Rinku Singh: গত ১৩ মাসের মধ্যে এই তিনবার আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল, ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল এবং আবার ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উত্তীর্ণ হল টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে টিম ইন্ডিয়া। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ভারতীয় দল পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। প্রথমবারের জন্য আইসিসি বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া।
ফাইনালে দলে এন্ট্রি নিচ্ছেন রিংকু
ভারতীয় দলের কাছে রয়েছে মস্ত বড় সুযোগ। বিশ্বকাপের মঞ্চে ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে ভারত তাদের শেষ বিশ্বকাপ শিরোপা জয় করেছিল। এরপর ২০১৪ সালে সেই সুযোগ আসলেও শ্রীলংকার কাছে ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় দলকে। তবে মেগা ফাইনালের জন্য ভারতীয় দল প্রস্তুত, আর এই ফাইনালে ভারতীয় দলে দেখা যেতে পারে বড় পরিবর্তন। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দলে ফাইনাল ম্যাচে এন্ট্রি নিচ্ছেন রিংকু সিং (Rinku Singh)। ভারতীয় দলের প্রভাবশালী ফিনিশার রিংকু সিংকে ফাইনাল ম্যাচে এন্ট্রি দিতে চলেছে ভারতীয় দলে।
Read More: টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা, অবশেষে সুযোগ পাচ্ছেন রিঙ্কু সিং !!
বিশ্বকাপের মঞ্চে ব্যার্থ দুবে
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে রীতিমতন ফ্লপ হচ্ছেন শিবম দুবে (Shivam Dube)। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে তিনি প্রথম বলেই প্যাভেলিয়ানে ফেরেন। তার উপরে প্রচন্ড ভরসা রেখেছেন রোহিত শর্মা (Rohit Sharma) তবে তিনি এখনও পর্যন্ত রোহিতের ভরসার পাত্র হয়ে উঠতে পারলেন না। চলতি বিশ্বকাপে তিনি সাত ম্যাচ খেলেছেন যেখানে ২১.২ গড় এবং ১০৬ স্ট্রাইক রেটে ১০৬ রান বানাতেই সক্ষম হয়েছেন। তার ব্যাট থেকে এসেছে তিনটি চার এবং ছয়টি ছক্কা, পাশাপাশি বল হাতে একটি ম্যাচে দেখা গিয়েছে।
আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি ম্যাচে বোলিং করে এক ওভারে ১১ রান দিয়েছিলেন তিনি এরপর অবশ্য তাকে বোলিং করতে দেখা যায়নি। অন্যদিকে রিঙ্কু সিংকে বসিয়ে রেখে তার প্রতিভাকে নষ্ট করাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে, মেগা ফাইনালে জন্য তাকে দলে সুযোগ দিতে পারেন আবার একবার রোহিত শর্মার কাছে। যেহেতু ভারতীয় দলের এবারের বিশ্বকাপে জেতার সম্ভাবনা রয়েছে তাই রোহিত রিংকুকে আবার দলে সামিল করতে চাইবেন।