আইপিএলের (IPL) একদম গোড়া থেকে টুর্নামেন্টের সাথে জড়িত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০০৮ সালে ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার প্রথম ম্যাচটিতেই অংশ নিয়েছিলো তারা। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে সতেরোটা মরসুম। চার বার ফাইনালে পা দিলেও ট্রফির স্বাদ আর পায় নি রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসনের মত টি-২০ দুনিয়ার মহাতারকারা গায়ে চাপিয়েছেন আরসিবি জার্সি। কিন্তু তাঁদের পক্ষেও ‘গার্ডেন সিটি’কে একটি খেতাব উপহার দেওয়া সম্ভব হয় নি। সতেরো বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে ২০২৫ সালে নতুন করে ইতিহাস লেখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। তারা পাশে পাচ্ছে সমর্থকদেরও। প্রিয় দলের সাফল্য চেয়ে মহাকুম্ভেও হাজির এক আরসিবি (RCB) অনুরাগী।
Read More: CT 2025: “খেতাবের দাবীদার ভারত…” চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভের, চিন্তিত নন তারকাদের অফ ফর্ম নিয়ে !!
মহাকুম্ভেও RCB, ভাইরাল হলেন যুবক-
প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। প্রতি ১৪৪ বছরে একবার বসে এই মহাকুম্ভের আসর। কোটি কোটি পুণ্যার্থী জমায়েত হয়েছেন সেখানে। সাধু-সন্তদের ভীড়ে গমগম প্রয়াগরাজ। সেই ভীড়ের মাঝেই নজর কেড়ে নিলেন এক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) সমর্থক। প্রিয় দলের জার্সি গায়ে হাতে নিয়েই মহাকুম্ভের পুণ্যস্নান সারলেন তিনি। ত্রিবেণী সঙ্গমে একবার নয়, তিন বার ডুব দেন তিনি। ডুব দেওয়ার আগে এক সাধুর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা চালাতে দেখা যায় তাঁকে। হয়ত চেয়ে নেন প্রিয় দলের জন্য আশীর্বাদ। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করছেন বেঙ্গালুরু সমর্থকেরা। ঈশ্বরের আশীর্বাসে কাটবে ট্রফি খরা, আশায় অনেকে। সতেরো বছরে যা হয় নি, মহাকুম্ভের মাহাত্ম্যে অবশেষে তা সম্ভব হয় কিনা সেদিকেই এখন নজর সকলের।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও-
RCB fans with RCB Jersey at Mahakumbh in Prayagraj and praying for RCB wins the IPL Trophy. 🥹
KING KOHLI & RCB – THE EMOTIONS. ❤️
— Tanuj Singh (@ImTanujSingh) January 21, 2025
অধিনায়ক বিরাট? রয়েছে প্রশ্ন-
আগামী ২১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। এবার স্কোয়াডের পুরো খোলনলচেই বদলে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৪ ও ২৫ নভেম্বরে মেগা নিলাম থেকে তাঁরা দলে সামিল করেছে ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জেকব বেথেলদের। তারকাখচিত স্কোয়াডের অধিনায়ক কে হবেন তা নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। ২০২২ থেকে ২০২৪ অবধি দায়িত্ব সামলেছেন ফাফ দু প্লেসি। তাঁর বিদায়ের পর ফের একবার বিরাট কোহলির (Virat Kohli) শরণাপন্নই হবে আরসিবি? রয়েছে প্রশ্ন। ভাসছে রজত পতিদার বা ফিল সল্টের নাম’ও। অধিনায়ক প্রসঙ্গে মুখ কুলুপ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের (Andy Flower)। তবে ফিল সল্টের সাথে ওপেনার হিসেবে যে বিরাট কোহলি খেলবেন তা স্পষ্ট করেছেন তিনি।