rinku-singh-hailed-suresh-raina

ভারতীয় ক্রিকেটের নতুন হার্টথ্রব রিঙ্কু সিং (Rinku Singh)। আলিগড়ের তরুণের ক্রিকেটের মানচিত্রে জায়গা করে নেওয়ার গল্পটা হার মানাবে বলিউডের চলচ্চিত্রকেও। রিঙ্কু’র বাবা গ্যাস সিলিন্ডার পৌঁছাতেন গ্রাহকদের বাড়ি বাড়ি। অর্থাভাবে একটা সময় ক্রিকেট ছেড়ে ঝাড়ুদারের কাজ করার প্রস্তাব’ও এসেছিলো রিঙ্কুর (Rinku Singh) সামনে। কিন্তু হার মানেন নি তিনি। দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। হাতে ঝাড়ু নয়, বরং তুলে নিয়েছেন ব্যাট। নিজের অধ্যবসায় হারান নি, শান দিয়েছেন দক্ষতায়। আর সেই কারণেই আজ আলিগড়ের রিঙ্কু হয়ে উঠেছেন ‘দেশ কা বাচ্চা।’ জায়গা করে নিয়েছেন ভারত তথা বিশ্বের অগণিত ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায়।

আলিগড় থেকে উত্তরপ্রদেশ রাজ্য দল, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সবশেষে টিম ইন্ডিয়া, রিঙ্কুর (Rinku Singh) দীর্ঘ এই যাত্রাপথটির গল্প বারবার ঘুরে ফিরে এসেছে সংবাদমাধ্যমের আলোচনায়। কঠিন সময়গুলো যখন কাটিয়েছেন রিঙ্কু, তখন মনের জোর হারান নি। আজ সাফল্যের সোনালী শিখর স্পর্শ করেও একই রকম শান্ত, সমাহিত রিঙ্কু (Rinku Singh)। কোনো রকম অহঙ্কার বাসা বাঁধে নি তাঁর মধ্যে। নির্দ্বিধায় এনডিটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে তাই রিঙ্কু জানান, “সাফল্য, পরিচিতি-সবই দুই দিনের ব্যাপার। পরে ব্যর্থ হলে আজ যাঁরা জয়ধ্বনি দিচ্ছেন,  তাঁরাই ছুঁড়ে ফেলতে দুইবার ভাববেন না।” মাটির কাছাকাছিই রয়েছেন বছর ২৬-এর তরুণ। চলার পথে যাঁরা বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুরেশ রায়না’কে (Suresh Raina)।

Read More:IPL 2024: স্টোকস কিংবা স্টার্ক নয়, এই দুর্দান্ত খেলোয়াড়ের জন্য নিলামে ৩০ কোটি টাকা খরচ করতে তৈরি মুম্বাই ইন্ডিয়ান্স !!

রায়না’র প্রতি কৃতজ্ঞতা জানালেন রিঙ্কু সিং-

Rinku Singh and Suresh Raina | Image: Twitter
Rinku Singh and Suresh Raina | Image: Twitter

ভারতীয় ক্রিকেটমহল রিঙ্কু সিং-এর (Rinku Singh) নামের সাথে পরিচিত হয়েছে বেশ কয়েক বছর হলো। কিন্তু তাঁর দক্ষতার সাথে পরিচিত হতে খানিক সময় লেগেছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম কিছু ম্যাচে রান পান নি। তা সত্ত্বেও কেকেআর তাঁকে পুনরায় দলে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু শাহরুখ খান, বেঙ্কি মাইশোরদের সিদ্ধান্তে যে কোনো ভুল ছিলো না, তার প্রমাণ মিলেছিলো গত বছরই। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে একটি ম্যাচে প্রায় অসাধ্যসাধন করে ফেলেছিলেন তিনি। সেই যাত্রায় জয়ের দোরগোড়ায় এসে কলকাতা থামলেও আইপিএলের দুনিয়ায় প্রতিষ্ঠা পান রিঙ্কু (Rinku Singh)। ২০২২-এর লক্ষ্ণৌ ম্যাচে যেখানে থেমেছিলেন ২০২৩-এ শুরুটাও করেছিলেন সেখানেই। অবিশ্বাস্য পারফর্ম করে হয়ে উঠেছিলেন সুপারস্টার।

বাইশ গজে রিঙ্কু রাজের সূচনাটা গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে। শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিলো ২৯ রান। রিঙ্কু’র (Rinku Singh) পাঁচ ছক্কা জয় এনে দেয় নাইটদের। গোটা মরসুমে প্রায় ৬০ গড় ও ১৫০ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেন তিনি। ইতিমধ্যে জাতীয় দলের ডাক এসেছে। জিতেছেন এশিয়ান গেমস সোনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও জাত চিনিয়েছেন। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের এখনও বাকি কয়েক মাস। কিন্তু রিঙ্কু (Rinku Singh) যে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠছেন, তা একপ্রকার নিশ্চিত। গলি থেকে রাজপথে উঠে আসার গল্পের নায়ক স্বীকার করে নিলেন নিজের সাফল্যের নেপথ্যে কিংবদন্তি ক্রিকেটার সুরেশ রায়নার (Suresh Raina) ভূমিকার কথা।

প্রাক্তন বাম হাতি ব্যাটার সম্পর্কে রিঙ্কু’র (Rinku Singh) মাথা নত হয়ে এসেছে শ্রদ্ধায়। রিঙ্কু ও রায়না দুজনেই উত্তরপ্রদেশের হয়ে ক্রিকেট খেলেছেন। অগ্রজের ছত্রছায়াতেই বেড়ে উঠেছেন অনুজ রিঙ্কু। এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমি সুরেশ রায়নার বিশাল বড় ভক্ত। আমার জীবন ও কেরিয়ারে ওনার খুব বড় ভূমিকা রয়েছে। উনি আমার কাছে বড় দাদা’র চেয়েও বেশী কিছু।” প্রাক্তন সিএসকে তারকা সম্পর্কে বর্তমান নাইট রাইডার্স মহারথীর মন ভালো করে দেওয়া এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ‘এমন মাটির মানুষ’ই থেকো’ রিঙ্কু’কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন নেটিজেনরা।

দেখে নিন KKR-এর পোস্ট’টি-

Also Read: আইপিএল থেকে বাদ শাকিব-লিটনরা, নিলামের আগেই চুনকালি বাংলাদেশ ক্রিকেটের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *