শুরু হয়ে গিয়েছে T20 ফরম্যাটে বিশ্বকাপ ক্রিকেট (T20 World Cup 2024)। আজ প্রথম ম্যাচে USA ও কানাডা মুখোমুখি হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনী মুখোমুখি হতে চলেছে। ২০ দল নিয়ে শুরু হতে চলা এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ জুন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটি খেলতে চলেছে। তবে এই ম্যাচের আগেই গতকাল ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ সেরে ফেলেছিল। ভারতীয় ক্রিকেট দল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে পরাস্ত করে আত্মবিশ্বাস জুগিয়েছে যা আগামী ম্যাচে বেশ কার্যকরী হতে চলেছে ভারতীয় দলের ক্ষেত্রে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেননি বিরাট
গতকাল প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা যায়নি বিরাট কোহলিকে (Virat Kohli)। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন যে গত পরশু নিউইয়র্কে পা দিয়েছিলেন কিং কোহলি তাই তার প্রয়োজন মতন বিশ্রাম দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাই গতকাল ভারতীয় দলের গুটিকয়েক প্লেয়ারদের প্রস্তুতি ম্যাচের অংশ নিতে দেখা গেলেও বিরাটকে দেখতে পাওয়া যায়নি।
তবে আজ সকালেই বিরাটের একটি ছবি সমাজ মাধ্যমে বেশ হয়েছে, ব্যাট হাতে বিরাটকে ব্যাটিং অনুশীলন করার জন্য নেটের দিকে যেতে দেখা যাচ্ছিল। তবে ছবিতে বিরাটের সঙ্গে ধরা পড়ে রিংকু সিংয়ের (Rinku Singh) ছবি। রিংকু চলতি বিশ্বকাপে ভারতীয় দলের অংশ নন তবে তিনি ১৯ জন প্লেয়ারের মধ্যে রয়েছেন, তাই তাকেও নেটে প্রচুর অনুশীলন করতেও দেখা যাচ্ছে।
Read More: সঞ্জুর ক্যারিয়ার শেষ করতে উঠে পড়ে লেগেছেন রোহিত শর্মা, বিশ্বকাপ ম্যাচে দেবেন না সুযোগ !!
কোহলির ব্যাটের উপর নজর দিচ্ছেন রিংকু
তবে রিংকুর নজর রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটের দিকে। প্রসঙ্গত আইপিএল চলাকালীন বিরাটের থেকে কলকাতা ও ব্যাঙ্গালুরুর প্রথম লেগ ম্যাচে ব্যাট নিয়েছিলেন রিংকু তবে অনুশীলনে সেই ব্যাট ভেঙে ফেলেন তিনি। এরপর আবার বিরাটের থেকে ব্যাট নেওয়ার জন্য তার পিছু ঘুরতে থাকেন রিংকু এবং বিরাটকে নতুন ব্যাট দেওয়ার কথাও জানান।
রিংকু বিরাটকে বলেন, “স্পিনারের বিরুদ্ধে খেলতে গিয়ে ব্যাট ভেঙে গিয়েছে।” বিরাট প্রতিউত্তরে বলেন, “আমার ব্যাট টা ? স্পিনারের বল খেলতে গিয়ে ভেঙে গিয়েছে ? কোন জায়গাটায় ভেঙেছে?” বেশ কিছুক্ষণ এভাবেই রিংকুর সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন বিরাট। তবে পরে বিরাটের থেকে ব্যাট আদায়ও করেন রিংকু। এবারও প্রকাশ্যে আসা ছবিতে রিংকুর নজর ওই ব্যাটের উপরেই রয়েছে বলে মনে হচ্ছে।