IPL 2025: গত সতেরো বছরের মধ্যে নয় বার শেষ চারে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ফাইনাল খেলছে তিন বার। কিন্তু আইপিএল (IPL) খেতাব একবারও জিততে পারেন নি বিরাট কোহলিরা। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স থেকে ডেল স্টেইন-সীমিত ওভারের ক্রিকেটের একঝাঁক নামিদামী তারকা বিভিন্ন সময়ে গায়ে চাপিয়েছেন বেঙ্গালুরুর (RCB) জার্সি। কিন্তু সাফল্য আর কেউই এনে দিতে পারেন নি তাদের। তীরে এসে বারবার ডুবেছে তরী। এবার এখনও পর্যন্ত দারুণ ক্রিকেট উপহার দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। লীগ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে তারা। সুযোগ রয়েছে আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ের মধ্যে শেষ করারও। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকেরা। কিন্তু ইতিহাস রীতিমত আশঙ্কায় রেখেছে তাদের।
Read More: চরম শিক্ষা পেল KKR, পরের মৌসুমে এই খেলোয়াড়কে করবে আউট !!
নক-আউটে RCB-র পরিসংখ্যান ভালো নয়-

২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএলের (IPL) ফাইনাল খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ডেকান চার্জার্সের (DCH) বিরুদ্ধে হারতে হয়েছিলো। দ্বিতীয়বার তাদের পরাস্ত করে চেন্নাই সুপার কিংস (CSK)। ২০১৬ তে ‘ফেভারিট’ হিসেবে মাঠে নেমেছিলেন বিরাট’রা। ম্যাচের অধিকাংশ সময়েই এগিয়েও ছিলো আরসিবি। কিন্তু শেষমেশ বেন কাটিং-এর এক অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে ট্রফি জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। এর আগে যে নয় বার প্লে-অফে উঠেছে আরসিবি, তার মধ্যে ছয় বার অবশ্য ফাইনালের আগেই গতিরোধ হয়েছে তাদের। সাম্প্রতিক ফলাফলের দিকে তাকিয়েও এবারও একই ভবিতব্যের আশঙ্কা করছেন সমর্থককূল। তাঁদের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজির গায়ে সেঁটে যাওয়া ‘চোকার্স’ তকমাটি।
২০২২-এ চতুর্থ হয়ে প্লে-অফে গিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। ইডেনে এলিমিনেটর ম্যাচে তারা মুখোমুখি হয়েছিলো তৃতীয় স্থানে থাকা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের। রজত পাটিদারের দুরন্ত শতরানে সুপারজায়ান্টসদের রীতিমত গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয় এলিমিনেটরে পা রেখেছিলো তারা। আহমেদাবাদে রাজস্থান রয়্যালসকে (RR) পরাজিত করতে পারলে চতুর্থ বারের জন্য ফাইনাল খেলতে পারত বেঙ্গালুরু। কিন্তু স্তব্ধ হয়ে যায় তাদের বিজয়রথ। জস বাটলারের (Jos Buttler) ধুন্ধুমার ব্যাটিং-এর কোনো জবাবই সেদিন দিতে পারেন নি ফাফ দু প্লেসি, বিরাট কোহলিরা। ২০২৩-এ লীগ পর্বের শেষ ম্যাচটি জিতলে প্লে-অফে পৌঁছতে পারত আরসিবি। কিন্তু তারা হেরে বসে গুজরাতের (GT) বিরুদ্ধে। ২০২৪-এ শেষ ছয়টি ম্যাচে পরপর জিতে নক-আউটে পা রেখেছিলেন বিরাটরা। ফের তাদের ‘পথের কাঁটা হয়ে ওঠে রাজস্থানই। ছিটকে যেতে হয় এলিমিনেটর থেকেই ।
পরাজয়কে স্বাগত জানালেন জিতেশ-

গত শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষে পা রাখার সুযোগ ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারে নি তারা। ‘অরেঞ্জ আর্মি’র তোলা ২৩১-এর জবাবে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে যায় ১৮৯ রানেই। একটা সময় ৩ উইকেটের বিনিময়ে ১৭৩ রান ছিলো তাদের স্কোরবোর্ডে। শেষ ছয় উইকেটের পতন হয় ১৬ রানের মধ্যেই। নক-আউট পর্বের ঠিক আগে এই ফলাফলকে সমর্থকেরা বিপর্যয় বলে মনে করলেও তা মানতে রাজী নন বেঙ্গালুরুর কার্যনির্বাহী অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma)। খেলা শেষে তিনি জানান, “কখনও কখনও পরাজয় ভালো কিছুর ইঙ্গিত দেয়। কারণ আপনার সামনে ভুলত্রুটিগুলো বিশ্লেষণের সুযোগ আসে। সবাই যে অবদান রাখছে সেটা ইতিবাচক দি। এই হারের পর আমরা আত্মসমীক্ষা করব এবং সামনে এগিয়ে যাব।”
Also Read: IPL 2025: ধুন্ধুমার ব্যাটিং সমীর রিজভি’র, দিল্লীর বিরুদ্ধে হেরে লীগ শীর্ষে পৌঁছানোর সুযোগ হারালো পাঞ্জাব !!