১৮ বছরের অপেক্ষা শেষে গত ৩ জুন আইপিএল জিতেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম তাদের উপহার দিয়েছিলো এক স্বপ্নপূরণের রাত। সমর্থকদের সাথে সাফল্য ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মকর্তারা। ঠিক হয়েছিলো ৪ তারিখ বেঙ্গালুরুতে ক্রিকেটারদের উপস্থিতিতেই হবে ট্রফি সেলিব্রেশন। অনুষ্ঠানে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিলো চিন্নাস্বামী স্টেডিয়ামকে। কিন্তু মাত্র কয়েক ঘন্টার নোটিসে এত বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা যে ঝুঁকিসাপেক্ষ তা সম্ভবত ভুলে গিয়েছিলেন বেঙ্গালুরু (RCB) টিম ম্যানেজমেন্ট। যার ফলে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। ৩৫০০০ দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামে প্রবেশের জন্য ভীড় জমিয়েছিলেন কয়েক লক্ষ আরসিবি ভক্ত। শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ লাঠি চালালে শুরু হয় হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। আহত হন অনেকে।
Read More: এগিয়ে আসে নি কোনো সংস্থাই, এশিয়া কাপে স্পন্সর ছাড়াই মাঠে নামছে টিম ইন্ডিয়া !!
যন্ত্রণার কথা জানালেন বিরাট-

পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনায় আইনি জটিলতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দুর্ঘটনার দিনই কাব্বন পার্ক থানায় ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। অভিযোগপত্রে নাম ছিলো অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেইনমেন্ট সংস্থারও। তদন্তে নেমে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং হেড নিখিল সোসালে ও ডিএনএ এন্টারটেইনমেন্টের তিন কর্তাকে গ্রেফতার করে পুলিশ। আরসিবি কর্তা রাজেশ মেননের খোঁজে বেঙ্গালুরুর ইন্দিরানগর অঞ্চলে তাঁর বাসভবনে হানা দিয়েছিলো তদন্তকারী দল। ঘটনায় নাম জড়িয়ে গিয়েছিলো বিরাট কোহলিরও (Virat Kohli)। আরসিবি’র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করার একটি ভিডিও ক্লিপিং-এর প্রসঙ্গ টেনে অভিযোগ দায়ের করেছিলেন এক সমাজকর্মী। দুর্ঘটনায় প্ররোচনা দিয়েছেন ক্রিকেট তারকা, দাবী করেছিলেন তিনি।
চিন্নাস্বামী বিপর্যয়ের পর কেটে গিয়েছে প্রায় তিন মাস। এতদিন গোটা বিষয়টি নিয়ে কার্যত ‘চুপ’ই থাকার পর অবশেষে প্রতিক্রিয়া দিয়েছেন বিরাট কোহলি। তাঁর আবেগঘন বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিরাট (Virat Kohli) জানিয়েছেন, “৪ঠা জুনের হৃদয়বিদারক ঘটনার জন্য কোনোরকম ভাবেই জীবন আমাদের প্রস্তুত করে তুলতে পারে না। যেটা আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিলো সেটাই পর্যবসিত হয় বিপর্যয়ে। যাঁদের সেদিন আমরা হারিয়েছিলাম, আমি তাঁদের পরিবার-পরিজনদের কথা ভাবছি। ওনাদের জন্য প্রার্থনা করছি। সেদিন আমাদের যে সমর্থকেরা আহত হয়েছিলেন, প্রার্থনা করেছি তাঁদের জন্যও। আপনাদের ক্ষতি এখন আমাদের কাহিনীর অংশ। একসাথে সতর্কতা, সম্মান ও দায়িত্ববোধকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব।”
দেখে নিন RCB-র পোস্ট’টি-
“Nothing in life really prepares you for a heartbreak like June 4th. What should’ve been the happiest moment in our franchise’s history… turned into something tragic. I’ve been thinking of and praying for the families of those we lost… and for our fans who were injured. Your… pic.twitter.com/nsJrKDdKWB
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 3, 2025
প্রতিক্রিয়া দিয়েছেন পাটিদার’ও-

রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কেভিন পিটারসেন, ড্যানিয়েল ভেত্তরি বা বিরাট কোহলিরা (Virat Kohli) যা পারেন নি তা করে দেখিয়েছেন রজত পাটিদার (Rajat Patidar)। তাঁর নেতৃত্বেই দীর্ঘদিনের ট্রফিখরা কাটিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু চিন্নাস্বামী বিপর্যয় সেই সাফল্যের স্বাদ ভালো ভাবে দেখে দেখতে দেয় নি তাঁকে। সমর্থকদের উদ্দেশ্যে আবেগবিহ্বল রজত জানিয়েছেন, “আরসিবি’র হয়ে যখনই মাঠে নামি, আমার মধ্যে যে প্যাশনটা থাকে তা আসে আপনাদের থেকে। আসে আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও অটুট সমর্থন থেকে। আপনারা সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের আমি জানাতে চাই যে আমরাও আপনাদের পাশে আছি। আমাদের মননে, আমাদের প্রার্থনায় আপনারা সবসময় রয়েছেন। একে-অপরকে সঙ্গে নিয়েই আমরা ফের নিজেদের শক্তি খুঁজে নেব।”
Also Read: TOP 3: জাতীয় দলে ব্রাত্য শ্রেয়স আইয়ার, এই তিন কারণেই টেস্ট ও টি-২০তে পাচ্ছেন না সুযোগ !!