গত বছর আইপিএলে (IPL 2026) প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন সার্থক করেন বিরাট কোহলি (Virat Kohli)। আবেগে কান্নায় ভেঙে পড়েন এই তারকা ক্রিকেটার। দীর্ঘদিনের ভক্তদের আশাও পূর্ণ হয়। টুর্নামেন্টেও নিজেদের দাপট বজায় দেখতে মরিয়া আরসিবি (RCB)। তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে দলে খুব একটা বড়ো বদল করতে চাইছেন না কর্মকর্তারা। এর মধ্যেই এই দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মহিলাদের বিরক্ত করার অভিযোগ সামনে উঠে এল।
Read More: রাহুলের ম্যাচ জয়ী বাউন্ডারিতে অনুষ্কা শর্মার নাচ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
RCB তারকার বিরুদ্ধে অভিযাগ-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলে প্রতিবছর অসংখ্য তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যায়। শেষ মেগা নিলামে ২০ বছর বয়সী স্বস্তিক চিকারাকে (Swastik Chikara) দলে নিয়েছিল আরসিবি। গত বছর ট্রফি জয়ী দলের অংশ ছিলেন তিনি। কিন্তু এই বছর তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মিনি নিলামে অবিক্রিত থেকে গেছেন স্বস্তিক। এর মধ্যেই তার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ সামনে এল।
রাধিকা শর্মা নামে এক মহিলা ব্যাঙ্গালুরুর এই প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কিছু চ্যাটের স্ক্রিনশট সামনে এনেছেন। মহিলাটি অভিযোগ করেছেন যে তাকে সোশ্যাল মিডিয়ায় বারবার মেসেজ করে ক্যাফেতে দেখা করার জন্য চাপ দিচ্ছেন তিনি। কানপুরের একটি শপিং মলে প্রথম তাদের দেখা হয়। স্বস্তিক নাকি নিজে থেকে রাধিকা এবং তার এক বন্ধুর সঙ্গে আলাপ করার চেষ্টা করেন। পরে সোশ্যাল মিডিয়ায় বারবার অপ্রাসঙ্গিক ম্যাসেজ করে বিরক্ত করেন বলেই অভিযোগ তোলা হচ্ছে। সেই চ্যাটের স্ক্রিনশটগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন সেই স্ক্রিনশট-
বিপাকে আরও এক তারকা-

এর আগে গত বছর আইপিএলের ট্রফি জয়ী দলের পেসার যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছিল। তিনি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আইনি জটিলতার মধ্যে পড়েছেন। এক নাবালিকা তারকা ক্রিকেটারের বিরুদ্ধে মানসিক এবং শারীরিকভাবে অভিযোগ সামনে আনেন। প্রায় আড়াই বছর ধরে তিনি জয়পুরে এবং কানপুরের বিভিন্ন হোটেলে ডেকে ধর্ষণ করেছেন বলে খবর সামনে আসে।
এই ঘটনায় যশ দয়ালের আগাম জামিনের আবেদন বাতিল হয়ে গেছে। ফলে যেকোনো সময় গ্ৰেফতার হতে পারেন এই তারকা পেসার। তিনি আইনি জটিলতার মধ্যে পড়লে তা আরসিসি দলেও প্রভাব পড়তে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এখনও পর্যন্ত যশ ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে ৪৩ ম্যাচে মোট ৪১ টি উইকেট সংগ্রহ করেছেন।