ক্যাপ্টেনকে বাদ দিয়েই হলো টেস্ট স্কোয়াডের ঘোষণা, তরুণ খেলোয়াড়দের দেওয়া হলো সুযোগ !! 1

সেপ্টেম্বর মাসের মাঝেই ভারতে আসতে চলেছে বাংলাদেশ, দুই দলের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ দেখতে পাওয়া যাবে। আর এই সিরিজের আগে উঠে আসলো বড় আপডেট, দলের অধিনায়ককে বাদ দিয়েই ঘোষণা করা হলো দলের স্কোয়াড। প্রসঙ্গত, বাংলাদেশ ভারতীয় টেস্ট সিরিজ খড়লার আগে ৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। আর আফগান দলের সাদা বলের অধিনায়ক রশিদ খানকে (Rashid Khan) এই ম্যাচের বাইরে দেখা যাবে। লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান।

ক্যাপ্টেনকে ছাড়াই নামতে হবে দলকে

Rashid Khan, টেস্ট
Rashid Khan | Image: Getty Images

গতবছর ওডিআই বিশ্বকাপের পর পিঠে অস্ত্রোপচার হয় তাঁর। যে কারণে চার মাস খেলা থেকে দূরে ছিলেন রশিদ, তবে এখনও তিনি পুরোপুরি সুস্থ নন এবং সেটার শুশ্রুষা করতেই বড় সিদ্ধান্ত নিলেন রশিদ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “’অস্ত্রোপচারের পর ধীরে ধীরেই ওয়ার্কলোড বাড়ানোর কথা ছিল রশিদের। এমনকি ছয়মাস বা একবছর টেস্ট ক্রিকেটে না খেলাটা তার পরিকল্পনার অঙ্গ ছিল। টেস্ট ক্রিকেটে একটানা বোলিং করতে হবে তাতে একটা বাড়তি ওয়ার্কলোড নেওয়ার মতো জায়গায় পৌঁছইনি রশিদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রশিদকে পাওয়া না গেলেও পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ওকে পাওয়া যাবে।”

Read More: “ভারতকে নকল করো…” পাকিস্তান ক্রিকেট দল’কে একহাত নিলেন ক্ষুব্ধ প্রাক্তনী !!

৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। একমাত্র টেস্টের জন্য প্রাথমিক যে দল বেছে নেওয়া হয়েছে তাতে রশিদের নাম ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদের নেতৃত্বে আফগান দলের পারফরমেন্স ছিল খুবই ভালো। দলকে সেমিফাইনালেও তুলেছিলেন তিনি। আফগান দল এখন ভারতের নয়ডায়। সেটাই তাদের ঘরের মাঠ। তাছাড়া, কিউইদের বিরুদ্ধে ২০ সদস্যের প্রাথমিক দল বাছা হয়েছে। এখান থেকে ১৫ সদস্যের চূড়ান্ত দল বাছা হবে। রশিদের ক্রিকেট ক্যারিয়ারের কথা বলতে গেলে তিনি পাঁচটি টেস্ট খেলেছেন ও নিয়েছেন ৩৪ উইকেট। ১০৩টি এক দিনের ম্যাচ খেলে নিয়েছেন ১৮৪ উইকেট এবং ৯৩টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫২ উইকেট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের প্রাথমিক টেস্ট স্কোয়াড:

হাশমতুল্লাহ শাহিদি (C), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইকরাম আলীখেল (WK), শহীদুল্লাহ কামাল, গুলবাদিন নায়েব, আফসার জাজাই (WK), আজমতুল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, শামসুর রহমান, কায়েস আহমদ, জহির খান, নিজাত মাসুদ, ফরিদ আহমদ মালিক, নাভিদ জাদরান, খলিল আহমদ এবং ইয়ামা আরব।

Read Also: শ্রেয়স আইয়ারের ক্যারিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন আগারকার, বাংলাদেশ টেস্ট থেকে দিলেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *