"স্বার্থপর সমাজে ও বিরল..." ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন, দিলেন বড় বয়ান !! 1

কিছুদিন আগেই সমাপ্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে ইংল্যান্ড বাহিনীকে পরাজিত করেছে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর বিচারে ভারতীয় দল শীর্ষস্থান ধারণ করে রয়েছে। আপাতত ভারতীয় দলের সামনে বড় পরীক্ষা হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যে কারণে আগামী ২২ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল কে বেশি প্রাধান্য দিতে দেখা যাবে। তবে এরই মাঝে উঠে আসলো এক বড় খবর, ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) উপর প্রসন্ন হয়েছেন ভারতীয় দলের স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

আরও পড়ুন | টি-২০ বিশ্বকাপে ঋষভ পন্থের খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন জয় শাহ, শামি-রাহুলদের চোট প্রসঙ্গেও মিললো তথ্য !!

রাজকোট টেস্টে বাড়ি ফিরতে হয় অশ্বিনকে

Ravichandran ashwin, rohit sharma
Ravichandran Ashwin and Rohit Sharma | Imags: Getty Images

ভারত-ইংল্যান্ড সিরিজে সর্বাধিক ২৬ উইকেট তুলে নেন অশ্বিন। তবে রাজকোটে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন বেশ বড় কীর্তিমানের কাছাকাছি ছিলেন অশ্বিন। তিনি পাঁচশো উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন এই টেস্টে। এরপর দিন শেষে তিনি তার মায়ের অসুস্থতার কথা জানতে পারে। যা শোনার পর নিজেকে সামলাতে পারেননি অশ্বিন, বিছানায় বসে কাঁদতে শুরু করেন তিনি। এই প্রসঙ্গে অশ্বিন তার ইউটিউব চ্যানেলে মন্তব্য করে জানান, “আমি যখন কাঁদছিলাম তখন রোহিত আমার কাছে এসে বলেন, তুমি এখনও বসে রয়েছ কেন? এখনই চেন্নাই চলে যাও।এমনকি তিনি আমার জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন।” রোহিতের কথা শুনেই আপ্লুত হয়ে ওঠেন অশ্বিন।

রোহিতের প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন

Rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

রোহিতের প্রশংসা করে অশ্বিন আরও জানিয়েছেন যে, “রোহিতের ওই মনোভাব দেখে আমি কথা হারিয়ে ফেলেছিলাম। আমাদের দলের ফিজিও কমলেশ আমার খুব ভালো বন্ধু। রোহিত তাকে আমার সাথে চেন্নাইতে উড়তে এবং আমার সাথে থাকতে বলেছিল কিন্তু আমি তাকে ফিরে থাকতে রাজি করিয়েছিলাম। আমি যখন নিচে গেলাম, তখন সিকিউরিটি আর কমলেশ আগে থেকেই ছিল, অপেক্ষা করছে। কমলেশকে বারবার ফোন করে রোহিত আমার বিষয়ে সব সময়ে খোঁজখবর নিয়ে গিয়েছে।

অধিনায়কের এই মানসিকতায় মুগ্ধ অশ্বিন (Ravichandran Ashwin) আরও বলেন, “রোহিতের মনোভাব দেখে সত্যিই আপ্লুত হয়ে পড়ি। আমি রোহিতের কাছ থেকে এমন আচরণ কল্পনাও করতে পারিনি। ওর মধ্যে আমি এক অসাধারণ নেতাকে দেখতে পেয়েছিলাম। আমার সব সময়ের খবর রাখার জন্য সমানে ফোন করে যাওয়াটা সত্যিই অন্য বিষয়। ও খুবই দয়ালু মনের ছেলে। যে কারণে পাঁচটি আইপিএল ট্রফি-সহ ঈশ্বর ওকে অনেক কিছু দিয়েছেন। প্রার্থনা করি, রোহিত যেন জীবনে আরও বেশি কিছু পায়।”

আরও পড়ুন | “ঐতিহাসিক ভুল হতে চলেছে…” বিরাট কোহলি’কে টি-২০ বিশ্বকাপের বাইরে রাখার ভাবনা না-পসন্দ নেটদুনিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *