World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপ। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব এইবার পেয়েছে ভারত। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-এর পর চতুর্থবারর জন্য বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়োজিত হতে চলেছে ভারতের। এর আগের সংস্করণগুলিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের মত উপমহাদেশের অন্যান্য ক্রিকেটখেলিয়ে দেশগুলির সাথে দায়িত্ব ভাগ করে নিয়েছে ভারত, কিন্তু এবার প্রথম এশীয় দেশ হিসেবে মিলেছে একক দায়িত্ব। স্বভাবতই উত্তেজনার পারদ মাত্রা ছাড়িয়েছে ভারতীয় ক্রিকেটভক্তদের। বিশ্বকাপ জ্বর ক্রিকেটজনতার মধ্যে ছড়িয়ে দিতে সচেষ্ট আইসিসি’ও। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে সূচি প্রকাশ করেছিলো তারা। ৪৬দিন ব্যপী প্রতিযোগিতায় থাকতে চলেছে ৪৮টি ম্যাচ। ভারতের দশ শহরের দশ স্টেডিয়ামে হবে মূলপর্বের খেলাগুলি।
সূচি প্রকাশের পর থেকেই অবশ্য বেকায়দায় পড়তে হয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিকে (ICC)। বেকায়দায় বিসিসিআই-ও। প্রথমেই আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিলো পাকিস্তান। এরপর চেন্নাইতে আফগানিস্তান এবং বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা নিয়েও বিরোধিতা এসেছিলো তাদের তরফ থেকে। পড়শি দেশের দাবী বিশেষ আমল দেয় নি বিসিসিআই। তাদের দাবী মানার পথে হাঁটে নি আইসিসি’ও। কিন্তু এরপর বেশ কিছু রাজ্য সংস্থার তরফ থেকে ম্যাচের দিন বদলের আবেদন আসতে থাকে। সুরক্ষার ইস্যুতে বেঁকে বসতে দেখা যায় একাধিক রাজ্য প্রশাসনকেও। সেই কারণে ইতিমধ্যেই একপ্রস্থ সংশোধনীর মধ্যে দিয়ে যেতে হয়েছে বিশ্বকাপ (ICC World Cup 2023) সূচিকে। এরপর হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (HCA) তরফে ফের সুচি বদলের আবেদন আসায় বেশ সমস্যায় বোর্ড। সহ-সভাপতি রাজীব শুক্ল (Rajeev Shukla) বাধ্য হলেন গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে।
Read More: WC 2023: এই দলের হাতে উঠতে চলেছে বিশ্বকাপ ২০২৩’এর শিরোপা, ভবিষ্যৎবাণী সৌরভ গাঙ্গুলির !!
আগেই বদল এসেছে বিশ্বকাপ সূচিতে-

১৫ অক্টোবর ভারত-পাক (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচের ভেন্যু হিসেবে আহমেদাবাদকে বাছা নিয়ে আপত্তি তুলেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। কিন্তু তাতে বিশেষ আমল দেয় নি আইসিসি। বাধা আসে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। জানানো হয় যেহেতু সেইদিন নবরাত্রি উৎসবের প্রথম দিন, সেহেতু মাঠে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হবে না। বাধ্য হয়েই ১৫ তারিখের ম্যাচ এগিয়ে আসে ১৪ অক্টোবরে। কেবল ভারত-পাক নয়, সব মিলিয়ে প্রথম দফায় বিশ্বকাপের (ICC World Cup 2023) মোট ৮টি ম্যাচের দিন বা সময় পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইসিসি। পাক দ্বৈরথ ছাড়াও ভারতের অন্য একটি ম্যাচের দিনক্ষণও বদলেছে। নেদারল্যান্ডসের (IND vs NED) বিরুদ্ধে ১১ নভেম্বর মাঠে নামার কথা ছিলো টিম ইন্ডিয়ার। তা বদলে হয় ১২ নভেম্বর।
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (PAK vs SL) ম্যাচেরও তারিখ বদল হয়। ১২ অক্টোবর থেকে তা এগিয়ে যায় ১০ অক্টোবরে। এছাড়াও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) কালীপুজোর দিন ম্যাচ আয়োজন করতে রাজী না হওয়ায় পাকিস্তান বনাম ইংল্যান্ড (PAK vs ENG) ম্যাচ ১২ নভেম্বরের বদলে এগিয়ে আসে ১১ নভেম্বর। দিন পরিবর্তন হয়েছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (AUS vs SA), নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (NZ vs BAN), অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের (AUS vs BAN) মত ম্যাচেরও। কেবলমাত্র সময় পরিবর্তন হয়েছে ইংল্যান্ড বনাম বাংলাদেশ (ENG vs BAN) ম্যাচের। দিন-রাতের ম্যাচের বদলে খেলাটি হবে শুধু দিনে।
ইতিমধ্যেই তারিখ বা সময় বদলে যাওয়া ম্যাচ গুলি-

হায়দ্রাবাদের দাবী নিয়ে মুখ খুললেন রাজীব শুক্ল-

এক ধাক্কায় নয় ম্যাচের দিন বা সময় বদলানোয় এর আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন অনেকে। আইসিসি ও বিসিসিআই-এর আরও সময় নিয়ে সূচি নির্ধারণ করা উচিৎ ছিলো বলে দাবী করেছিলেন তাঁরা। এরই মধ্যে ফের একবার বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচি নিয়ে আপত্তি জানালো হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HCA)। পরিবর্তিত সূচি অনুযায়ী হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ ও ১০ অক্টোবর পরপর দুই দিন দুটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা। ৯ তারিখ নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস (NZ vs NED) ম্যাচের পরদিনই রাখা হয়েছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (PAK s SL) ম্যাচ। দুই ম্যাচের মাঝে অন্তত এক দিনের বিরতি চেয়ে বিসিসিআই-কে চিঠি দিয়েছে হায়দ্রাবাদের ক্রিকেট সংস্থা। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিন বদলের আগে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সাথে কোনোরকম আলোচনা করা হয় নি বলেই শোনা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে।
হায়দ্রাবাদ প্রশাসনের তরফেও জানানো হয়েছে পরপর দুই দিন ম্যাচ থাকলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। বিশেষ করে যেহেতু ১০ তারিখ পাকিস্তানের ম্যাচ রয়েছে সেহেতু তা ঝুঁকিপূর্ণ হতে পারে। এমতাবস্থায় ঘরে-বাইরে কটাক্ষের মুখে ভারতীয় বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি (Najam Sethi) অবধি গতকাল এক ট্যুইটাবার্তায় দুষেছেন বিসিসিআই-কে। চাপের সম্মুখীন হয়ে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল (Rajeev Shukla) রবিবার জানান, “বিশ্বকাপে হায়দ্রাবাদে আয়োজিত হতে চলা ম্যাচগুলির দায়িত্বে আমি রয়েছি। যদি কোনো সমস্যা থাকে, তা মেটানোর প্রয়াস করবো আমরা। বিশ্বকাপের ম্যাচের দিনক্ষণ বদলানো সহজ নয়। আর বদলের সম্ভাবনা ক্ষীণ। কেবল বিসিসিআই সূচিতে বদল আনতে পারে না। সংশ্লিষ্ট দল, আইসিসি-র ভূমিকাও থাকে।” শেষমেশ জল কোনদিনে গড়ায় এখন সেদিকেই নজর সকলের।
Also Read: World Cup 2023: বিশ্বকাপ জিততে বিরাট কোহলিকে হীরের ব্যাট উপহার, দাম জানলে চক্ষু চরকগাছ !!