্কোরবোর্ডে ২২৫ !!

ভাঙা পায়ে অর্ধশতক ঋষভ পন্থের-

Rishabh Pant Returned to Bat Despite Having a Broken Foot | Image: Getty Images
Rishabh Pant Returned to Bat Despite Having a Broken Foot | Image: Getty Images

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) নিয়ে এরপর জুটি গড়েন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে বেন স্টোকসের বলে গালিতে ধরা পড়েন মুম্বইয়ের অলরাউন্ডার। ৪১ করে ফেরেন সাজঘরে। অংশুল কম্বোজের মাঠে নামার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু সকলকে অবাক করে ভারতীয় ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সিঁড়ি দিয়ে নামতে অসুবিধা হচ্ছিলো তাঁর। বাউন্ডারি লাইন থেকে বাইশ গজ অবধি যেতেও বেশ খানিকটা সময় লাগে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের। কিন্তু হার মানেন নি তিনি। বুক চিতিয়ে ফের একবার দাঁড়ান জোফ্রা আর্চার, বেন স্টোকস (Ben Stokes), ব্রাইডন কার্সদের বিরুদ্ধে। ওয়াশিংটনের সাথে জুটি গড়ে এগিয়ে নিয়ে যান ভারতীয় ইনিংস।

পায়ের হাড় ভাঙায় দৌড়ে সিঙ্গল বা ডবল নেওয়া বেশ কঠিন ছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) পক্ষে। এমনকি ফুটওয়ার্কও ছিলো নড়বড়ে। কিন্তু তার পরেও স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন তিনি। তাঁর পা লক্ষ্য করে একের পর এক বল করে চলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কখনও সেই ডেলিভারিগুলিকে ফ্লিক করলেন ঋষভ (Rishabh Pant)। কখনও আবার দুর্দান্ত দক্ষতায় ব্লক করতে দেখা গেলো তাঁকে। জোফ্রা আর্চারের (Jofra Archer) একটি শর্ট পিচ বলে দুরন্ত ছক্কাও হাঁকান তিনি। ঋষভের পুল শট আছড়ে পড়ে গ্যালারিতে। প্রথম দিন যখন আহত ও অবসৃত হয়ে মাঠ ছেড়েছিলেন তখন তাঁর নামের পাশে ছিলো ৩৭ রান। গতকাল অর্ধশতক সম্পূর্ণ করেন পন্থ (Rishabh Pant)। শেষমেশ ৫৪ রানের মাথায় ভাঙে তাঁর প্রতিরোধ। ফুটওয়ার্কের সমস্যার কারণেই আর্চারের বলে বোল্ড হন তিনি।

মাঠে নামছেন পন্থ, দেখুন ভিডিও-

ঋষভ’কে কুর্নিশ ক্রিকেটদুনিয়ার-

Rishabh Pant's Grit Was on Display At Manchester | Image: Getty Images
Rishabh Pant’s Grit Was on Display At Manchester | Image: Getty Images

গাব্বা, মীরপুর বা হেডিংলেতে ইতিপূর্বে বেশ কয়েকটি দুর্দান্ত টেস্ট ইনিংস খেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ওল্ড ট্র্যাফোর্ডের ৫৪ রানের ইনিংসও জায়গা করে নেবে সেগুলির পাশে। গতকাল যখন আউট হয়ে ফিরছিলেন তিনি, তখন উঠে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানান ম্যাঞ্চেস্টারের ক্রিকেটজনতা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিশেষজ্ঞরাও। মাইকেল ভন ট্যুইট করেছেন, “ঋষভ পন্থের একটা অসামান্য ইনিংস। সাহসিকতার এক অনন্য নিদর্শন।” “ঋষভ পন্থ, তুমি একজন যোদ্ধা,” লিখেছেন ইরফান পাঠান। “যন্ত্রণা সহ্য করে খেলে চলা ও শেষমেশ তাকে ছাপিয়ে যাওয়াকেই প্রতিরোধ বলে। চোট পাওয়া সত্ত্বেও মাঠে নেমে এমন একটা ইনিংস খেলে ঋষভ পন্থ দুর্দান্ত মানসিক দৃঢ়তার পরিচয় দিলেন। দেশের প্রতিনিধিত্ব করার জন্য কি পরিমাণ দৃঢ়তা আর মানসিক কাঠিন্য লাগে তার প্রমাণ ওর অর্ধশতক,” লিখেছেন শচীন তেন্ডুলকর।

দেখুন শচীনের ট্যুইট’টি-

Also Read: IND vs ENG: শেষ মুহূর্তে বাতিল ঈশান কিষণ, পন্থের নয়া বিকল্প খুঁজে নিলো বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *