rcb-reject-manoj-bhandage-shines

সতেরো বছর আইপিএলে অংশ নিয়ে আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এখনও পর্যন্ত ট্রফির স্বাদ আর পাওয়া হয়ে ওঠে নি তাদের। বরাবর মহাতারকায় পরিপূর্ণ দল বানিয়েছে তারা। বিরাট কোহলি (Virat Kohli), ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসনের মত টি-২০র দিকপাল সব খেলোয়াড়দের দেখা গিয়েছে বেঙ্গালুরু স্কোয়াডে। কিন্তু তীরে এসে বারবার ডুবেছে তরী। ২০২৪ আইপিএলেও একটা সময় পিছিয়ে পড়ার পর দারুণ কামব্যাক করেছিলো তারা। কিন্তু প্লে-অফের ছাড়পত্র পেলেও এলিমিনেটর থেকে ছিটকে যেতে হয়েছিলো। দেড় দশকের বেশী সময় ধরে RCB-র সমস্যার অন্যতম কারণ অতিরিক্ত তারকা নির্ভরতা ও তরুণ তুর্কিদের উপর সঠিক বিনিয়োগ না করা, এমন অভিযোগ উঠেছে আগেও। সম্প্রতি মনোজ ভাণ্ডাগের পারফর্ম্যান্স, সেই অভিযোগেই যেন সিলমোহর দিলো।

Read More: ৬, ৬, ৬, ৪, ৪…অনবদ্য ঈশান কিষণ, প্রত্যাবর্তন ম্যাচেই করলেন ধুন্ধুমার শতরান !!

মহারাজা ট্রফিতে দুরন্ত ছন্দে মনোজ-

Manoj Bhandage | RCB | Image: Twitter
Manoj Bhandage | Image: Twitter

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) একটি ম্যাচেও মাঠে নামায় নি মনোজ ভাণ্ডাগে’কে (Manoj Bhandage)। মিডল অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও তাঁকে গোটা মরসুমটাই কাটাতে হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। বড় মঞ্চে দাগ কাটার সুযোগ না এলেও হারিয়ে যান নি তিনি। কর্ণাটকের তরুণ সাড়া ফেলে দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের আঙিনায়। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) আয়োজিত মহারাজা ট্রফিতে (Maharaja Trophy) ঝড় তুলেছেন বছর ২৫-এর তরুণ। তিনি খেলছেন মাইশোর ওয়ারিয়ার্সের (MW) হয়ে। নামছেন লোয়ার অর্ডারে। এখনও অবধি তাঁর দল মাঠে নেমেছে দু’টি ম্যাচে। একটি জয় ও একটি হার-সহ আপাতত তারা রয়েছে লীগ তালিকায় তৃতীয় স্থানে। দুটি ম্যাচেই ব্যাট হাতে নজর কেড়ে নিয়েছেন মনোজ।

প্রথম খেলাটি ছিলো গত বৃহস্পতিবার, অর্থাৎ ১৫ অগস্ট। মাইশোর ওয়ারিয়ার্স (MW) মুখোমুখি হয়েছিলো শিভামোগগা লায়ন্সের। প্রথমে টস জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় লায়ন্স’রা। রান পান নি অধিনায়ক করুণ নায়ার। বেশ চাপেই ছিলো ওয়ারিয়ার্স শিবির। নয় নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মনোজ ভাণ্ডাগে (Manoj Bhandage)। মাত্র ১৬ বলে তিনি করেন ৪২* রান। তাঁর বিস্ফোরক ইনিংস মাইশোরকে পৌঁছে দেয় ১৫৩ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শিভামোগগা ৯ ওভারে থামে ৫ উইকেটের বিনিময়ে ৮০ রানে। ভিজেডি মেথডে ৭ রানের ব্যবধানে জেতে মাইশোর। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু ব্লাস্টার্সের বিপক্ষেও একই রকম ধারালো ছিলো মনোজের (Manoj Bhandage) ব্যাট। আটে নেমে ৩৩ বলে ৫৮* করেন তিনি। মারেন ৫টি চার ও ৩ ছক্কা। বোলিং ব্যর্থতায় অবশ্য ম্যাচ হাতছাড়া হয়।

মনোজ ভাণ্ডাগের কেরিয়ার পরিসংখ্যান-

Manoj Bhandage | RCB | Image: Twitter
Manoj Bhandage | Image: Twitter

বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির (RCB) হয়ে একটিও ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে টি-২০ ও লিস্ট-এ, দুই ফর্ম্যাটেই মাঠে দেখা গিয়েছে মনোজ ভাণ্ডাগে’কে (Manoj Bhandage)। ১৪টি লিস্ট-এ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩৫ রান। ব্যাটিং গড় ২৬.১১। অর্ধশতকের সংখ্যা ১। সর্বোচ্চ ৬৩। একইসাথে ডান হাতি মিডিয়াম পেস বোলিং করে ১০টি উইকেটও নিয়েছেন তিনি। অন্যদিকে টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২১টি সরকারী ম্যাচ খেলেছেন তিনি। ১০ ইনিংসে ২১.৫৭ গড়ে করেছেন ১৫১ রান। সর্বোচ্চ ৪১। স্ট্রাইক রেট ১৪৩-এর কাছাকাছি। নিয়েছেন ১১টি উইকেট। আগামীতে লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে তিনি যে তারকাখচিত কর্ণাটক দলের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন, সে ব্যাপারে নিঃসন্দেহ ক্রিকেটবোদ্ধারা।

Also Read: IPL শুরুর আগে বড় ঘোষণা RCB’র, নোরা ফতেহি’কে দিচ্ছে চিয়ারলিডার হিসেবে এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *