“বড় ম্যাচের প্লেয়ার…” বিশ্বকাপের আগেই ভোলবদল আম্বতি রায়ডুর, গাইলেন বিরাট কোহলির গুনগান !! 1

মাত্র একদিন বাদেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। এবার ২০ ওভারের ফরম্যাটে ভারতীয় দলকে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে ট্রফির খরা কাটাতে হবে। আর এই খরা কাটানোর মূল অস্ত্র হতে চলেছেন ভারতীয় দলের রান মেশিন বিরাট কোহলি (Virat Kohli)। রান মেশিন কিং কোহলি টি-টোয়েন্টি ফরম্যাটের এই বিশ্বকাপে সর্বাধিক রান বানিয়েছেন, পাশাপাশি দুইবার টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি।

সর্বদাই বড় মঞ্চে দলের হয়ে পারফরম্যান্স দেখিয়ে নিজের জাত চিনিয়েছেন বিরাট। এবার বিরাট কোহলির উপরেই ভরসা যোগাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বতি রায়ডু (Ambati Rayudu)। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে আম্বতি রায়ডুকে বিরাট কোহলির বিপক্ষে বেশ কয়েকটি বয়ান দিতে শোনা গিয়েছিল। আসলে আইপিএল ২০২৪ এর গ্রুপ পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় লেগের ম্যাচ।

Read More: “এইবার পথে এসো…” টি-২০ বিশ্বকাপের আগে কোহলির প্রশংসা করে নেটদুনিয়ার রোষের মুখে অম্বাতি রায়ুডু !!

আইপিএলে বিরাটকে নিয়ে কটাক্ষ করেন রাইডু

Virat Kohli, Ipl 2024
Virat Kohli | Image: Getty Images

প্লে-অফের জন্য যোগ্যতা অর্জনের এই ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং তাদের ১৩তম বার প্লে-অফ খেলার স্বপ্ন হয়েছিল চুরমার। আরসিবির বিরুদ্ধে চেন্নাই হারতেই ধারাভাষ্য দিতে থাকা আম্বতি রায়ডুর চোখে জল চলে আসে। যদিও, পরবর্তী সময়ে ব্যাঙ্গালুরু দল যখন এলিমিনেটরের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল তখন বেশ উচ্ছ্বাস করতে দেখা গিয়েছিল তাকে।

ব্যাঙ্গালুরু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরেই রাইডু সরাসরি আক্রমণ করেন রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হৃদয় বিরাট কোহলির উপর। কোহলিকে উদ্দেশ্য করে রাইডু বয়ান দিয়ে বলেন যে শুধুমাত্র অরেঞ্জ ক্যাপ জিতলেই আইপিএল ট্রফি জেতা যায় না। এ সম্পর্কে মন্তব্য করে তিনি আরও বলেন যে, “অরেঞ্জ ক্যাপ জিতলেই আইপিএল ট্রফি জেতা যায় না। প্রত্যেক প্লেয়ার এর থেকে ৩০০-৩৫০ রানের প্রয়োজন হয়।” তবে বিশ্বকাপ আসতে বা আসতেই ভোল পাল্টালেন রাইডু (Ambati Rayudu)।

বিশ্বকাপে কোহলির আগ্রাসন হতে চলেছে জয়ের চাবিকাঠি

Virat Kohli,
Virat Kohli | Image: Getty Images

বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে করে ফেললেন মস্ত বড় মন্তব্য। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বতি রায়ডু মনে করেন ভারতীয় দলের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন কোহলি এবং বড় ম্যাচে দলের ভরসাযোগ্য প্লেয়ার হয়ে উঠেবন তিনি। তিনি আরও জানান যে, “বিরাট কোহলি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবেন। তিনি বড় ম্যাচের খেলোয়াড়, ভারতীয় দলের হয়ে তার প্রদর্শন হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তার ব্যাটিং এবং তার আগ্রাসন হতে চলেছে বিশ্বকাপ জয়ে ভারতীয় দলের চাবিকাঠি।

Read Also: Virat Kohli: বিরাট কোহলি নন বরং এই প্লেয়ার বানাতে চলেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *