সদ্য সমাপ্ত হয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আর এই মেগা ইভেন্টের পর রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতই ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। ভারতীয় দলের কিংবদন্তি অলরাউন্ডার জাদেজা বিশ্বকাপের মঞ্চে তার সেরাটা দেখাতে ব্যার্থ হলেও তিনি বিশ্ব চ্যাম্পিয়ন রূপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন। ৩৫ বছর বয়সী জাদেজা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জার্সিতে মোট ৭৪টি ম্যাচ খেলে ৫১৫ রান বানিয়েছিলেন এবং বল হাতে তুলে নিয়েছিলেন ৫৪টি উইকেট।
ইন্সটাগ্রামে বিদায় বার্তায় লেখেন, “হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-২০’কে বিদায় জানাচ্ছি। একটি গর্বিত অশ্বের মত আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অন্যান্য ফর্ম্যাটগুলিতে তেমনটাই করে যাবো ভবিষ্যতে। টি-২০ বিশ্বকাপ জেতা একটা স্বপ্নপূরণের সামিল। আমার টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ শৃঙ্গ। অসংখ্য স্মৃতি, হর্ষধ্বনি ও নিরন্তর সমর্থনের জন্য ধন্যবাদ।” নিজেই স্পষ্ট করেছিলেন যে ওডিআই ও টেস্ট খেলতে চান তিনি। কিন্তু সেই সুযোগ আসে নি তাঁর সামনে।
সিনিয়রদের বাড়তি বিশ্রাম দেওয়ার ভাবনা ছিলো বিসিসিআই-এর। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁদের পাঠানো হবে না বলেই মিলেছিলো খবর। কিন্তু পরিস্থিতি বদলায় গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচের হটসিটে বসার পর। প্রথম অ্যাসাইনমেন্টে দলের সেরা অস্ত্রদের চেয়েছিলেন তিনি। সেই কারণেই বিশেষ নির্দেশ পাঠানো হয় রোহিত-কোহলিদের (Virat Kohli) জন্য। ছুটিতে কাটছাঁট করে শ্রীলঙ্কা সফরের দলে যোগ দেন তাঁরা। প্রথম সারির দল বেছে নিলেও ডাক আসে নি জাদেজার (Ravindra Jadeja) কাছে। তিনি বিশ্রামে নাকি বাদ পড়েছেন? তা জিজ্ঞাসা করা হয়েছিলো মুখ্য নির্বাচক অজিত আগরকারকে (Ajit Agarkar)। তিনি আসন্ন টেস্ট সিরিজগুলির কথা বলে এড়িয়ে যেতে চান প্রশ্ন। তবে বিশেষজ্ঞমহলের ধারণা যে লঙ্কাসফরে জাদেজার বিকল্প পেয়ে গিয়েছেন গম্ভীর। টেস্টেও হয়ত ডাক আসবে না তাঁর জন্য।
Read More: ‘ন্যাড়া বারবার বেলতলা যায়…’ হার্দিক মজেছেন বিদেশিনীর প্রেমে, ‘লাভ বার্ডস’দের নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় !!
বাংলাদেশ সিরিজে বাজি হবেন রিয়ান?
শ্রীলঙ্কা সফরের পর এক মাস বিশ্রামের সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তারপর রয়েছে বাংলাদেশ সিরিজ। দেশের মাঠে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। দ্বিতীয় টেস্টটি রয়েছে ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রিন পার্কে। টি-২০ বিশ্বকাপে হতশ্রী পারফর্ম্যান্সের পর স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা’কে (Ravindra Jadeja) লাল বলের খেলায় আদৌ ফেরানো হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অনেকেই মনে করছেন যে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে নতুন মুখদের সুযোগ দিয়ে দেখা উচিৎ। আগামীর জন্য শক্তিশালী দল গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে এই পদক্ষেপ। সেই কারণেই দৌড়ে এগিয়ে থাকছেন রিয়ান পরাগ (Riyan Parag)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে ৭টি বল করে ৩ উইকেট তুলে নিয়েছেন রিয়ান (Riyan Parag)। এছাড়াও ওডিআই সিরিজেও অভিষেক ম্যাচে তাঁর ঝুলিতে জমা পড়েছে ৩টি উইকেট। লাল বলের বিরুদ্ধে নিজের ব্যাটিং দক্ষতা এর আগে রঞ্জি ট্রফির মঞ্চে প্রমাণ করেছেন রিয়ান। শতাব্দীপ্রাচীন টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানটি করেছিলেন অসমের ক্রিকেটার। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তাঁর মানিয়ে নিতে কোনো রকম সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। একা রিয়ান নয়, জাদেজার (Ravindra Jadeja) বদলি হিসেবে প্রস্তুত রয়েছেন একাধিক ক্রিকেটার। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর। ঘূর্ণি বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতে কার্যকরী হতে পারেন অক্ষর প্যাটেল’ও। সবদিক খতিয়ে দেখে ক্রিকেটবোদ্ধাদের ধারণা ৩৫ বর্ষীয় অলরাউন্ডারের টেস্ট কেরিয়ারের আয়ুও ফুরানোর মুখে।