Rinku singh is ready to be the new superstar of india

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুঃখ ভুলিয়ে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে (WI VS IND) তাদের নতুন অভিযান শুরু করেছে। গত ১২ জুলাই থেকে উইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম টেস্টের অবসান ঘটেছে, আর এই টেস্টে জয় পেল টিম ইন্ডিয়া। পাশাপাশি, ভারতীয় দল তিনটি ওডিআই ও ৫ টি টি-টোয়েন্টি খেলবে। তিনটি সিরিজের জন্য স্কোয়াড প্রকাশিত হলেও রিঙ্কু সিংকে (Rinku Singh) কোনো ফরম্যাটেই সুযোগ পেতে দেখা যায়নি। একাধিক ভালো প্রদর্শন দেখিয়েও দলে সুযোগ না পাওয়ায় কিছুটা ভেঙে পড়ছিলেন রিঙ্কু। কিন্তু গতকাল এশিয়ান গেমসের জন্য প্রকাশিত হলো ভারতীয় স্কোয়াড, সেখানে দেখা গেল রিঙ্কুর নাম। এবার রিঙ্কুর সামনে এসেছে নিজেকে প্রমাণ করার সুযোগ।

Read More: হার্দিক পান্ডিয়ার জন্য শুরু হচ্ছে খারাপ সময়, MS ধোনির ছত্রছায়ায় বেড়ে উঠেছে তার ‘কাল’ !!

ভালো ফর্মে আছেন রিঙ্কু

Rinku Singh and MS Dhoni
Rinku Singh and MS Dhoni | Image: Getty Images

এ বছর আইপিএল চলাকালীন গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে শেষ ওভারে প্রয়োজনীয় ২৯ রান তুলতে পাঁচটি ছক্কা হাকিয়েছিলেন রিঙ্কু। যেটি একটি বিশ্ব রেকর্ড এবং এরপর থেকে রিঙ্কুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছেন কলকাতা দলের হয়ে। পাশাপাশি, এবছর রিঙ্কু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণে, ১৪ টি ম্যাচ মিলে ৪৭৪ রান করেছেন। তার গড় ছিল ৬০ এবং তার স্ট্রাইক রেট ছিল ১৫০। কেকেআরের হয়ে রিংকুই সর্বোচ্চ রান করেছেন। এমনকি, ঘরোয়া লিগেও তার ফর্ম ছিল অসাধারণ। তিনি প্রথম শ্ৰেণীর ক্রিকেটে ৫৮ গড়ে ৩০০৮ রান বানিয়েছেন আর লিস্ট এ খেলায় ৫৩ গড়ে ১৭৫৯ রান বানিয়েছেন।

একই সাথে, কিছুদিন আগে রিংকু সিং একটি বড় বিবৃতি দিয়েছিলেন ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে। তার মতে, ভাগ্যে থাকলে অবশ্যই আগামীতে তিনি নীল জার্সি গায়ে দলের প্রতিনিধিত্ব করতে পারবেন। একটি সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী রিংকু সিং জানিয়েছেন, “ভারতের হয়ে খেলার জন্য পুরোপুরি ভাবে আমি প্রস্তুত, তবে আমি এতটা ভাবছি না, ভারতের হয়ে খেলা যদি ভাগ্যে লেখা থাকে তাহলে হবে।

রিঙ্কু হবেন নতুন ধোনি

Ms Dhoni, rinku singh
MS Dhoni | Image: Getty Images

উল্লেখযোগ্যভাবে, ভারতীয় ক্রিকেটে রিঙ্কু হয়ে উঠতে পারেন আগামী দিনের ধোনি (Ms Dhoni)। প্রসঙ্গত, প্রাক্তন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে লোয়ার মিডল ওর্ডারে ব্যাটিং করতেন এবং ম্যাচ ফিনিশ করতেন। এভাবেই ধোনি, একাধিক ম্যাচ জিতিয়েছেন নিজের ব্যাটিং দক্ষতায়, পাশাপাশি টেলেন্ডারদের সঙ্গে ব্যাটিং করার ক্ষমতা ধোনির মধ্যে ছিল। ঠিক সেটি দেখা যাচ্ছে রিংকু সিং এর মধ্যে, এবছর আইপিএলে একাধিক বার টেলেন্ডারদের সাথে ব্যাটিং করেছেন রিঙ্কু এবং ম্যাচ উইনিং নক ও খেলতে দেখা গিয়েছে তাকে। যে কারণে, তার উপরে রয়েছে অনেক প্রত্যাশা আগামী দিনের ধোনি হয়ে ওঠার। আসন্ন এশিয়ান গেমসে সবার নজর থাকবে রিঙ্কুর পারফরমেন্সের উপর।

Read Also: WI vs IND: অফ ফর্মকে থোড়াই কেয়ার, মাঠের মধ্যেই নৃত্যে মগ্ন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *