IPL 2024: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আজকের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস (RCB vs DC)। লীগ টেবিলের পাঁচ ও সাতে থাকা দুই দলের দ্বৈরথ আজ জমজমাট হওয়ার সম্ভাবনা। ১২ পয়েন্টে রয়েছে দিল্লী (DC)। আজ জিততে পারলে তারা চেন্নাই সুপার কিংসকে (CSK) সরিয়ে উঠে আসবে চার নম্বরে। প্লে-অফের দিকে এগিয়ে যাবে আরও এক পা। অন্যদিকে মরসুমের শুরুটা জঘন্যভাবে করার পর আচমকাই ঘুরে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। টানা চার ম্যাচে জয় পেয়েছে তারা। এবার বেঙ্গালুরুর পরবর্তী লক্ষ্য প্লে-অফ। আপাতত তারা রয়েছে ১০ পয়েন্টে। আজ জিতলে ১২ পয়েন্টে পৌঁছে বিরাট কোহলিরাও দিল্লী, চেন্নাই, লক্ষ্ণৌ’র সাথে শেষ চারের দৌড়ে যোগ দিতে পারবে।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলি ও ফাফ দু প্লেসিকে। অসামান্য ফর্মে থাকা বিরাট চাইবেন কমলা টুপির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের থেকে ব্যবধান বেশ খানিকটা বাড়িয়ে নিতে। তিনে দেখা যেতে পারে উইল জ্যাকসকে। তাঁর থেকে ঝোড়ো ব্যাটিং-এর আশায় দল। চারে নামতে পারেন রজত পতিদার। মধ্যপ্রদেশের ব্যাটারও ভালো খেলেছেন এই মরসুমে। এরপর ক্যামেরন গ্রিনের ব্যাট হাতে নামার সম্ভাবনা। উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক খেলতে পারেন ছয় নম্বরে। স্পিন বিভাগে বেঙ্গালুরু জার্সিতে আজ থাকতে পারেন স্বপ্নীল সিং ও কর্ণ শর্মা। পেস বিভাগে যশ দয়াল ও মহম্মদ সিরাজের সাথে খেলার সম্ভাবনা লকি ফার্গুসনের।
দিল্লী একাদশে আজ ফিরতে পারেন পৃথ্বী শ। জেক ফ্রেজার ম্যাকগার্কের সাথে ওপেন করতে পারেন তিনিই। চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক পিচে ঝড় তুলতে পারেন অজি তরুণ জেক। তিনে খেলার সম্ভাবনা অভিষেক পোড়েলের। ঋষভ পন্থ নির্বাসিত আজকের ম্যাচে। উইকেটরক্ষার দায়িত্ব’ও তাই পেতে পারেন বাংলার ক্রিকেটার। এরপর থাকতে পারেন শে হোপ। পাঁচে নেমে ঝোড়ো ইনিংস খেলার দায়িত্ব বর্তাতে পারে ট্রিস্টান স্টাবসের উপর। প্রোটিয়া ক্রিকেটারের পর দেখা যেতে পারে আফগান অলরাউন্ডার গুলবদন নাইবকে। স্পিন বিভাগে থাকছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। মুকেশ কুমার, খলিল আহমেদ ও ঈশান্ত শর্মা’র পেস ত্রয়ী থাকছে আজ। জুড়ে দেওয়া হতে পারে রসিক দার সালামকে।
Read More: TOP 3: রাহুল দ্রাবিড় জমানার অবসান, টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে রয়েছেন এই ৩ বিশ্ববরেণ্য ক্রিকেটার !!
IPL ম্যাচের সময়সূচি-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)
ম্যাচ নং- ৬২
তারিখ- ১২/০৫/২০২৪
ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট
Bengaluru Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-
চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ একে অপরের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লী ক্যাপিটালস (RCB vs DC)। সাধারণত ব্যাটাররাই বেঙ্গালুরুর বাইশ গজে ছড়ি ঘুরিয়ে থাকেন। দ্রুত আউটফিল্ড ও ছোটো বাউন্ডারির সুবিধা কাজে লাগিয়ে চার-ছক্কা হাঁকানো সহজ হয় তাঁদের পক্ষে। মাঝের ওভারে কার্যকরী হতে পারেন স্পিনাররা। তবে বিশেষজ্ঞদের ধারণা আজ বড় রান উঠতে চলেছে। এখনও অবধি চিন্নাস্বামী স্টেডিয়াম ৯৩টি আইপিএল ম্যাচ আয়োজন করেছে। এর মধ্যে ৩৯টিতে প্রথমে ব্যাটিং করে জয় মিলেছে। রান তাড়া করে জয় এসেছে ৪৯ ম্যাচে। বাকিগুলি থেকেছে অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক এখানে আগে বোলিং করতে পারেন।
বেঙ্গালুরু শহরের আকাশ আজ মেঘলা থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে থাকছে বজুবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গতকাল কলকাতায় ঝড়-বৃষ্টির জন্য খেলা ব্যাহত হয়েছিলো। বেঙ্গালুরুতেও তেমনটা হয় কিনা তা নিয়ে রয়েছে আশঙ্কা। আবহাওয়াবিদ্দের মতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রী থাকার সম্ভাবনা। বেঙ্গালুরুতে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৯ শতাংশ থাকার সম্ভাবনা। খেলা চলাকালীন বেঙ্গালুরুতে আজ বায়ুপ্রবাহের গতিবেগ ১০ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-
ফাফ দু প্লেসি (অধিনায়ক) ✈, বিরাট কোহলি, উইল জ্যাকস ✈, রজত পতিদার, ক্যামেরন গ্রিন ✈, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), স্বপ্নীল সিং, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, লকি ফার্গুসন ✈।
বিকল্প- বিজয়কুমার বৈশাখ, মহীপাল লোমরোর, মায়াঙ্ক ডাগর, সুয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত।
দিল্লী ক্যাপিটালস (DC)-
জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈, পৃথ্বী শ, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), শে হোপ ✈, ট্রিস্টান স্টাবস ✈, অক্ষর প্যাটেল (অধিনায়ক), গুলবদন নাইব ✈, কুলদীপ যাদব, মুকেশ কুমার, খলিল আহমেদ, ঈশান্ত শর্মা।
বিকল্প- রসিক দার সালাম, সুমিত কুমার, ললিত যাদব, ডেভিড ওয়ার্নার, কুমার কুশাগ্র।
RCB vs DC, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- বিরাট কোহলি, জেক ফ্রেজার ম্যাকগার্ক, রজত পতিদার, ট্রিস্টান স্টাবস
অলরাউন্ডার- অক্ষর প্যাটেল
উইকেটরক্ষক- দীনেশ কার্তিক, অভিষেক পোড়েল
বোলার- মুকেশ কুমার, খলিল আহমেদ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ
অধিনায়ক- বিরাট কোহলি
সহ-অধিনায়ক- জেক ফ্রেজার ম্যাকগার্ক
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: “রোহিতের জন্যই সুযোগ পেয়েছে হার্দিক…” ভারতীয় স্কোয়াড নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য বিশ্বকাপজয়ী অধিনায়কের !!