বেশ কয়েক মাস ধরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’এ ভারতের (Team India) অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ থাকায় একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla) এই বিষয়ে মুখ খুলেছেন। পরের বছর ভারত পাকিস্তান সফর করবে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে, রাজীব শুক্লা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত ভারত সরকার নেবেন।
কানপুর টেস্ট চলাকালীন এহেন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজীব শুক্লা। ২০০৮ সালে ভারত শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল। পাকিস্তানের মাটিতে ওটাই ছিল ভারতের শেষ এশিয়া কাপ। দুই দলের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়েই গিয়েছে। ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল তবে ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে অস্বীকার করতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় গিয়ে টুর্নামেন্ট খেলে টিম ইন্ডিয়া (Team India)।
Read More: Team India: টেস্টের মাঝপথেই বড় সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার, বাদ পড়লেন সরফরাজ-সহ একঝাঁক ক্রিকেটার !!
পাকিস্তানের মাটিতে ভারতের খেলার সম্ভাবনা কম
প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের মাটিতে চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন ভারত সেই টুর্নামেন্ট খেলতে যাবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। যা ঠিক করবে দেশের সরকার। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজীব শুক্লা। সেখানেই স্পষ্টত জানান, “বিদেশে খেলতে যেতে হলে আমরা সবসময়ই সরকারের থেকে অনুমতি নিই। আমরা কোন দেশে খেলব সেটাও সরকার সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত মেনে চলে ভারতীয় বোর্ড।”
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল (Team India) আদৌ পাকিস্তান যাবে কিনা সে বিষয়ে রয়েছে চর্চা। যদিও পাকিস্তান ক্রিকের বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি সহ বাঁকি প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড়রা পাকিস্তানে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হওয়ার কারণে তিনি তার নিজের দেশের খেলবারদের জন্য উপযুক্ত ব্যাবস্থা নিতে চাইবেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দল পাকিস্তান গেলে ভারতের জন্য লাহোরে খেলার সুযোগ করে দেবে পাকিস্তান বোর্ড, অর্থাৎ ভারত তাদের সব ম্যাচ লাহোরের মাটিতেই খেলতে পারবে। যদিও সব কিছুর উর্দ্ধে ভারতীয় সরকার।