বিরাট কোহলিকে বাদ দিলেই 'পানতি' তকমা ঘুচবে RCB'র, ১৭ বছরের অপেক্ষা শেষে জিতবে IPL !! 1

সমাপ্ত হয়েছে আইপিএলের ১৭ টি সিজন। তবুও এখনও পর্যন্ত আইপিএল ট্রফি ছুঁয়ে দেখতে পারলেন না বিরাট কোহলিরা (Virat Kohli)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে ১৭ বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে খেলে আসছেন বিরাট কোহলি। আইপিএল ইতিহাসের সর্বাধিক ব্যক্তিগত রান বানিয়েছেন কোহলি নিজেই। দলের হয়ে সর্বদাই সবটুকু দিয়ে থাকেন বিরাট। তবুও ট্রফির দেখা নাই ব্যাঙ্গালুরু শিবিরে, ১৮ তম বর্ষে আইপিএল পা দেওয়ার আগেই ব্যাঙ্গালুরু টিম ম্যানেজমেন্টকে বড় সিদ্ধান্ত নিতে হবে। তাদেরকে দলের সেরা খেলোয়াড় বিরাট কোহলিকেই (Virat Kohli) বাদ দিতে হবে, তাহলেই কপাল খুলবে ব্যাঙ্গালুরু ফ্রাঞ্চাইজির।

কোহলিকে বাদ দিলেই ট্রফি আসবে ব্যাঙ্গালুরুর ঘরে

virat kohli
Virat Kohli | Image: Twitter

আইপিএল ইতিহাসের শক্তিশালী দল হিসেবে সর্বদাই পরিচিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। নামি দামি প্লেয়ারদের নিয়ে দল গঠন করার পরেও দলের পারফরম্যান্স কখনও ট্রফি জয়ের মতন হয়ে ওঠেনি। মোট তিনটি ফাইনাল খেলেছে ব্যাঙ্গালুরু তবুও একটিতেও জয় ছিনিয়ে নিতে পারেনি দলটি। তাছাড়া বিরাট কোহলির হাতেও ব্যাঙ্গালুরু দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, আর তার নেতৃত্বেই ২০১৬ সালে আট বছর আগে শেষবার ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু। এরপর ২০২১ সালে দলের পারফরমেন্স দেখে দলের ক্যাপ্টেনসি ছাড়ার কথা ঘোষণা করেন কোহলি।

Read More: “RIP… English..”, ICC’র চেয়ারম্যান হতেই ইংরেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড জয় শাহ !!

এই মুহূর্তে বেঙ্গালুরু দলের পানতি হিসেবে বিরাট কোহলিকে মনে করছেন ভক্তরা। তাদের মতে কোহলিকে বাদ দিলেই ট্রফি আসবে ব্যাঙ্গালুরুর কেবিনেটে। আসলে দীর্ঘ ১৭ বছর ধরে আইপিএলে বিরাট কোহলি (Virat Kohli) হলেন একমাত্র ব্যাটসম্যান যিনি ৮ হাজারের বেশি রান বানিয়েছেন একটি ফ্রাঞ্চাইজের হয়ে। ৩৫ বছর বয়সী বিরাট কোহলি ২৫২ টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরুর জার্সিতে, ৩৮.৬৭ গড়ে ও ১৩১.৯৭ স্ট্রাইক রেটে বিরাট কোহলি ৮০০০৪ রান বানিয়েছেন। পাশাপাশি আইপিএল ইতিহাসের সর্বাধিক শত রান (৮) তার ব্যাট থেকেই এসেছে। তাছাড়া ৫৫ বার অর্ধশত রানের গন্ডি পার করেছেন বিরাট। দলের হয়ে সবসময় সর্বস্ব দিয়ে থাকেন কোহলি, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি ফ্রাঞ্চাইজির জন্য যে অবদান রেখেছেন তার ফলে তাকে দল থেকে বাদ দেওয়ার কোনো ভুল ভাবনা মাথায় আনতে চাইবে না ফ্রাঞ্চাইজি।

Read Also: Virat Kohli: ট্রফি জিততে মরিয়া RCB, বিরাট কোহলির শিষ্যকে দেওয়া হচ্ছে দলের অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *