আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তিন তরুণ ক্রিকেটারসহ মোট আটজন। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্রিকেট বিশ্বে। সাধারণ মানুষের উপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিভিন্ন দেশ। আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান (Rashid Khan) গভীর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। আফগান দলের তারকা অলরাউন্ডার দলের ক্যাপ্টেনসি করে থাকেন এবং তাঁর নেতৃত্বে আফগান দলের পারফরম্যান্স খুবই ভালো। আফগানিস্তানের এই আবেগঘন ঘটনার মুখ রশিদ খোলাখুলি জানিয়ে দিয়েছেন তিনি আর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইছে না।
বিমান দুর্ঘটনায় ক্ষুব্ধ রশিদ খান

আফগান দলের অধিনায়ক রশিদ খান এক্সে লিখেছেন “সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় মহিলা, শিশু, তরুণ ক্রিকেটাররা প্রাণ হারিয়েছেন। এই তরুণ ক্রিকেটাররা দেশের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিল। সাধারণ মানুষের উপর এই ধরণের হামলা অনৈতিক ও অমানবিক। এটা অবশ্যই মানবাধিকারের একটি স্পষ্ট লঙ্ঘন করে। এই অন্যায় ময় ঘটনার পরিপ্রেক্ষিতে আফগান ক্রিকেট বোর্ড (পাকিস্তানের বিরুদ্ধে) সিরিজ প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা আমি সম্পূর্ণ সমর্থন জানাই। আমাদের জাতীয় মর্যাদা সবকিছুর উপরে।”
Read More: শোকের ছায়া ক্রিকেট বিশ্বে, পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার সহ ৮ জন !!
রশিদের এই পোস্ট নিমেষের মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। তাঁর মতনই দেশের ক্রিকেফ প্রেমী জনগন ক্ষোভে ফেটে পড়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) এক বিবৃতিতে জানিয়েছে, “পাকতিকা প্রদেশের উরগুন জেলায় পাকিস্তানের বিমান হামলায় আমাদের তিন সাহসী ক্রিকেটার কবীর, সিবঘাতুল্লাহ ও হারুন শহিদ হয়েছেন। তাঁদের সঙ্গে আরও পাঁচজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। এই তরুণ খেলোয়াড়রা স্থানীয় পর্যায়ের একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ শেষে উরগুনে ফেরার সময় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ঠিক সেই সময় পাকিস্তানের হামলায় তাঁদের জীবন শেষ হয়ে যায়।”
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে না আফগানিস্তান

এই ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে “আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং এই নৃশংস হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে আমরা নিজেদের নাম প্রত্যাহার করছি।” উল্লেখ্য, আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে ত্রিদেশীয় সিরিজ – পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আফগান দল এই সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই ত্রিদেশীয় সিরিজ নিয়ে ধোঁয়াশা রয়েছে।