জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। বাঁকি রয়েছে গ্রুপ পর্যায়ের মাত্র ১০ টি ম্যাচ। তবুও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে এখনো পর্যন্ত জানা যায়নি প্লে অফের জন্য কোয়ালিফাই করা দলগুলির নাম। দশটি দলের মধ্যে চারটি দল প্লেয়ারসের জন্য কোয়ালিফাই করবে। ইতিমধ্যেই পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স- এই দুটি দল আইপিএল ২০২৪’এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। দুই দলের পারফরমেন্স চলতি আইপিএলে ছিল খুবই সাধারণ। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স গত চার আইপিএলে কেবলমাত্র একটিবার প্লে অফে পৌঁছাতে পেরেছে।
রাজস্থানের উপর ভরসা থাকবে ব্যাঙ্গালুরুর

অন্যদিকে একটানা দশবার প্লে-অফে না পৌঁছানোর নতুন রেকর্ড গড়ে ফেলল পাঞ্জাব কিংস। এখনো পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১১ টি ম্যাচ খেলে ৮টি জয়ের সঙ্গে তারা ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস প্লে-অফের জন্য তাদের অংশীদারী পেশ করেছে। আগামীকাল বিকালের ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাই এর মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটি।
Read More: IPL 2024: “এবারই আমার শেষ…” রোহিতের মুম্বই ত্যাগ নিশ্চিত, হিটম্যানের গোপন কথোপকথন ফাঁস সোশ্যাল মিডিয়ায় !!
চেন্নাই এর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে জয়লাভ করে রাজস্থান প্লে-অফের জন্য টিকিট পাকা করতে চাইবে। রাজস্থানের জয়ে তাদের থেকে বেশি খুশি হবে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চলতি মৌসুমে প্রথম আট ম্যাচে তারা কেবলমাত্র একটি জয় পেয়েছিল, টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গিয়েছিল দলটি। তবে পরবর্তী চারটি ম্যাচে চারটি জয় নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় দশ পয়েন্টের সঙ্গে সপ্তম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)।
চেন্নাই হারলেই লক্ষীলাভ পাবে বিরাট’রা

ব্যাঙ্গালুরু দলের বাঁকি রয়েছে দুটি ম্যাচ, সেই দুটি ম্যাচে জয়লাভ করলেই শুধু হবে না। বাঁকি দলগুলির উপর নজর রাখতে হবে। বিশেষ করে, আগামীকাল প্রথম ম্যাচের উপরে নজর থাকবে কোহলি ব্রিগেডের। রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলেই ভাগ্য সুপ্রসন্ন হবে বিরাটদের। বর্তমানে চেন্নাই ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, রাজস্থানের বিরুদ্ধে আগামীকাল ম্যাচ হারলে ১২ পয়েন্টেই থাকবে চেন্নাই। আর তাতে সবথেকে বেশি লাভবান হবে ব্যাঙ্গালুরু দল, ব্যাঙ্গালুরু আগামীকাল দিল্লির মুখোমুখি হতে চলেছে, দিল্লির বিরুদ্ধে জয় সুনিশ্চিত করার পর শেষ ম্যাচে চেন্নাইকে পরাস্ত করে আইপিএলের প্লে-অফের জন্য কোয়ালফাই করতে চাইবে।