Rinku Singh: বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের পারফরম্যান্স অতুলনীয়। প্রথম তিন ম্যাচে ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে পরাস্ত করে পৌঁছে গিয়েছে সুপার এইটের মঞ্চে। তবে এবার ভারতীয় দলের বড় পরীক্ষা হতে চলেছে সুপার এইটের মঞ্চ।
সুপার এইটের মঞ্চে ভারতকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। এরপর এই গ্রুপে অবতীর্ণ হওয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টিম ইন্ডিয়াকে সুপার এইটের শেষ দুই ম্যাচ খেলতে হবে। সুপার এইটের শীর্ষ দুই দল পৌঁছে যাবে সেমিফাইনালের মঞ্চে।
ভারতীয় দলের নতুন ক্যাপ্টেন হবেন রিংকু
আপাতত ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই বিশ্বকাপ ট্রফি জয়। ভারতীয় দলকে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে চলেছে।
তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রিংকু সিং (Rinku Singh)। মূলত বিশ্বকাপের পর ভারতীয় দলের সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হবে। এই অবস্থায় দলের দায়িত্ব একজন প্রতিভাবান প্লেয়ার এর হাতেই তুলে দিতে চাইছেন বিসিসিআই কতৃপক্ষরা।
অভিষেক-রিয়ান’রা নিতে চলেছে দলে এন্ট্রি
ভারতীয় দলের হয়ে ১৫ ম্যাচে প্রতিনিধিত্ব করা রিংকুকেই দেওয়া হবে গুরুদায়িত্ব। ভারতীয় দলের জার্সিতে রিংকু পনেরোটি ম্যাচে ১১ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ৮৯ এর দুরন্ত গড়ে ও ১৭৬.২৪ এর বিধ্বংসিকর স্ট্রাইক রেটে ৩৫৬ রান বানিয়েছিলেন তিনি। পাশাপাশি দুইবার অর্ধ শতরানের গন্ডি টোপকেছেন তিনি। তাছাড়া এই ফরম্যাটে ৩১টি চার ও ২০টি ছক্কা হাঁকান রিংকু।
রিংকু ছাড়াও বেশ কয়েকজন তরুণ প্লেয়ারকে জাতীয় দলে সামিল করা হবে। জানা গিয়েছে, আইপিএলের মঞ্চ মাতানো তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে বাংলাদেশের বিরুদ্ধে। অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে শুরু করে রিয়ান পরাগদের (Riyan Parag) জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলের মঞ্চে বিধ্বংসিক ব্যাটিং করেছেন এই দুই তরুণ প্লেয়ার।
বাংলাদেশের বিরুদ্ধে ১৫ জনের সদস্যের প্রথম দুটি নাম হতে চলেছে এই দুই তরুণ। শুধুমাত্র আইপিএল নয় সৈয়দ মোস্তাক আলী ট্রফিতেও দুরন্ত প্রদর্শন দেখিয়েছেন দুজনেই। আগামী দিনে ভারতীয় দলের ভবিষ্যৎ হিসেবে এই দুই তরুণকে ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভব্য ভারতীয় স্কোয়াড
রিংকু সিং (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, রজত পতিদার, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ভেঙ্কটেশ আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, বৈভব অরোরা, আকাশ মাধওয়াল, অর্ষদীপ সিং।