CSK-এর সঙ্গেই পাঙ্গা, ট্রেডের প্রস্তাব শুনেই ক্ষুব্ধ রবীন্দ্র জাদেজা !! 1

আসন্ন আইপিএল নিয়ে এখন বেশ চর্চা শুরু হয়েছে। আর মাত্র কয়েক দিনের মধ্যে এবারের আইপিএলের রিটেন লিস্ট জমা দিতে হবে। আর সেই রিটেন প্রক্রিয়ার আগে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এবং প্রথম আসরের শিরোপাজয়ী রাজস্থান রয়্যালস (RR) – এর মধ্যে বাণিজ্যিক চুক্তি (ট্রেড) নিয়ে বড় জল্পনা তুঙ্গে। তারকা খেলোয়াড় অদলবদল নিয়ে শুরু হয়েছে এই চর্চা। সূত্রের দাবি, চেন্নাই সুপার কিংস তাদের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) দিয়ে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে নিতে চায়। গত বার মেগা আইপিএলে দুই খেলোয়াড়েরই মূল্য ছিল ১৮ কোটি টাকা, এবং চুক্তিটি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে ক্রিকেট মহলে শোনা যাচ্ছে।

সঞ্জুর বদলে জাদেজাকে দলে চায় রাজস্থান রয়্যালস

Ruturaj and Jadeja, gambhir, সঞ্জু স্যামসন
Ruturaj Gaikwad and Ravindra Jadeja | Image: Getty Images

তবে এখানেই দেখা দিয়েছে বড় বাধা। রাজস্থান রয়্যালস সরাসরি অদলবদলে রাজি নয়, তারা নাকি জাদেজার সঙ্গে আরও একজন খেলোয়াড় দাবি করেছে। সূত্রের দাবি, রাজস্থান চুক্তিতে দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস-কেও অন্তর্ভুক্ত করতে চায়। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে চেন্নাই শিবিরে এন্ট্রি নিয়েছিলেন ব্রেভিস এবং মৌসুম জুড়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। যে কারণে, ব্রেভিসকে লম্বা সময়ের জন্য দলে শামিল করে রাখতে চায় চেন্নাই ব্রিগেড। তবে, রাজস্থান দল এবার জাদেজার সাথে ব্রেভিসকে দলে টানার সিদ্ধান্ত নিয়েছে।

Read More: মহিলা বলেই কি বৈষম্য? বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও ‘ভিক্টরি প্যারেড’ নিয়ে বিতর্কে BCCI !!

ব্রেভিস গত মৌসুমে গুরজপনীত সিংয়ের চোটের পর বদলি খেলোয়াড় হিসেবে চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে নিজের ছাপ ফেলেছেন এই তরুণ দক্ষিণ আফ্রিকান। তাছাড়া,  SA20 লিগের সাম্প্রতিক নিলামেও তিনি রেকর্ড দর পেয়েছেন, যা তার জনপ্রিয়তা ও সম্ভাবনার প্রমাণ। তবে সিএসকে নাকি তাদের অবস্থানে একেবারে অনড় ছিল। তারা জাদেজার পাশাপশি অন্য কোনো খেলোয়াড়কে ছাড়তে রাজি নয়। বিশেষ করে ব্রেভিসকে তো নয়ই।

রাজস্থান ফিরতে নারাজ জাদেজা

Ravindra jadeja , csk
Ravindra Jadeja | Image: Getty Images

রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বছরের পর বছর ধরে চেন্নাইয়ের সাফল্যের অন্যতম স্তম্ভ। তার নিখুঁত বাঁ-হাতি স্পিন, মাঝের ওভারে চাপ তৈরি করার দক্ষতা এবং শেষ ওভারে ব্যাট হাতে ঝোড়ো পারফরম্যান্স তাকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। আইপিএল ২০২৩ ফাইনালে শেষ দুটি বলে ১০ রান করে দলকে জয় এনে দেওয়ার মুহূর্ত এখনও সিএসকে ভক্তদের মনে অমলিন। তবে, এই ট্রেড প্রসঙ্গে উঠে এসেছে বড় খবর। সূত্রের দাবি, চেন্নাই ম্যানেজমেন্ট জাদেজাকে ট্রেড করাতে চাইলেও জাদেজা নিজে থেকেই ট্রেড হতে চাননা বলে জানিয়ে দিয়েছেন। ২০০৮ সালে বিজয়ী রাজস্থান রয়্যালস দলের একজন সদস্য ছিলেন জাদেজা। তবে, জাদেজা যখন নিজে থেকেই ট্রেড না হওয়ার কথা ফ্রাঞ্চাইজিকে জানিয়েছে তখন ফ্রাঞ্চাইজি জাদেজাকে নিলামের আগে সাধারণ ভাবে ছেড়ে দিতে পারে আবার ধরেও রাখতে পারে।

Read Also: মদ-মেয়েবাজির চক্করে শেষ ক্যারিয়ার, আজ জন্মদিনেও চর্চায় পৃথ্বী শ’এর অন্ধকার অধ্যায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *