ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) আপাতত সমাজ মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স দলের নতুন অধিনায়ক কে হতে চলেছেন সে বিষয়ে রয়েছে প্রশ্ন। ভক্তদের মতে নাইট রাইডার্স দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা রয়েছে তিন জন ক্রিকেটারের। আসলে নিলামের আগে কোনো ক্যাপ্টেন্সি বিশেষজ্ঞদের দলে শামিল করেনি ফ্রাঞ্চাইজি, এমনকি গত সিজিনের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসন্ন মৌসুমের জন্য নিলামের আগেই সবথেকে বেশি টাকা দিয়ে নাইট শিবিরে ধরে রাখা হয়েছে রিঙ্কু সিংকে (Rinku Singh)। ভক্তরা মনে করেছিল তারকা খেলোয়াড় রিঙ্কু সিংকে হয়তো নাইট দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করা হবে।
নিলামের আগেই ১৩ কোটিতে KKR-দলে থাকতে রাজি হন রিঙ্কু
আইপিএল ২০২৫ এর নিলাম এর আগে রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামের মঞ্চে নাইট ফ্রাঞ্চাইজি ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ভেঙ্কটেশ আইআরকে (Venkatesh Iyer) দলে সামিল করেছে। বেশ কিছু সূত্রের দাবি, কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্রাঞ্চাইজি ভেঙ্কটেশ আইয়ারকে দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখতে শুরু করে দিয়েছে। ভেঙ্কটেশ ব্যাট ও বল হাতে অসাধারণ প্রদর্শন দেখিয়ে থাকেন, তাছাড়া দলের হয়ে লম্বা সময় ধরে তিনি খেলে আসছেন, তাই তাকে অধিনায়ক বানাতে চায় ফ্রাঞ্চাইজি।
Read More: BCCI-এর মুখে ঝামা ঘোষলেন শিখর ধাওয়ান, বুড়ো হাতে বিদেশে তুললেন ঝড় !!
ক্যাপ্টেনসি পাচ্ছেন না রিঙ্কু
তবে শুধু ভেঙ্কটেশ নয় নাইট রাইটার্স ফ্রাঞ্চাইজের নজরে রয়েছেন অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane)। প্রথম রাউন্ডে অবিকৃত ছিলেন রাহানে তবে দ্বিতীয় রাউন্ডে তার ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়েই নাইট রাইডার্স তাকে দলে সামিল করেছে। জানা গিয়েছে, নাইট দলে কোন অধিনায়ক না থাকায় ফ্রাঞ্চাইজি অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) দলের অধিনায়ক হিসাবে নির্বাচন করতে পারে। পাশাপশি, তার আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া, ফ্রাঞ্চাইজির নজরে রয়েছেন দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক তারকা কুইন্টন ডি কক (Quinton De Kock)। তিনিও আগে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ও জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। এই পরিস্থিতিতে কোটি টাকা পাওয়ার পরেও KKR- অধিনায়কের সুসম্মান পেলেন না রিঙ্কু।