নিজের প্রিয় এই ক্রিকেটারকে অবসর ভেঙে বেরিয়ে আসার অনুরোধ করলেন রবি শাস্ত্রী 1
India's Mahendra Sing Dhoni (L) and South Africa's AB de Villiers (R) lead their teams out for the start of the 2013 ICC Champions Trophy cricket match between India and South Africa at The Cardiff Wales Stadium in Cardiff, south Wales on June 6, 2013. AFP PHOTO / PAUL ELLIS RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

খুবই খারাপ লাগে, যখন নিজেদের পছন্দের কোনও ক্রিকেটার অবসর নিয়ে ফেলেন। মনে হয়, আর একটু খেলতেই পারতেন উনি। কিন্তু সময় আর বয়স কারোর জন্য থেমে থাকে না, খেলাধূলার ক্ষেত্রে তা বটেই। কিন্তু অবসরের পরেও দেখা গিয়েছে, সেই খেলোয়াড়রা অনবরত নিজেদের জাত চিনিয়েই যাচ্ছেন মাঠে। এরকমই একজন ক্রিকেটার হলেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই প্রথিতযশা ব্যাটসম্যান অবসরের পরেও একাধিক টি২০ টুর্নামেন্টে দেখিয়ে দিয়েছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। আর তারই প্রমাণ দিয়েছেন গত ম্যাচে।

AB de Villiers of RCB said I surprised myself with 73 run inning against  KKR |IPL 2020 KKR vs RCB: अपने प्रदर्शन से खुद हैरान हैं 36 साल के एबी  डिविलियर्स | Hindi News

এবার এবি ডিভিলিয়ার্সের কাছে বিশেষ অনুরোধ রেখেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। গতকাল তার দুর্ধর্ষ ইনিংস দেখে মোহিত হয়ে গিয়েছিলেন প্রাক্তন এই ধারাভাষ্যকার। এবং এবিডির প্রশংসা করার জন্য টুইটারে বার্তা দেন রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন যে আজকের ক্রিকেটে এবি ডিভিলিয়ার্সের মত ক্রিকেটার কতটা প্রয়োজন। এবং গোটা ক্রিকেট বিশ্বের তরফে শাস্ত্রী অনুরোধ করেছেন, যাতে অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন এবি ডিভিলিয়ার্স।

IPL 2020: 'The game needs you,' Team India coach Ravi Shastri wants AB de  Villiers to end his retirement » FirstSportz

নিজের টুইটারে এবিডির প্রশংসা করে রবি শাস্ত্রী লিখেছেন, “গতকাল আমরা যা দেখেছি, তা এক কথায় অবিশ্বাস্য। আর ঘুম থেকে উঠেও সেই একই মেজাজ পাচ্ছি। এবি ডিভিলিয়ার্স, এই কঠিন সময়ে এই খেলা আপনাকে আন্তর্জাতিক ক্ষেত্রে ফিরে পেতে চায় এবং অবসর ভেঙে এগিয়ে আসতে চায়। খেলাটা অনেক ভালো হবে।”

গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৯৪/২ তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই বিশাল রান তুলতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। কলকাতা নাইট রাইডার্সের তিন তারকা পেসার প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে ছয়লাপ করে দিয়েছিলেন এবিডি। মাত্র ৩৩ বলে অপরাজিত ৭৩ রানের দুর্ধর্ষ ইনিংসকে দেখে এবি ডিভিলিয়ার্সে মজে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। আর তার সাথেই এবার জুড়লেন রবি শাস্ত্রী।

Game needs you back: Ravi Shastri urges AB de Villiers to come out of  retirement- The New Indian Express

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওপেনিংয়ে অ্যারন ফিঞ্চ এবং দেবদত্ত পাডিক্কাল ৬৭ রানের ভালো ওপেনিং পার্টনারশিপ গড়ার পর দুজনেই আউট হয়ে যান। কিন্তু তারপর শুরু হয় বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের মধ্যেকার অবিস্মরণীয় পার্টনারশিপের আরও এক ঝলক দেখা যায়। শতরানের পার্টনারশিপের জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বড় রান তোলে। আর সেই বড় রানের চাপে পড়ে বড়সড় ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় কলকাতা নাইট রাইডার্স।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *