নিলামের আগে দুর্দান্ত চাল দিলো বেঙ্গালুরু, কার্তিকের বদলি হিসেবে নিচ্ছে MS ধোনির শিষ্য’কে !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দীর্ঘ ১৭ বছরের যাত্রায় এখনও পর্যন্ত ট্রফি না জিতলেও দলের জনপ্রিয়তা এক বিন্দুও কমেনি। গত মৌসুমে এক দুর্দান্ত ফাইট ব্যাক দেখিয়েছিল ব্যাঙ্গালুরু দল। প্রথম নয় ম্যাচে কেবলমাত্র একটি জয় পেয়েছিল বেঙ্গালুরু তবে শেষ সাতটি ম্যাচে তারা সাতটিতেই জয় ছিনিয়ে নেয় এবং প্লে অফের জন্য কোয়ালিফাই করে। তবে প্লে অফের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে পরাস্ত হয়ে আইপিএল ২০২৪ থেকে বিদায় নিতে হয়েছিল বেঙ্গালুরু দলকে।

আইপিএল থেকে বিদায় নিয়েছেন কার্তিক

Dinesh Karthik, ipl 2024
Dinesh Karthik | Image: Getty Images

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের (RCB) ফিনিশার দিনেশ কার্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়েছেন। আর এই অবসর নেওয়ার পরেই বেঙ্গালুরু দলের ফিনিশারের অভাব দেখা যাচ্ছে। ২০২২ সালে মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দীনেশ কার্তিককে (Dinesh Karthik) দলে সামিল করে। পরপর তিন বছর দলের হয়ে অসাধারণ ফিনিশিং করেছেন কার্তিক। তিনি ২০২৪ সালের আইপিএলের প্লে অফের মঞ্চে তার আইপিএল ক্যারিয়ারের অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন যার ফলে তার বদলি হিসেবে বেঙ্গালুরু দলকে অন্য এক খেলোয়াড়ের খোঁজ করতে হবে।

Read More: সূর্যকুমার নয় বরং রোহিত শর্মাকে আগামী IPL’এর জন্য ক্যাপ্টেন করলো KKR, চমকে দিল সকলকে !!

ধোনির শিষ্য নেবেন এন্ট্রি

Ishan Kishan,rcb
Ishan Kishan | Image: Getty Images

প্রসঙ্গত দীনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন। আর দীনেশ কার্তিকের বিকল্প হিসেবে একজন উইকেট রক্ষক ফিনিশারকে খোঁজ করতে চাইবে ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরু দলের লক্ষ্য হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শীর্ষ। তিনিও ধোনির মতন উইকেট রক্ষক এবং তার ধোনির মতন ফিনিশিং করার ক্ষমতা আছে তার কাছে। প্রসঙ্গত তিনি হলেন ভারতীয় দলের পকেট ডিনামাইট ঈশান কিষান (Ishan Kishan) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল। তাকে কেনার জন্য প্রস্তুত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেনিং এর ভূমিকা পালন করতেন।

তবে প্রথমে মুম্বাই দলে যখন তিনি ঢোকেন তখন মিডিল ওর্ডারে ব্যাটিং করতেন ঈশান সেখান থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি আর সেই সূত্রেই ব্যাঙ্গালুরু দলের ভূমিকা তিনি পালন করতে পারেন। তিনি আইপিএলে ১০৫টি ম্যাচ খেলেছেন যেখানে ২৮.৪৩ গড়ে এবং ১৩৫.৮৭ স্ট্রাইক রেটে ২৬৪৪ রান বানিয়েছেন।

Read Also: বিরাট কোহলিকে বাদ দিলেই ‘পানতি’ তকমা ঘুচবে RCB’র, ১৭ বছরের অপেক্ষা শেষে জিতবে IPL !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *