ricky-ponting-picks-ct-2025-finalists

CT 2025: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তার পরেই বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসর। ভারত-পাক টানাপোড়েনের কারণে একটা সময় মনে হয়েছিলো ভেস্তেই যাবে টুর্নামেন্ট। কিন্তু শেষমেশ মিলেছে সমাধানসূত্র। প্রধান আয়োজক হিসেবে থাকছে পাকিস্তানই। কেবলমাত্র ভারতীয় দলের ম্যাচগুলি সরে গিয়েছে মধ্যপ্রাচ্যের দুবাইতে। সাধারণত আইসিসি আয়োজিত যে কোনো বড় টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলির অধিনায়কদের নিয়ে একটি সম্মিলিত ফোটোশ্যুট ও সাংবাদিক সম্মেলন হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে তা অবশ্য আয়োজন করতে পারছে না বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। পাকিস্তানে রোহিত শর্মাকে পাঠাতে রাজী নয় বিসিসিআই। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ভ্রমণসূচিও বাধা হয়ে দাঁড়িয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ও ফোটোশ্যুট আয়োজনের ক্ষেত্রে।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ জসপ্রীত বুমরাহ, গম্ভীরের ‘তুরুপের তাস’ নেবেন এন্ট্রি !!

ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখছেন পন্টিং-

IND vs ENG | CT 2025 | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

মাঠের বাইরে একের পর এক সমস্যায় বারবার হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। কিন্তু মাঠের লড়াইতে তার প্রভাব যাতে না পড়ে সেই প্রার্থনাই আপাতত করছে ক্রিকেটজনতা। অংশগ্রহণকারী আট দলের কাছ থেকেই ধুন্ধুমার ক্রিকেটের আশায় রয়েছেন তাঁরা। সংক্ষিপ্ত টুর্নামেন্টের খেতাবী যুদ্ধে শেষমেশ অংশ নেবে কোন দুই দল? ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। আইসিসি রিভিউ’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের দুই ফাইনালিস্টকে অবশ্য নির্দ্বিধায় বেছে নিয়েছেন অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিং। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপের মতই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ভারত ও অস্ট্রেলিয়াই (IND vs AUS) মুখোমুখি হবে বলে মনে করছেন তিনি। “ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে এগিয়ে যাওয়া এই মুহূর্তে বেশ কঠিন,” সাফ জানিয়ে দিয়েছেন জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক।

“দুই দেশের হাতে কোন মাণের ক্রিকেটাররা রয়েছেন সেটা শুধু চিন্তা করুন। আপনি যদি সাম্প্রতিক অতীতের দিকেও তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে আইসিসি প্রতিযোগিতাগুলির ফাইনাল যখনই হয়েছে তখন হয় ভারত নয় অস্ট্রেলিয়া তাতে অংশ ঠিকই নিয়েছে,” আইসিসি রিভিউকে জানিয়েছেন পন্টিং (Ricky Ponting)। তবে তৃতীয় বিকল্প হিসেবে তিনি বেছে নিয়েছেন আয়োজক পাকিস্তানকে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে অ্যাওয়ে সিরিজে হারিয়েছে তারা। সেইদিকে ইঙ্গিত করে তাঁর মন্তব্য, “এই মুহূর্তে অন্য যে দলটি বেশ ভালো ক্রিকেট খেলছে সেটি পাকিস্তান। গত কয়েকমাসে ওদের ওয়ান ডে ক্রিকেটে পারফর্ম্যান্স দুর্দান্ত। আমরা জানি যে বড় টুর্নামেন্টে ওরা ‘আনপ্রেডিক্টেবল’। কিন্তু ওদের এখন সত্যিই বেশ গোছানো মনে হচ্ছে।” কতটা সত্যি হবে পন্টিং-এর ভবিষ্যদ্বাণী? জানা যাবে ৯ মার্চ।

গ্রুপ-এ’তে ভারত, গ্রুপ-বি’তে অজিরা-

IND vs ENG | CT 2025 | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশগ্রহণকারী আটটি দল’কে দুটি আলাদা গ্রুপে রাখা হয়েছে। টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ-এ’তে। ২০ ফেব্রুয়ারি প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করছে তারা। ‘মেন ইন ব্লু’র দ্বিতীয় ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে ২৩ তারিখ আয়োজিত হতে চলেছে ক্রিকেটের ‘এল-ক্লাসিকো।’ গ্রুপ পর্বে ভারত শেষ ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ মার্চ। অন্যদিকে অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ-বিতে। তাদের প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৫ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচ রয়েছে তাদের। গ্রুপ পর্বে আফগানদের বিরুদ্ধে ২৮ তারিখ শেষ ম্যাচ খেলতে চলেছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে থাকলেও ভারত জসপ্রীত বুমরাহকে আদৌ পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। পক্ষান্তরে অজি শিবিরে অনিশ্চিত অধিনায়ক কামিন্স। ছিটকে গিয়েছেন মিচেল মার্শ।

Also Read: CT 2025: কাল হয়ে দাঁড়ালো কোমরের চোট, চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *