IND vs ENG: গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটে উল্কার গতিতে উত্থান হয়েছে রিঙ্কু সিং-এর (Rinku Singh)। আলিগড়ের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কুর গল্প হয়ত হার মানাতে পারে বলিউডের কোনো চলচ্চিত্রকেও। অভাবের তাড়নায় একটা সময় ঝাড়ুদারের চাকরি করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু মন সায় দেয় নি। ফিরেছিলেন ক্রিকেটেই। নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন অনুশীলনে। পরিশ্রম ও অধ্যবসায়ের দাম’ও পেয়েছেন রিঙ্কু (Rinku Singh)। উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পর সুযোগ এসেছিলো আইপিএলে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে পাঁচ ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু। তারপর থেকেই চর্চায় রয়েছেন তরুণ বাম হাতি ব্যাটার।
আইপিএলের সাফল্যের পর ভারতের জার্সি গায়ে চাপাতে বিশেষ অপেক্ষা করতে হয় নি রিঙ্কু’কে (Rinku Singh)। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ অভিষেক হয় তাঁর। এরপর এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। টি-২০ খেলেছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানের বিরুদ্ধে। সফল’ও হয়েছেন নিয়মিত। আগামী জুনের টি-২০ বিশ্বকাপে ভারতের ‘ফিনিশার’ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনিই। গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার মাঠে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও সিনিয়র ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বাকি ছিলো কেবল লাল বলের ফর্ম্যাট। সেই স্বপ্ন’ও পূরণ হওয়ার পথে। সিনিয়র টেস্ট দলের ঠিক আগের ধাপ, অর্থাৎ ভারত-এ দলে গতকাল সুযোগ পেয়েছেন রিঙ্কু (Rinku Singh)।
Read More: বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী ফলের জন্য জাকা আশরাফের দিকে আঙুল তুললেন ইনজামাম-উল-হক !!
ভারত-এ দলের হয়ে দেখা যাবে রিঙ্কু’কে-
আগামী ২৫ জানুয়ারি থেকে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ রয়েছে। দুই হেভিওয়েট দলের দ্বৈরথ শুরুর আগে চলছে দুই দেশের যুব দলগুলির লাল বলের লড়াই। প্রথম বেসরকারী টেস্ট ম্যাচে ভারত-এ’কে বেশ বেগ দিয়েছে ইংল্যান্ড লায়ন্স দল। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পর চতুর্থ ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিলো দল’কে। সাই সুদর্শন (Sai Sudharshan), মানব সুতার ও কে এস ভরতের (KS Bharat) মরিয়া লড়াইয়ের ফলে শেষমেশ অমীমাংসিত থাকে ম্যাচটি। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় বেসরকারী টেস্টের দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্বাচক’রা। মুম্বইয়ের স্পিনার শামস মুলানি’কে সুযোগ দেওয়া হয়েছে। একই সাথে ভারত-এ দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ দেওয়া হয়েছে রিঙ্কু সিং-কেও (Rinku Singh)।
সীমিত ওভারের ‘স্পেশ্যালিস্ট’ হিসেবেই রিঙ্কুকে (Rinku Singh) সাধারণত চেনেন দেশের ক্রিকেটজনতা। কিন্তু লাল বলের ক্রিকেটেও তাঁর পরিসংখ্যান নজরকাড়া। ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৭.৫৭ গড়ে ৩১০৯ রান করেছেন তিনি। শতরানের সংখ্যা ৭, অর্ধশতক ২০টি। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলের রিজার্ভ খেলোয়াড় ছিলেন তিনি। ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজে অংশ নেওয়ার আগে উত্তরপ্রদেশের হয়ে চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে কেরলের বিরুদ্ধে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। সেই ফর্ম’ই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও বজায় রাখতে চাইবেন রিঙ্কু। ইংল্যান্ড বনাম ভারত (IND vs ENG) সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। মিডল অর্ডারে তৈরি হয়েছে শূন্যস্থান। ভারত-এ’র হয়ে নজর কাড়া পারফর্ম্যান্স করতে পারলে কোহলির বিকল্প হিসেবে বিশাখাপত্তনমে আন্তর্জাতিক টেস্ট অভিষেক হওয়ারও সম্ভাবনা থাকছে রিঙ্কুর।