আইপিএলের (IPL 2025) ইতিহাসে চেন্নাই সুপার কিংস (CSK) অন্যতম সফল একটি দল। তারা এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ৫ বার ট্রফি জয় করেছে। তবে সাম্প্রতিক সময় তাদের পারফর্ম্যান্স সমর্থকদের মনে আশা জাগাতে পারিনি। তাই ২০২৬ আইপিএলের (IPL 2026) আগেই শক্তিশালী দল গোছানোর জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন কর্মকর্তারা। বর্তমানে আইপিএলে দল পরিবর্তনের বিষয়ে একাধিক ক্রিকেটারের নাম ক্রিকেট মহলে চর্চায় রয়েছে। সঞ্জু স্যামসন (Sanju Samson) রাজস্থান রয়্যালস (RR) ছাড়বেন বলে খবর সামনে এসেছে। এর মধ্যেই এবার চেন্নাই সুপার কিংসের (CSK) অভিজ্ঞ তারকা নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন।
Read More: আগস্টেই আবার অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন গিল, এই নতুন দলের হয়ে সামলাবেন দায়িত্ব !!
দল ছাড়ছেন অভিজ্ঞ তারকা-

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের (CSK) হাত ধরে আইপিএলে অভিষেক করেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ২০১৫ পর্যন্ত তিনি এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই সময় ২০১০ সালে এবং ২০১১ সালে এই তারকা স্পিনার চেন্নাইয়ের হয়ে ট্রফি জয় করেছিলেন। অন্যদিকে এই বছর মেগা নিলামের মাধ্যমে ৯.৭৫ কোটি টাকার বিনিময়ে আবারও ১০ বছর পর এই দলে ফিরে এসেছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্তু সেই ভাবে পুরনো ছন্দে ছিলেন না তিনি। ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট সংগ্রহ করেন। এবার ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে এই তারকা চেন্নাই সুপার কিংস (CSK) ছাড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে।
তিনি দলকে ট্রেডের মাধ্যমে বা মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। তবে কেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) চেন্নাই ছেড়ে নিলামে যেতে চাইছেন তা এখনো স্পষ্ট নয়। তবে অন্য দলের হয়ে আগামী মরসুমে আইপিএল খেলতে গেলে এই ৩৮ বছর বয়সী তারকাকে সিএসকের অ্যাকাডেমি অপারেশন ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়াতে হবে। তিনি এই পদ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে দল চেন্নাই রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে বেশি চিন্তিত। ফলে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তারা।
হতাশ করেছে চেন্নাই-

এই বছর আইপিএলে (IPL 2025) চেন্নাই সুপার কিংস (CSK) রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে যাত্রা শুরু করেছিল। কিন্তু একের পর এক ম্যাচে তারা হারের সম্মুখীন হয়ে মুখে থুবড়ে পড়ে। টুর্নামেন্ট চলাকালীন এই তরুণ ব্যাটসম্যান চোট পেয়ে ছিটকে গেলে দল আরও বিপদের মধ্যে পড়ে যায়। এরপর মাঝপথেই চেন্নাইয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু বিশ্বের অন্যতম সফল এই তারকাও চেন্নাইয়ের ভাগ্য ফেরাতে পারেননি। লিগ পর্বে তারা ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হরের সম্মুখীন হয় সমালোচনার মুখে পড়ে।
ব্যাট হাতেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই বিশ্বকাপ জয়ী তারকা। তিনি ১৪ ম্যাচে মাত্র ১৯৬ রান সংগ্রহ করেন। তবে এই দলের হয়ে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) মতো তরুণ তারকা নজর কেড়েছেন। আয়ুশ ৭ ম্যাচে সংগ্রহ করেছিলেন ২৪০ রান। ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে ৬ ম্যাচে আসে ২২৫ রান। অন্যদিকে ২০২৬ আইপিএলে (IPL 2026) চেন্নাই (CSK) নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে আনার জন্য প্রস্তুতি শুরু করেছে। সব মিলিয়ে বর্তমানে এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজির দিকে ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর রয়েছে।