Gautam Gambhir: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দু’টি টেস্ট সিরিজে হেরেছিলো ভারতীয় দল। হাতছাড়া হয়েছিলো টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ। সেই ব্যর্থতার দায় চাপানো হয়েছিলো সিনিয়র তারকাদের পারফর্ম্যান্সের উপর। কোহলি, রোহিতদের ভুলেই খাদের কিনারে এসে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া, অভিযোগ তুলেছিলেন অনেকে। এরপর গত সাত-আট মাসে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি-দু’জনেই। ডিসেম্বরে অবসর ঘোষণা করেছিলেন আরেক সিনিয়র রবিচন্দ্রণ অশ্বিন’ও। তাঁদের বদলে সাই সুদর্শন, করুণ নায়ারদের বেছে নিয়েছেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। অধিনায়ক করা হয়েছে শুভমান গিল’কে। কার্যত স্কোয়াডের খোলনলচে বদলে ফেলেও অবশ্য আসে নি কাঙ্ক্ষিত ফলাফল। ইংল্যান্ডে সেই নড়বড়েই দেখিয়েছে ‘মেন ইন ব্লু’কে।
Read More: “টাকায় অঙ্কের উপর দেশভক্তি নির্ভর করে…” এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাক, বোর্ডকে তুলোধোনা অশ্বিনের !!
গম্ভীরের দিকে তোপ শাস্ত্রী’র-

গম্ভীর জমানায় সাদা বলের ক্রিকেটে সাফল্য পেয়েছে ভারতীয় দল। জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। কিন্তু টেস্টে তলানিতে ঠেকেছে পারফর্ম্যান্স। একের পর এক ম্যাচে হেরেই চলেছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধেও লিডস ও লর্ডসে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। ম্যাঞ্চেস্টারেও জয়ের আশা নেই। এই পরিস্থিতিতে কোচের গেমপ্ল্যানের দিকে আঙুল তুলছেন বিশেষজ্ঞরা। ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় দিনের সকালে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) বোলিং-এ আনতে অনেক দেরী করে ভারত। উইকেট আসছে না দেখেও লেগস্টাম্প লাইনে নাগাড়ে বল করতে দেখা গিয়েছিলো বুমরাহ-সিরাজদের। এতসব ভুলভ্রান্তি নজর এড়ায় নি রবি শাস্ত্রীর। স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় টিম ইন্ডিয়ার স্ট্র্যাটেজির তীব্র সমালোচনা করেন তিনি। খোঁচা দেন কোচ গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুভমান’কে।
“শুভমান তো দলের স্পিনারদের উপর আস্থাই রাখতে পারছে না। অথচ স্পিনাররাই ভারতকে উইকেট এনে দিচ্ছে। গতকাল জাদেজা উইকেট পেলো। তারপরেও ওকে যথেষ্ট বোলিং দেওয়া হলো। ওয়াশিংটনকে তো আক্রমণেই আনলো ৬৭ ওভারের পরে,” বলেন তিনি। শাস্ত্রী আরও বলেন, “ভারতীয় বোলাররা লেগস্টাম্পে বল করে চলেছে। জানি না এই নির্দেশ কে দিয়েছে। যদি শুভমান দিয়ে থাকে তাহলে লেগস্লিপ থাকবে না কেন? বোলারের উপরে আস্থা রেখে সেই অনুযায়ী তো ফিল্ডিং সাজাতে হবে।” পেস বিভাগের ব্যর্থতার দায় এড়াতে পারেন না বোলিং পরামর্শদাতা মর্ণি মর্কেল’ও, জানিয়েছে শাস্ত্রী। ঘনিষ্ঠমহলে নাকি বর্তমান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিরুদ্ধেও তোপ দেগেছেন প্রাক্তন কোচ। বলেছেন, “বর্ডার-গাওস্কর ট্রফি হারের দায় রোহিত শর্মা’র কাঁধে চাপানো হয়েছিলো। কিন্তু এখন আমরা জানি আসল সমস্যা কে।”
দায়িত্ব কার? প্রশ্ন তুললেন গাওস্কর-

কোচ নয়, টেস্ট দলের চাবিকাঠি থাকা উচিৎ অধিনায়কের হাতেই, গতকাল মধ্যাহ্নভোজের বিরতির সময় জানিয়েছেন প্রাক্তনী সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। গিল-গম্ভীর (Gautam Gambhir) সমীকরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, “দিনের শেষে এটা অধিনায়কেরই দল। যেমনটা নাসের (হুসেন) বলেছেন। তুমি বলতে পারো না যে শার্দুল (ঠাকুর) বা কুলদীপ (যাদব)-এর মত কাউকে তুমি চেয়েও খেলাতে পারো নি। ও (শুভমান) অধিনায়ক। সবাই ওর অধিনায়কত্ব নিয়েই কথা বলবে। (কারা সুযোগ পাবে) সেটা ওর সিদ্ধান্তই হওয়া উচিৎ।” গম্ভীর ও শুভমান গিলের সম্পর্ক আদৌ মসৃণ? সন্দিহান গাওস্কর। বলেছেন, “আমি জানি যে সবকিছু ঠিক আগে প্রমাণ করার জন্য এই বিষয়গুলি সামনে আসবে না হয়ত। কিন্তু সত্যি এটাই যে অধিনায়ককেই দায়িত্ব নিতে হয়। ও’ই দল’কে নেতৃত্ব দিচ্ছে।”