IND vs PAK: গত এপ্রিল মাসের ২২ তারিখ গুলির শব্দে কেঁপে উঠেছিলো কাশ্মীরের পহলগাম। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। ৭ মে ভোররাতে পাল্টা দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর অভিযান চালায় তারা। ক্ষেপনাস্ত্র হামলায় উড়িয়ে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে অবস্থিত নয়টি জঙ্গী ঘাঁটি। প্রত্যাঘাতের চেষ্টা করেছিলো পাকিস্তানের সামরিক বাহিনী। কিন্তু তা রুখে দিতে সক্ষম হয় ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। শেষমেশ ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। এমনিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক গত কয়েক দশক ধরে তলানিতে। সাম্প্রতিক জঙ্গীহানা ও সীমান্ত সংঘর্ষ আরও খারাপ করেছে পরিস্থিতি। কূটনৈতিক স্তরে ইতিমধ্যেই পাকিস্তানকে কার্যত বয়কট করেছে ভারত (IND vs PAK)। খেলার মাঠেও ‘একঘরে’ করা হোক পড়শি দেশকে, উঠছে দাবী।
Read More: সুযোগ না পেলেও খোশমেজাজেই রয়েছেন রিঙ্কু, সতীর্থের সঙ্গে অশ্লীল ইয়ার্কি ক্রিকেট তারকার !!
অবস্থান স্পষ্ট করেছে সরকার-

পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়াকে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) মাঠে নামতে দেওয়া হবে না, অনুমান করেছিলো ক্রিকেটমহল। তাই বিসিসিআই যখন টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সবুজ সংকেত দেয় তখন চমকেছিলেন অনেকেই। ক্ষোভের বিস্ফোরণ দেখা গিয়েছিলো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ম্যাচ বয়কটের দাবী জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন তাঁরা। রাজনৈতিক রঙ’ও লেগেছিলো বিষয়টিতে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবী করতে থাকেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাচের বিরোধিতা করে একটি দীর্ঘ ট্যুইট করেছিলেন। শিবসেনা (UBT) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে ম্যাচের সম্প্রচার বন্ধের আর্জি জানান।
এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মুখোমুখি হওয়া নিয়ে দেশজুড়ে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেদিকে তাকিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে কার্যত বাধ্যই হয়েছে কেন্দ্রীয় সরকার। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে পড়শি দেশের সাথে কোনো রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না টিম ইন্ডিয়া। ভারত কোনো অবস্থাতেই পাকিস্তানে যাবে না। পাক খেলোয়াড়দেরও দ্বিপাক্ষিক দ্বৈরথের (IND vs PAK) জন্য ভারতে আসার অনুমতি দেওয়া হবে না। কিন্তু এশিয়া কাপ, বিশ্বকাপের মত টুর্নামেন্টগুলিতে যেহেতু আন্তর্জাতিক সংস্থাগুলির হাতে আয়োজনের দায়িত্ব থাকে, সেহেতু সরকার সেখানে কোনো রকম হস্তক্ষেপ করার পক্ষপাতী নয়। বহুদলীয় প্রতিযোগিতাগুলিতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা থেকে আটকানো হবে না ভারতীয় দল’কে।
মুখোমুখি ভারত-পাক, মুখ খুললেন রণবীর-

আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। তার আগে সরকারের অবস্থানকেই সমর্থন করতে শোনা গেলো বলিউড অভিনেতা রণবীর শোরে’কে। সংবাদসংস্থা IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে আমার কোনো আপত্তি নেই। অবশ্যই ওদের (পাকিস্তানের) সাথে কোনো দ্বিপাক্ষিক ম্যাচ হওয়া উচিৎ নয়। ভারত পাকিস্তানে যাচ্ছে না। পাকিস্তানও এখানে আসছে না-সেটা ঠিকই আছে। কিন্তু যেহেতু ম্যাচটা একটা নিরপেক্ষ দেশে খেলা হচ্ছে, সেহেতু এতে কোনো সমস্যা নেই। অলিম্পিকসের মতই এখানে যদি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়-আপনি তাকে অস্বীকার করতে পারেন না। এটাকেও অলিম্পিকস বা এশিয়ান গেমসের মত করেই দেখা উচিৎ-যেখানে ভারত ও পাকিস্তান একে অপরকে এড়াতে পারে না।”