শেষ হলো হটস্টারের পথচলা, জিও সিনেমা করলো গ্রাস !! 1

Hotstar: জল্পনার ঘটলো অবসান, অবশেষে বুধবার ২৮ ফেব্রুয়ারি নিজেদের মিডিয়া ব্যবসাকে এক ছাদের তলায় আনতে বড় পদক্ষেপ নিলো ভায়াকম১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড, এবং ওয়াল্ট ডিজনি কোম্পানি। স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে মিশে যাচ্ছে ভায়োকম১৮-র মিডিয়া সংক্রান্ত ব্যবসা। ফলে দুই সংস্থা মিলিয়ে প্রায় ৭০হাজার কোটি টাকার সাম্রাজ্যের লক্ষমাত্রা নির্ধারণ করেই এগিয়ে এসেছে রিলায়েন্স ও ওয়াল্ট ডিজনি। শুধু তাই নয়, OTT প্লাটফর্মে ডিজনির কামব্যাকের জন্য ১১হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগে রাজি হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরও পড়ুন | ভক্তদের জন্য সুসংবাদ পঞ্চম টেস্টে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই বর্ষীয়ান !!

৩৮ লক্ষ সাবস্ক্রাইবার হারায় ডিজনি

Disnep + Hotstar, world cup 2023, ott
Disnep + Hotstar | Image: Twitter

জুলাই মাসে জিও-র রিপোর্ট অনুসারে, প্রায় ৩২ মিলিয়ন মানুষ আইপিএল দেখেছেন, সেইসময় ২০২৩ সালের জুলাই এবং নভেম্বর উভয় ক্ষেত্রেই ডিজনি+ হটস্টার (Hotstar) তাদের স্ট্রিমিং সার্ভিসে তৃতীয় বারের মতো গ্রাহক হ্রাসের রিপোর্ট করেছে যেখানে ৯ মাসে ২ কোটি সাবস্ক্রাইবার হারিয়েছে হটস্টার। অক্টোবর-ডিসেম্বর ২০২২ থেকে ৩৮ লাখ পেমেন্ট সাবস্ক্রাইবার হারিয়েছে। পাশাপাশি, জানুয়ারী-মার্চ ২০২৩ থেকে ৪২ লাখ পেড সাবস্ক্রাইবার হারিয়েছে ও এপ্রিল-জুন ২০২৩ থেকে ১.২৫ কোটি পেড সাবস্ক্রাইবার হারিয়েছে এই সংস্থা। যার ফলে নতুন চুক্তিতে রাজি হলো ডিজনি।

চুক্তির পর খুশি মুকেশ আম্বানি

Mukesh Ambani, hotstar
Mukesh Ambani | Image: Getty Images

চুক্তি সম্পাদন প্রক্রিয়া শেষ হলে এই যৌথ উদ্যোগের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে রিলায়েন্সেরই হাতে। পাশাপশি, যৌথ উদ্যোগে গঠিত এই ব্যবসার ১৬.৩৪ শতাংশ অংশীদারিত্ব থাকবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের, ৪৬.৮২ শতাংশ থাকে ভায়াকম ১৮-এর হাতে এবং ৩৬.৮৪ শতাংশ থাকে ডিজনির হাতে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি জানিয়েছেন, “এটি একটি যুগান্তকারী চুক্তি। ভারতের বিনোদন শিল্পে নতুন একটি যুগের সূচনা হতে চলেছে। আমরা জানি ডিজনি বিশ্বের অন্যতম সেরা মিডিয়া গোষ্ঠীর একটা, তবে রিলায়েন্স ও ডিজনির যৌথ উদ্যোগ গঠন নিয়ে আমরা অত্যন্ত উত্তেজিত। এবার সারা দেশের দর্শকরা সাশ্রয়ী মূল্যে রকমারি জিনিসের ভালো সরবরাহ পাবে। রিলায়েন্স গ্রুপের অংশীদার হিসেবে আমরা ডিজনিকে স্বাগত জানাচ্ছি।

আরও পড়ুন | ট্যুইটারে তীব্র বাদানুবাদ রোহিত শর্মা ও বিরাট কোহলির? ভাইরাল স্ক্রিনশট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *