আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলকে দুর্দান্ত প্রদর্শন দেখাতেই হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে এবার নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বড় মঞ্চে এই প্রথমবার নেতৃত্ব দেবেন তিনি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর ডেপুটি হিসেবে পেয়েছেন শুভমান গিলকে। এবারের আইপিএলে দুর্দান্ত অধিনায়কত্বের পরিচয় দিয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁর উপর ভরসা করে বড় দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
প্রিয়জনকে হারালেন রশিদ খান

এবারের এশিয়া কাপ ইউএই-তে অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আফগানিস্তান। এখনও পর্যন্ত আফগানিস্তান কোনও ফরম্যাটেই ভারতীয় দলকে পরাস্ত করতে সক্ষম হয়নি। তবে এবারের এশিয়া কাপে তাদের কাছে বিরাট সুযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিতে। তবে, এশিয়া কাপের আগেই আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আচমকাই ইহলোক ত্যাগ করেছেন রশিদের প্রিয় দাদা হাজি আবদুল হালিম শিনওয়ারি। আফগান দলকে এবার রশিদই নেতৃত্ব দিতে চলেছেন, আর এই মুহূর্তে দুঃসংবাদ পেয়ে রিতিমতন শোকাগ্রস্ত রশিদ।
পরিবারের এই কঠিন সময়ে শুধু আফগান ক্রিকেটারই নয়, গোটা ক্রিকেট বিশ্ব শোক জ্ঞাপন করছেন। রশিদের সতীর্থ ও আফগানিস্তান দলের তারকা ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট করে লিখেছেন, “একটা পরিবারে একজন দাদা সবসময় পিতৃতুল্য হয়ে থাকেন। রশিদের দাদার মৃত্যু সংবাদ শুনে আমি শোকাহত। আন্তরিকভাবে রশিদ ও তাঁর পরিবারকে সমবেদনা জানাই।” এছাড়াও, প্রাক্তন আফগান অধিনায়ক আসগর আফগানও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, “রশিদের দাদা মারা গিয়েছেন। খবরটা শুনে আমি শোকস্তব্ধ। আশা করি, আল্লাহ রশিদ ও তাঁর পরিবারকে এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবেন।”
সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ

এমন শোকের মুহূর্তে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও দায়িত্ব থেকে সরে আসেননি রশিদ। এশিয়া কাপের আগে আফগানিস্তান পাকিস্তান ও ইউএ-ই ত্রিদেশীয় সিরিজ খেলছে। আর এই সিরিজে রশিদ দেশে না ফিরে দলকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল আফগানদের। তবে ম্যাচ শেষে এক হৃদয়স্পর্শী দৃশ্য নজর কাড়ে সকলের। মাঠে পাকিস্তানি খেলোয়াড়রা রশিদকে সমাবেতনা জানান এবং তাকে বুকে জড়িয়ে ধরেন পাক খেলোয়াড়রা।