জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭ তম মৌসুম। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)। দুই দলের মধ্যে আজকে হতে চলেছে মরণ বাচন লড়াই। পয়েন্ট তালিকার বিচারে গুজরাট টাইটান্সকে পরাস্ত করে সপ্তম স্থানে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের কাছে গত ম্যাচে পরাজিত হয়ে তালিকায় অষ্টম স্থানে নেমে গিয়েছে পাঞ্জাব কিংস।
ডু ওর ডাই ম্যাচে মুখোমুখি ব্যাঙ্গালুরু-পাঞ্জাব
দুই দল সম সংখ্যক ম্যাচ খেলে আট পয়েন্ট তাদের তালিকায় যথাযথ স্থানে রয়েছে। আপাতত দুটি দলের কাছেই চারটি করে ম্যাচ বাকি রয়েছে। তবে আজকের ম্যাচটি যে দল পরাজিত হবে সেই দলের কাছে এই শেষ হতে চলেছে আইপিএল ২০২৪ (IPL 2024) এর ক্যাম্পেন। দুই দল এর আগে ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ব্যাঙ্গালুরু কাছে পরাজিত হতে হয়েছিল পাঞ্জাব দলকে।
Read More: IPL 2024: “সময় বদলাতে সময় লাগে না…” মুম্বই ছিটকে যাওয়ায় ‘ক্যাপ্টেন’ হার্দিককে নিয়ে চর্চা ক্রিকেটমহলে !!
আজকের ম্যাচে জয়লাভ করে বাঁকি ২ ম্যাচে জয়লাভ করলে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের কাছে ১৪ পয়েন্ট হবে। আর ১৪ পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করতে সক্ষম হবে RCB। আজকের ম্যাচ বাদ দিয়ে ব্যাঙ্গালুরুকে দিল্লি ও চেন্নাইয়ের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলতে হবে। ব্যাঙ্গালুরুর আগে রয়েছে চেন্নাই, দিল্লি ও লখনৌ।
আজকের ম্যাচ হারলেই বিদায় নেবে RCB
চেন্নাইয়ের কাছে রয়েছে ১২ পয়েন্ট এবং দিল্লি ও লখনৌ’এর কাছে রয়েছে ১০টি করে পয়েন্ট। লখনৌ তাদের বাঁকি দুই ম্যাচ দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে এবং চেন্নাই তাদের বাঁকি ৩ ম্যাচ গুজরাট, রাজস্থান ও ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের পক্ষে বাঁকি ৩ ম্যাচ জিতলে ১৮ পয়েন্টে পৌঁছানোর একটি সুযোগ রয়েছে।
তবে ৩ ম্যাচে পরাজিত হলে তাদের পক্ষে আইপিএলের প্লে-অফে পৌঁছানোর রাস্তা কার্যত শেষ। লখনৌ ও দিল্লির মধ্যে যেকোনো একটি দল ১৪ পয়েন্টে পৌঁছাবে তাই ব্যাঙ্গালুরু কাছে বাঁকি ৩ ম্যাচ জেতা অবশ্যই কাম্য। ৩ ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে পারবে RCB। তবে তার আগে আজকের ম্যাচটি কোহলিদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
দেখেনিন IPL 2024’এর পয়েন্ট তালিকা [৫৭ ম্যাচ পর]
স্থান | দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | নেট রান রেট |
১ | কলকাতা নাইট রাইডার্স | ১১ | ৮ | ৩ | ১৬ | +১.৪৫৩ |
২ | রাজস্থান রয়্যালস | ১১ | ৮ | ৩ | ১৬ | +০.৪৭৬ |
৩ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১২ | ৭ | ৫ | ১৪ | +০.৪০৬ |
৪ | চেন্নাই সুপার কিংস | ১১ | ৬ | ৫ | ১২ | +০.৭০০ |
৫ | দিল্লি ক্যাপিটালস | ১২ | ৬ | ৬ | ১২ | -০.৩১৬ |
৬ | লখনৌ সুপার জায়ান্টস | ১২ | ৬ | ৬ | ১২ | -০.৭৬৯ |
৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু | ১১ | ৪ | ৭ | ৮ | -০.০৪৯ |
৮ | পাঞ্জাব কিংস | ১১ | ৪ | ৭ | ৮ | -০.১৮৭ |
৯ | মুম্বই ইন্ডিয়ান্স | ১২ | ৪ | ৮ | ৮ | -০.২১২ |
১০ | গুজরাট টাইটান্স | ১১ | ৪ | ৭ | ৮ | -১.৩২ |