২০২৩-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে নজর কেড়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। ‘ফিনিশার’ হিসেবে নেমে প্রায় ৬০ গড়ে করেছিলেন ৪৭৪ রান। গুজরাত টাইটান্সের বিপক্ষে একটি ম্যাচে প্রায় অসাধ্যসাধন করতে দেখা গিয়েছিলো তাঁকে। শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে জিতিয়েছিলেন বেগুনি-সোনালী শিবিরকে। ঐ পারফর্ম্যান্সের পরেই জাতীয় দলে সুযোগ পান তিনি। গত দেড় বছরে কুড়ি-বিশের ফর্ম্যাটে প্রায় নিয়মিত হয়ে উঠেছেন রিঙ্কু (Rinku Singh)। আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছেন বেশ কিছু চমকপ্রদ ইনিংস-ও। এবার তাঁর লক্ষ্য ওয়ান ডে ফর্ম্যাট। ২০২৭-এর বিশ্বকাপের আগে রদবদলের সম্ভাবনা রয়েছে ভারতীয় স্কোয়াডে। সেই সুযোগ কাজে লাগিয়ে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও নিজের জায়গা পাকা করে নিতে মরিয়া উত্তরপ্রদেশের ক্রিকেটার।
Read More: স্পন্সর জট কাটাতে সচেষ্ট BCCI, শীঘ্রই আসছে বিপুল অঙ্কের লগ্নি !!
অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন রিঙ্কু-

দিনকয়েকের মধ্যেই এশিয়া কাপ খেলতে দুবাই উড়ে যাচ্ছে ভারতীয় দল (Team India)। কুড়ি-বিশের ফর্ম্যাটে এবার বসতে চলেছে প্রতিযোগিতার আসর। গত ১৯ অগস্ট যে স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড, সেখানে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। মহাদেশীয় মেগা টুর্নামেন্ট খেলবেন তিনিও। সূত্রের খবর প্রথম একাদশে তাঁকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপ শেষে দিনকয়েকের বিশ্রামের পরে অস্ট্রেলিয়াগামী বিমানেও দেখা যেতে পারে তাঁকে। ক্যাঙারুর দেশে পাঁচটি টি-২০ খেলার কথা রয়েছে ‘মেন ইন ব্লু।’ সেখানে তো থাকবেনই রিঙ্কু, পাশাপাশি তাঁকে দেখা যেতে পারে ওয়ান ডে স্কোয়াডেও। ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়েছিলো রিঙ্কু সিং-এর (Rinku Singh)। ২ ম্যাচে ২৭.৫০ গড়ে করেছিলেন ৫৫ রান। প্রায় দুই বছর পর ফের আসতে পারে সুযোগ।
রিঙ্কু (Rinku Singh) থাকলেও ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধে সম্ভবত দেখা যাবে না শুভমান গিল’কে। গত বছরের সেপ্টেম্বর থেকে একটানা ক্রিকেট খেলে চলেছেন তিনি। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য অস্ট্রেলিয়া সফরে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরবেন তিনি। শুভমানের বদলে ওপেনিং-এ দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Virat Kohli)। ওয়ান ডে সিরিজে মাঠে ফিরতে চলেছেন দুই কিংবদন্তিই। টিম ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে থাকার সম্ভাবনা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কে এল রাহুল, ঋষভ পন্থদেরও। অলরাউন্ডার হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়া’কে। কুলদীপ যাদবকে রাখা হতে পারে দলে। হর্ষিত রাণা, আর্শদীপ সিং-দের দেখা যাবে পেস বিভাগে। জসপ্রীত বুমরাহকে দেখা যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
সম্ভাব্য ভারতীয় দল-
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা/জসপ্রীত বুমরাহ।
ভালো ফর্মে রয়েছেন রিঙ্কু সিং-

২০২৫-এর আইপিএলে বিশেষ ছন্দে ছিলেন না রিঙ্কু সিং (Rinku Singh)। ১৩ ম্যাচে ২৯.৪২ গড়ে করেন মাত্র ২০৬ রান। ভালো পারফর্ম্যান্স করতে পারে নি তাঁর দল কলকাতা নাইট রাইডার্স’ও। কিন্তু অফ ফর্ম গত কয়েক মাসে কাটিয়ে উঠেছেন উত্তরপ্রদেশের বাম হাতি ফিনিশার। ইউ পি টি-২০ টুর্নামেন্টে এবার মীরাট ম্যাভেরিকসের অধিনায়কত্ব করছেন তিনি। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে দলকে খেতাবের দৌড়ে রেখেছেন রিঙ্কু (Rinku Singh)। ১০ ম্যাচে ৬৬.৪ গড়ে তিনি করেছেন ৩৩২ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে আছেন তিনি। টপ-স্কোরারদের তালিকায় তাঁর চেয়ে বেশী ব্যাটিং গড় নেই আর কারও। টুর্নামেন্টে এখনও অবধি প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে চলেছেন রিঙ্কু। ইতিমধ্যে ১টি শতরান ও ৩টি অর্ধশতকও করে ফেলেছেন তিনি। দেশের জার্সিতে এই ফর্ম ধরে রাখুন তিনি, প্রার্থনা করছেন অনুরাগীরা।