অ্যাডাম জাম্পার নাম নিয়ে ম্যাচ ফিক্সিং'এর চেষ্টা, পর্দা ফাঁস করলেন রবিচন্দ্রন আশ্বিন‌ !! 1

ক্রিকেটের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অর্থের প্রাচুর্য এই খেলার সঙ্গে জড়িয়ে গেছে। প্রতিবছর অনুষ্ঠিত হ‌ওয়া ভারতে আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্টের সঙ্গে কয়েক হাজার কোটি টাকা যুক্ত থাকে। ফলে অন্ধকার জগতের ছায়া মাঝেমধ্যেই ক্রিকেটের স্বচ্ছতাকে নষ্ট করার চেষ্টা করে থাকে। ম্যাচ ফিক্সিং, বেটিং’এর মতো শব্দ এই খেলার সঙ্গেও জড়িয়ে পড়েছে। এবার রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে অ্যাডম জাম্পার (Adam Zampa) নাম নিয়ে ম্যাচ ফিক্সিং’এর চেষ্টা হল। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ক্রিকেট মহলে।

Read More: পার্থের মাটিতে ১৭৬.৫ কিমি বেগে বল করে চর্চায় মিচেল স্টার্ক, ভেঙে গেল শোয়েব আখতারের সর্বোচ্চ গতির রেকর্ড !!

রবি আশ্বিনকে ভুয়ো ম্যাসেজ-

অ্যাডাম জাম্পার নাম নিয়ে ম্যাচ ফিক্সিং'এর চেষ্টা, পর্দা ফাঁস করলেন রবিচন্দ্রন আশ্বিন‌ !! 2
Ravichandran Ashwin | Images: Twitter

ভারতের অন্যতম তারকা স্পিনার রবিচন্দ্রন আশ্বিন সম্প্রতি এক ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন। তাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পার নাম করে ছদ্মবেশে এক ব্যক্তি ম্যাসেজ করেন। ভারতীয় এই ক্রিকেটারের কাছ থেকে একাধিক তারকা ক্রিকেটারের ফোন নাম্বার চাওয়া হয়। তালিকায় ছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সঞ্জু স্যামসন (Sanju Samson), জিতেশ শর্মা (Jitesh Sharma), রিঙ্কু সিং (Rinku Singh) ও শিবম দুবে (Shivam Dube)।

অশ্বিন ক্রিকেট মাঠে অত্যন্ত বুদ্ধিমান হিসেবে পরিচিত। ফলে তিনি বিষয়টি ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে অচেনা ব্যক্তিটির কাছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম্বার চেয়ে মজা করার চেষ্টা করেন। সেই কথোপকথনের স্ক্রিনশট ভারতীয় স্পিনার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এর পিছনে ম্যাচ‌ ফিক্সিং করার অভিসন্ধি থাকতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়ার সফরে রয়েছে। ফলে বিষয়টি তদন্তের আওতায় আনা হয় কিনা এখন সেটাই দেখার বিষয়।

বিদেশি লিগে আশ্বিন-

অ্যাডাম জাম্পার নাম নিয়ে ম্যাচ ফিক্সিং'এর চেষ্টা, পর্দা ফাঁস করলেন রবিচন্দ্রন আশ্বিন‌ !! 3
Ravichandran Ashwin | Images: Getty Images

গত বছর রবিচন্দ্রন (Ravichandran Ashwin) ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এরপর আইপিএলে থেকে সম্প্রতি সরে দাঁড়িয়েছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এই তারকা। অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ (Big Bash) লিগে তাকে সিডনি থান্ডারের (Sydney Thunder) হয়ে খেলতে দেখা যাবে। এই দলের জার্সিতে মাঠে নামার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

তবে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টির (ILT20) নিলামে নাম দিলেও অবিক্রিত থেকে গেছেন রবি অশ্বিন। উল্লেখ্য দেশের হয়ে এই তারকা ১০৬ টি টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ৩৫০৩ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৫৩৭ টি উইকেট সংগ্রহ করেছেন। ফলে অনিল কুম্বলের পর তিনি দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রহকারী। আইপিএলের তার ২২১ ম্যাচে ১৮৭ টি উইকেট রয়েছে।

Read Also: আবারও বিরাট-গম্ভীরের দ্বন্দ্ব প্রকাশ্যে, কথা বলা তো দুর-বন্ধ হল মুখ দেখাদেখি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *