ভাগ্য খুললো রিংকু সিংয়ের, বিশ্বকাপ দলে নিলেন সরাসরি এন্ট্রি !! 1

আমেরিকা যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারতীয় দল (Team India) পৌঁছে গিয়েছে বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে। ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে আগামী তিনটি ম্যাচ। সুপার এইটে ভারতীয় দলের বিপক্ষ দল হিসেবে আফগানিস্তান বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে। আপাতত এই সুপার এইটের ম্যাচে ভারতীয় দলের প্রথম ও প্রধান লক্ষ্য থাকবে তিনটি ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে কোয়ালিফাই করার।

ভারতীয় দল প্রথম যে তিনটি ম্যাচ খেলেছে সেই তিনটি ম্যাচ ভারতীয় দল নিউইয়র্কের মাঠেই খেলেছে। এই মাঠে বেশ কয়েকটি লো স্কোরিং থ্রিল দেখা গিয়েছে। এমনকি গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারতীয় দলের সবথেকে বড় ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে খেলতেও দেখা গিয়েছিল। কেবলমাত্র ১১৯ বানানোর পরেও ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করেছিল।

Read More: T20 World Cup 2024: “কোহলির সাত খুন মাফ…” বোর্ডের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ক্রিকেটজনতার, উঠলো সঞ্জু স্যামসন প্রসঙ্গ !!

দলে এন্ট্রি নিলেন রিঙ্কু সিং

Rinku Singh, T20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

ভারতীয় দল সুপার এইটের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই তাদের ছক কষতে শুরু করে দিয়েছে। বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে শীঘ্রই দলে ফিরবেন রিংকু (Rinku Singh)। প্রসঙ্গত তাকে উপেক্ষা করেই ভারতীয় দলের ম্যানেজমেন্ট দল গঠন করেছিল, তবে ম্যানেজমেন্ট এবার তাদের ভুল সংশোধন করতে চাইছে ও প্রথম ১৫ জনের দলে দিতে চলেছে এন্ট্রি।

চলমান বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের খুব একটা ছন্দে দেখা যাচ্ছে না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান পন্থকে বেশ ভালো ব্যাটিং করেছিলেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা থেকে শুরু করে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), শিবম দুবে (Shivam Dube) ও হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) সবাই ব্যর্থ হয়েছিলেন।

এমনকি ভারতীয় দল তাদের শেষ ম্যাচটি আমেরিকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিতলেও, দলের শীর্ষ তিন ব্যাটসম্যান হয়েছিলেন চরম ফ্লপ। আপতত টিম ম্যানেজমেন্টের মাথা ব্যাথা হয়ে উঠেছে দলের ব্যাটিং বিভাগকে নিয়েই। দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে (Virat Kohli) প্রথম তিনটি ম্যাচেই ছন্দের বাইরে দেখা গিয়েছে। গ্রূপ পর্যায়ের প্রথম তিন ম্যাচ মিলিয়ে কোহলির সংগ্রহ মাত্র পাঁচ রান।

রিঙ্কুর আন্তর্জাতিক ক্যারিয়ার

Rinku Singh, t20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

সামনেই বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্যাচ, এই ম্যাচগুলোতে ভারতীয় দলের কাছে একজন লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন। এক্ষেত্রে ভারতীয় দলের কাছে রিংকু সিং একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। এর আগেও ক্লাব ক্রিকেট ও ভারতীয় দলের হয়ে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করে এসেছেন তিনি। দলকে একাধিক ম্যাচে তার দুর্দান্ত ব্যাটিং দেখিয়ে জয় এনে দিয়েছিলেন তিনি।

ভারতীয় দলের জার্সিতে রিংকু ১৫ ম্যাচে ১১ ইনিংসে ব্যাটিং করেছেন, ৮৯ গড়ে তিনি ৩৫৬ রান বানিয়েছেন। এসময় রিংকু ১৭৬.২৪ স্ট্রাইক রেটে ব্যাটিংও করেছেন। আগামী ম্যাচগুলো ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রতি ম্যাচেই জয়ের উদ্যেশ্যে খেলতে হবে। ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট তরুণ শুভমান গিল (Shubman Gill) ও আবেশ খানকে (Avesh Khan) দল থেকে মুক্তি দিয়েছে। জানা গিয়েছে এই দুই তরুণকে শুধুমাত্র নিউইয়র্ক লেগের (ভারতের প্রথম তিনটি ম্যাচ) জন্যই ট্র্যাভেলিং রিজার্ভ হিসাবে সুযোগ দেওয়া হয়েছিল BCCI কর্মকর্তারা।

সুপার এইটের ম্যাচের জন্য গিল বা আবেশকে ভারতের কোনো প্রয়োজনে না আসলেও ম্যানেজমেন্ট রিংকু ও খালীলকে (Khaleel Ahmed) এখনও তালিকাভুক্ত রেখেছে। BCCI’এর এক আধিকারিক জানিয়েছেন, “গিল ও আবেশকে নিউইয়র্ক লেগের জন্যই রাখা হয়েছিল, তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের স্পিন বিভাগ শক্ত করার প্রয়োজন ও শেষের দিকে একজন ব্যাটসম্যানের প্রয়োজন আবশ্যক ছিল। তাই রিংকুকে রাখা হয়েছে ও খালীল পেসার’দের ব্যাকআপ হিসাবে রয়েছেন।” এবার দেখবার বিষয় রিংকুকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয় কিনা।

Read Also: T20 World Cup 2024: স্বপ্ন অধরাই থাকলো শুভমান গিল-আবেশ খানের, বিশ্বকাপ না খেলেই ফিরছে দেশে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *