Venkatesh Prasad, asia cup 2023
Venkatesh Prasad | Image : Getty Images

আবার খবরের শিরোনামে ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। মাসখানেক আগে কর্ণাটকনিবাসী প্রাক্তন পেসার সংবাদমাধ্যমের আলোচনায় জায়গা করে নিয়েছিলেন কে এল রাহুলের (KL Rahul) বিরুদ্ধে একের পর এক ট্যুইট বোমা ফাটিয়ে। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রাহুলের অফ ফর্ম নিয়ে সরব হয়েছিলেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে দেখিয়েছিলেন যে ভারতীয় টেস্ট দলের উচিৎ নয় তাঁকে বয়ে নিয়ে চলা। ব্যাটিং গড়ের কথা উল্লেখ করে প্রসাদ জানিয়েছিলেন যে রাহুল নয়, বরং মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan)জাতীয় দলের হয়ে খেলার জন্য যোগ্যতর। এমনকি মুম্বইয়ের তরুণ ব্যাটার সরফরাজ খানের নামও তখন উল্লেখ করেছিলেন তিনি। গত কয়েক মরসুম জুড়ে প্রায় ১০০ ব্যাটিং গড়ে রান করছেন সরফরাজ। তা সত্ত্বেও জাতীয় দলের জার্সিতে ব্রাত্য তিনি। কিসের ভিত্তিতে দলে রয়েছেন রাহুল? এবং বাতিলের খাতায় সরফরাজ? প্রশ্ন তুলেছিলেন তিনি।

এরপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ পড়েন রাহুল (KL Rahul)। তাঁর থেকে কেড়ে নেওয়া হয় সহ-অধিনায়কত্বও। বর্তমানে চোটের কবলে পড়ে তিনি বাইরে রয়েছেন ক্রিকেট থেকে। মাসখানেক কোনো বিস্ফোরক উক্তি শোনা যায় নি ভেঙ্কটেশ প্রসাদের (Venkatesh Prasad) থেকেও। আইপিএলে কন্নড় ভাষায় ধারাভাষ্য দিতে শোনা গিয়েছিলো তাঁকে। বেশ কিছু দিনের বিরতির পর আবার সমাজমাধ্যমে বোমা ফাটালেন তিনি। এবার কোনো নির্দিষ্ট খেলোয়াড় নয়, ভারতীয় দলের দলের প্রাক্তন পেসারের নিশানায় বিসিসিআই। বোর্ডের প্রতি ঘরোয়া ক্রিকেটের দিকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার গুরুতর অভিযোগ আনলেন তিনি। কেরলের বোলার জলজ সাক্সেনার (Jalaj Saxena) পাশে দাঁড়িয়ে এহেন মন্তব্য করেন তিনি।

Read More: ICC World Cup 2023: হারের ভয়ে মাঠ বদলাতে চেয়ে আবেদন পাকিস্তানের, অবাক কাণ্ড বিশ্বকাপের আগে !!

জলজকে সমর্থন যোগালেন ভেঙ্কটেশ প্রসাদ-

Jalaj Saxena | Venkatesh Prasad | Image: Twitter
Jalaj Saxena | Image: Twitter

আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। ছয়দলীয় এই প্রতিযোগিতা ২০২৩ সালে আয়োজিত হতে চলেছে বেঙ্গালুরুতে। ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), পৃথ্বী শ (Prithvi Shaw), হনুমা বিহারী (Hanuma Vihari), কে এস ভরত (KS Bharat), রিঙ্কু সিং (Rinku Singh)-দের মত নামী তারকাদের দেখা যাবে দলীপ ট্রফির মঞ্চে। দক্ষিণাঞ্চলের দল বাছাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেরলের হয়ে রঞ্জি ট্রফির ৭ ম্যাচ খেলে ৫০ উইকেট নিয়েছেন জলজ সাক্সেনা। এলিট গ্রুপে এই মরসুমের সর্বোচ্চ উইকেট শিকারী তিনিই। তা সত্ত্বেও নির্বাচকেরা দক্ষিণাঞ্চল দলে জায়গা দেন নি তাঁকে। পরিবর্তে চোট সারিয়ে দলে এসেছেন তামিলনাড়ুর ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। বাদ পড়ে বিশ্বাসই করতে পারছেন না জলজ নিজে (Jalaj Saxena)। হতাশা ব্যক্ত করেছেন ট্যুইটারে। কেরলের অফস্পিনার লেখেন, “রঞ্জি ট্রফির এলিট গ্রুপের সর্বোচ্চ উইকেটশিকারী। তাও দলীপ ট্রফিতে জায়গা পেলাম না। এমনটা আগে হয়েছে কিনা কেউ আমায় দেখে বলবেন? কেবল জানতে চাই। কাউকে দোষ দিচ্ছি না।”

৩৬ বর্ষীয় ক্রিকেটারের পাশে দাঁড়ান ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। কে এল রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়েও ঘরোয়া ক্রিকেটের প্রতি বিসিসিআই-এর বৈমাত্রিক আচরণের অভিযোগ এনেছিলেন তিনি। বিশেষ করে সরফরাজ খানকে (Sarfaraz Khan) দিনের পর দিন বাইরে রাখা প্রসঙ্গে বোর্ডের উদাসীনতার কথা বলেছিলেন। জলজের (Jalaj Saxena) সমর্থনে ফের একবার বোর্ড ও নির্বাচকদের বিরুদ্ধে সরব হলেন তিনি। ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) ট্যুইটারে লেখেন, “ভারতীয় ক্রিকেটে এখন অনেক হাস্যকর কাণ্ড ঘটছে। রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারীকে দক্ষিণাঞ্চল দলে জায়গা না দেওয়াটা অবিশ্বাস্য ব্যাপার। এতে রঞ্জি ট্রফি অর্থহীন মনে হয়। কি লজ্জার কথা !”

দেখে নিন ভেঙ্কটেশ প্রসাদের ট্যুইট’টি-

Also Read: Asia Cup: এশিয়া কাপে অধিনায়ক বদল ভারতের, শ্রীলঙ্কার মাটিতে পা রাখবে তারুণ্যে ভরপুর ‘টিম ইন্ডিয়া’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *