ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে তারকা পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ছাড়াই নেমেছে। ভারতের এই নির্বাচন নিয়ে একেবারেই খুশি নন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতীয় দলের (Team India) প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলের নির্বাচন নিয়ে খুশি নন। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে মোট তিনটি পরিবর্তন লক্ষ করা গিয়েছে। বুমরাহের বদলে ভারতীয় দলে এন্ট্রি নিয়েছেন আকাশ দীপ (Akash Deep)। তাছাড়া, সাই সুদর্শনের বদলে ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) এবং শার্দূল ঠাকুরের (Shardul Thakur) বদলে এন্ট্রি নিয়েছেন নীতিশ রেড্ডি (Nitish Reddy)। দ্বিতীয় টেস্টে ভারতীয় দল আবার একবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসেছে।
দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহকে না খেলানোর সিদ্ধান্তে শুভমন গিল (Shubman Gill) ও গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দায়ী করলেন রবি শাস্ত্রী। লিডসে প্রথম টেস্টে (IND vs ENG) পরাজয়ের পর যখন অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ১-০ ব্যাবধানে পিছিয়ে পড়েছিল ভারত। আর দ্বিতীয় টেস্টে বুমরাহকে ছাড়া ভারতের নামার এই সিদ্ধান্তকে ‘বিভ্রান্তিকর’ বলে কটাক্ষ করেন শাস্ত্রী। শাস্ত্রীর মতে, প্রায় এক সপ্তাহে বেশি বিরতির পরেও বুমরাহ যদি দ্বিতীয় টেস্টে উপলব্ধ না থাকতে পারেন সেটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেনের দোষ।
Read More: “ওর সাথে অন্যায় হয়ে আসছে”, কুলদীপকে নিয়ে মন্তব্য মহম্মদ কাইফের, গৌতম গম্ভীরকে নিশানা !!
টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন রবি শাস্ত্রী
মন্তব্য করে রবি শাস্ত্রী বলেন, “বিশ্বসেরা পেসারকে এই ধরণের পরিস্থিতিতে বসিয়ে রাখা হচ্ছে তা বিশ্বাসই হচ্ছে না। বিশ্বের সেরা পেসারকে সাতদিন বিরতি থাকার পরেও তাকে বিশ্রাম দেওয়াটা বিশ্বাস হচ্ছে না।” শাস্ত্রীর বয়ানকে সমর্থন করে প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন বলেন ভারতের এই সিদ্ধান্তটি অদ্ভুত। শাস্ত্রী তখনই মাইক ধরে বলেন, “আমার দৃষ্টিতে এটা অত্যন্ত অদ্ভুত ও বিভ্রান্তিকর সিদ্ধান্ত, বুমরাহ যদি ফিট থাকে তাহলে ওর খেলা উচিত। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই।” টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “এই সিদ্ধান্তটা পুরোপুরি অধিনায়ক ও প্রধান কোচের নেওয়া উচিত। এটা সিরিজ বাঁচানোর ম্যাচ। এখানে বুমরাহকে খেলানো উচিত ছিল। এই ম্যাচটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে গেলে এই টেস্টটা জিততে হবে। আর তাই আমাদের প্রধান পেসারকে খেলানো উচিত। এখানে কোনো যদি বা কিন্তুর কোনো বিকল্প নেই।“