IPL 2024: রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে আজ নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RR vs RCB)। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের অনুশীলনের কথা ছিল, তবে মেগা ম্যাচের আগে সরকারিভাবে কোনও কারণ না জানিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে। তবে RCB’র আগে প্রতিপক্ষ দল রাজস্থান তাদের অনুশীলন সারে।
গতকাল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের ভিতর প্রথম কোয়ালিফায়ার হওয়ার জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাঙ্গালুরু বা রাজস্থান দলের পক্ষে প্র্যাকটিস করা সম্ভব হয়নি। পাশাপশি, ম্যাচের আগে অস্বাভাবিকভাবে সাংবাদিক সম্মেলনও বাতিল করা হয়।
Read More: রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগেই অবসর নিলেন দীনেশ কার্তিক, অন্ধকারে ডুবলো দল !!
বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে তৈরি হলো সংশয়
সূত্রের খবর অনুযায়ী, গুজরাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তাজনীত কারণে ব্যাঙ্গালুরু দলের প্র্যাকটিস ও সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়েছে। বিরাট কোহলির (Virat Kohli) নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজরাত পুলিশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পাশাপশি রাজস্থান রয়্যালস শিবিরকেও জানানো হয়েছিল এই সংশয়ের কথা। তবে ব্যাঙ্গালুরু দল তাদের অনুশীলন বাতিল করলেও রাজস্থান রয়্যালস তাদের অনুশীলন সেরেছে।
বিজয় সিংহ জোয়ালা নামে এক পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, “আমদাবাদে পৌঁছনোর পরেই কোহলি গ্রেফতারি সম্পর্কে জানতে পারেন। কোহলি হলেন দেশের সম্পদ। ওঁনার নিরাপত্তা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। RCB দল কোনো ঝুঁকি নিতে চায়নি এবং তারা অনুশীলন না করার সিদ্ধান্ত নেয়। রাজস্থানকেও একই তথ্য দেওয়া হয়েছিল, তবে ওদের অনুশীলন সারতে কোনো অসুবিধা ছিল না।”
অনুশীলন বাতিল করলো RCB
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর টিম হোটেলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দলের সদস্যদের জন্য আলাদা করিডর ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি হোটেলের কোনো বাঁকি সদস্যদের প্লেয়ারদের আশপাশে আসতে দেওয়া হচ্ছে না। তাছাড়া, রজাস্থান রয়্যালস দলকে গ্রিন করিডর ব্যবহার করে প্র্যাক্টিস মাঠে নিয়ে যাওযা হয়। টিম বাসের সামনে-পিছনে ছিল পুলিশের কনভয়। প্র্যাকটিস চলাকালীন চারিদিকে ছিল কড়া পুলিশি প্রহারা। রাজস্থানের অশ্বিন, চাহাল, রিয়ান পরাগরা অনুশীলনে না গিয়ে হোটেলে থাকার সিদ্ধান্ত নেন এমনকি ক্যাপ্টেন স্যামসন দেরি করেই অনুশীলনে পৌঁছান।