এই বছর আইপিএলে (IPL 2025) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। বিরাট কোহলির (Virat Kohli) এই টুর্নামেন্টে দীর্ঘদিনের ট্রফি ছোঁয়ার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়। আবেগে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই তারকা ক্রিকেটারকে। অন্যদিকে আগামী মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন আরসিবি কর্মকর্তারা। তারা ইতিমধ্যেই লিয়াম লিভিংস্টোন (Liam Livingston), লুঙ্গি এনগিডির (Laungi Ngidi) মতো তারকাদের ছেড়ে দিয়েছে। বর্তমানে তাদের পার্সে রয়েছে ১৬.৪ কোটি টাকা। আসন্ন মিনি নিলামের রয়্যাল চ্যালেঞ্জার্স এই তিনজন ক্রিকেটারকে টার্গেট করতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
Read More: সৌরভ গাঙ্গুলীর দিকে উড়ে এল খালি বোতল, যুবভারতীতে একটুর জন্য বাঁচলেন মহারাজ !!