USA'র বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলে পরিবর্তন, এন্ট্রি নিলেন রিংকু সিং !! 1

জমে উঠেছে ভারতীয় দলের বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চ। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া তাদের প্রথম দুটি ম্যাচেই জয়লাভ করে ফেলেছে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল তুমুল আত্মবিশ্বাস জুগিয়েছিল যার ফলাফলটি পেয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। যেখানে ১১৯ রানের লক্ষ্যমাত্রা রেখে পাকিস্তানের বিরুদ্ধে একটি অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া।

আপাতত ভারতীয় দল সুপার এইটে পৌঁছানোর জন্য তাদের যোগ্যতা প্রায় অর্জন করে ফেলেছে। আজ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় দল তাদের বিশ্বকাপের তৃতীয় ও নিজেদের মধ্যে প্রথম ম্যাচটি খেলতে চলেছে। এই ম্যাচেই ভারতীয় দল চাইবে জয়লাভ করে সুপার এইটের জন্য তাদের যোগ্যতাকে পরিষ্কার করে রাখতে।

Read More: সতীর্থরা কে কেমন? এক শব্দে জানিয়ে দিলেন ঋষভ পন্থ, উঠলো রোহিত, ধোনি, বিরাটদের কথা !!

দলে এন্ট্রি নিলেন রিঙ্কু সিং

Rinku Singh, T20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

ভারতীয় দল সুপার এইটের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই তাদের ছক কষতে শুরু করে দিয়েছে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দলে কাম ব্যাক করতে চলেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। মূলত ভারতীয় দলের যখন স্কোয়াড প্রকাশ্যে এসেছিল তখন নেটিজেনদের ক্ষোভ ছিল ভারতীয় নির্বাচকদের উপর, কারণ প্রথম ১৫ জনের মধ্যে নাম আসেনি রিংকুর। অন্যদিকে ভারতীয় দল চলমান বিশ্বকাপে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখালেও ব্যাট হাতে ভারতীয় দলের কেউই তেমন কোনো বড় প্রদর্শন দেখাতে সক্ষম হননি।

বেশকিছু সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে ভারতীয় দলে হতে চলেছে বড় পরিবর্তন। স্টার প্লেয়ার রিঙ্কু সিং নিতে চলেছেন ভারতীয় দলে এন্ট্রি। জানা গিয়েছে ভারতীয়দের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অনুশীলন করার সময় চোট পেয়েছেন। চলতি বিশ্বকাপে জাদেজা ব্যাট হাতে শুন্য রান বানিয়েছেন ও বল হাতে উইকেট নিতে সক্ষম হয়নি।

রিঙ্কুর আন্তর্জাতিক ক্যারিয়ার

Rinku Singh, t20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

সামনেই বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্যাচ, এই ম্যাচগুলোতে ভারতীয় দলের এক ম্যাচ উইনারের প্রয়োজন। পাশাপশি তার এই চোটটি এতটাই গুরুতর যে তাকে পরিবর্তন করা হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের দরকার একজন অলরাউন্ডারের। কিন্তু রিজার্ভ বেঞ্চে থাকা কোন প্লেয়ার অলরাউন্ডার এর ভূমিকা পালন করতে পারবেন না।

যদিও রিঙ্কু সিং’এর (Rinku Singh) কাছে ফিনিশিং এর ভূমিকাটি পালন করতে পারেন। এই পরিস্থিতিতে রিঙ্কুকে আজকের ম্যাচেই দেখা যেতে পারে। ভারতীয় দলের জার্সিতে রিঙ্কু ১৫ ম্যাচে ১১ বার ব্যাটিং করেছেন। ৮৯ গড়ে তিনি ৩৫৬ রান বানিয়েছেন, এমনকি ফিনিশিংয়ের ভূমিকা পালন করতে এসে তার স্ট্রাইক রেট ছিল বেশ চিত্রকর্ষক। তিনি ১৭৬.২৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।

Read Also: T20 World Cup 2024: মেয়াদ ফুরলো নিউ ইয়র্কের, ভারত-আমেরিকা ম্যাচ দিয়েই ক্রিকেটকে বিদায় জানাচ্ছে ‘বিগ অ্যাপল’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *