বিশ্ব মঞ্চে ভারতীয় ক্রিকেটের সাফল্যে উচ্ছ্বসিত ভক্তরা। বিসিসিআই (BCCI) পুরুষ এবং মহিলা দুই ক্রিকেটকেই গুরুত্বের সঙ্গে দেখছেন। প্রতি বছর দেশে অনুষ্ঠিত হওয়া আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে ক্রিকেটে আগ্রহ বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই টুর্নামেন্টে অসংখ্য তারকা ক্রিকেটার অংশগ্রহণ করছেন। এই বছর প্রথমবারের মতো আইপিএলে ট্রফি জয় করে চর্চায় উঠে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। এই ফ্র্যাঞ্চাইজির মহিলা ক্রিকেট দলও রয়েছে। আগামী মরসুমের আগেই এবার রিটেনশন তালিকা প্রকাশ করল বেঙ্গালুরু।
Read More: “সূর্যকুমারকেও ৩০ ম্যাচে নিষিদ্ধ করা হোক”, হারিস রাউফের ব্যান নিয়ে জয় শাহকে তোপ, পাক তারকার !!
RCB’এর রিটেনশন তালিকা প্রকাশ-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলা প্রিমিয়ার লিগেও যথেষ্ট জনপ্রিয় একটি দল। পুরুষদের আগে তারা গত বছর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর ভারতীয় মহিলা ক্রিকেটাররা বিশ্বকাপ জয় করার পর ডব্লিউপিএলের (WPL 2026) জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই রিটেনশন তালিকা প্রকাশ করল আরসিবি (RCB)। তারা আগামী মরসুমের জন্য চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে।
প্রথমেই রয়েছেন তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তাকে ৩.৫ কোটি টাকার বিনিময়ে ধরে রাখা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন রিচা ঘোষ (Richa Ghosh)। তার জন্য দল ধার্য করেছে ২.৭৫ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা এলিস পেরি (Ellyse Perry)। তার সঙ্গে ২ কোটি টাকার বিনিময়ে চুক্তির সময় বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চতুর্থ পছন্দ হিসাবে শ্রেয়াঙ্কা পাতিলকে (Shreyanka Patil) ৬০ লক্ষ টাকার বিনিময়ে ধরে রেখেছে।
দুরন্ত ফর্মে স্মৃতি-রিচা-

এই বছর মহিলাদের বিশ্বকাপে (Women’s ODI WC 2025) দুরন্ত ফর্মে ছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। টুর্নামেন্টে তার কাছ থেকে আসে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস। তিনি লিগ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৯৫ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। এছাড়াও ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে সাহায্য করেন এই তারকা। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন স্মৃতি। ৯ ম্যাচে সংগ্রহ করেছিলেন ৪৩৪ রান।
এর সঙ্গেই ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন রিচা ঘোষ (Richa Ghosh)। নিচের দিকে ব্যাটিং করতে নেমে জ্বলে উঠেছিলেন তিনি। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে নজর কেড়েছেন এই বঙ্গ তনয়া। উল্লেখ্য রিচা এই বছর বিশ্বকাপে ৮ ম্যাচে ২৩৫ রান সংগ্রহ করেছিলেন। তার ব্যাট থেকে এসেছে মোট ১২ টি ছয়।
WPL 2026’এর রিটেনশন তালিকা-
মুম্বাই ইন্ডিয়ান্স- হরমনপ্রীত কৌর, অমনজোত কৌর, ন্যাট সাইভার-ব্রান্ট, হেইলি ম্যাথিউস, জি কমলিনী
দিল্লি ক্যাপিটালস- জেমিমা রড্রিগেজ, শেফালি বর্মা, মারিজান ক্যাপ, অ্যানাবেল সাদারল্যান্ড, নিকি প্রসাদ
গুজরাট টাইটান্স- অ্যাশলে গার্ডেনার, বেথ মুনি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, এলিস পেরি, শ্রেয়ঙ্কা পাতিল
ইউপি ওয়ারিয়ার্জ- শ্বেতা শেরাওয়াত