'ঘুসকে মারেঙ্গ', প্রতিপক্ষদের ঘরে ঢুকে হারানোই এখন হয়ে উঠেছে এই দলের মূল মন্ত্র !! 1

IPL 2025: এবারের আইপিএলে ২৩ তম ম্যাচ পরিসমাপ্তির পর শীর্ষে জায়গা বানিয়ে নিয়েছে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি মৌসুমে তাদের প্রদর্শন সাধারণ পাঁচটি ম্যাচের মধ্যেই চারটি ম্যাচে জয় পেয়েছে তারা। অন্যদিকে এবারের আইপিএলে এমন একটি দল রয়েছে যারা বিপক্ষ দলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস প্রদর্শন দেখাচ্ছে। তাদের ঘরের মাঠে এই তাদেরকে কুপোকাত করছে দলটি।

ঘরের বাইরে বেশ শক্তিশালী এই দল

'ঘুসকে মারেঙ্গ', প্রতিপক্ষদের ঘরে ঢুকে হারানোই এখন হয়ে উঠেছে এই দলের মূল মন্ত্র !! 2
RCB | Image: Getty Images

প্রসঙ্গত এবারের আইপিএলে বেশ ভালো ছন্দে দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে। এই মৌসুমে তারা মোট চারটি ম্যাচ খেলেছে যেখানে তারা জয় পেয়েছে তিনটি ম্যাচেই। আর সেই তিনটি ম্যাচে তারা ঘরের বাইরেই জিতেছে। এবারের আইপিএলে (IPL 2025) প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই কলকাতাকে একতরফাভাবে পরাজিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল। ইডেনের বুকে কলকাতার বিরুদ্ধে লম্বা সময় পর ম্যাচ জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এরপর চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে পরাস্ত করে তারা। শেষবার রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে ২০০৮ সালে চিপকে চেন্নাইকে পরাস্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার দল। এরপর দীর্ঘ ১৭ বছর পর চেন্নাইকে চেন্নাইতেই হারালো ব্যাঙ্গালুরু। এখানেই শেষ নয়, ব্যাঙ্গালুরু তাদের শেষ ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্সে মুখোমুখি হয়েছিল। আর সেই ম্যাচে ওয়ানখেড়েতে দীর্ঘ ১০ বছর পর জয় সুনিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। আইপিএল ইতিহাসের তিনটি সফল দল মুম্বাই, চেন্নাই ও কলকাতা। মুম্বাই ও চেন্নাই এর কাছে পাঁচটি করে মোট দশটি আইপিএল ট্রফি রয়েছে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার কাছে তিনটি ট্রফি রয়েছে।

আইপিএলের তিন হেভিওয়েটকে পরাস্ত করেছে RCB

ipl 2025
RCB | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলতি আইপিএলে এই তিন হেভিওয়েট দলকেই তাদের ঘরের মাঠে পরাস্ত করেছে। চলতি মৌসুমে বেশ কিছু নতুন পরিবর্তন দেখা গিয়েছে চ্যালেঞ্জার্স দলে। প্রথমত অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে রজত পাতিদারের (Rajat Patidar) উপর। ব্যাট হাতে তিনি দুরন্ত পারফরম্যান্স দেখানোর পাশাপশি তিনি দলকে দুরন্ত ভাবে নেতৃত্বও দিচ্ছেন। পাশাপশি, এবার RCB দলের বোলারদেরও বেশ ছন্দে দেখা যাচ্ছে। আপাতত চার ম্যাচে তিনটি জয় নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে RCB। তারা আপাতত যে ম্যাচটি পরাজিত হয়েছে, সেটি তারা তাদের ঘরের মাঠেই খেলেছিল।

Read Also: IPL 2025: “গিরগিটির মত রং বদলাস…” কমেন্ট্রিবক্সে আম্বাতি রায়ুডুকে একহাত নিলেন নভজ্যোত সিং সিধু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *