TOP 3: এই ৩ তারকাকে মিনি নিলামে টার্গেট করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু !! 1

১) পৃথ্বী শ-

prithvi-shaw-seeks-noc-from-mumbai
Prithvi Shaw | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) টপ অর্ডার শক্তিশালী। কিন্তু তাদের ব্যাটিং অর্ডারে এমন একজন ব্যাটসম্যানের প্রয়োজন আছে যিনি মাঝের ওভারগুলিতে স্পিনারদের বিরুদ্ধে মোকাবিলা করতে পারবেন এবং সেই সঙ্গে তিনি ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে জয় এনে দিতে পারবেন। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পৃথ্বী শ (Prithvi Shaw) অন্যতম টার্গেট হতে পারে আরসিবির। সম্প্রতি মেগা নিলামে অবিক্রিত ছিলেন এই তারকা। তবে বর্তমানে আবারও কামব্যাক করার চেষ্টা করছেন।

সুযোগ পেলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। পৃথ্বী ওপেনিং করলেও ৩ বা ৪ নম্বর স্থানে খেলিয়ে চমক দিতে পারে আরসিবি। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত আইপিএলে ৭৯ ম্যাচে ১৮৯২ রান সংগ্রহ করেছেন। এই টুর্নামেন্টে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৭.৫।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *